Last Update
থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হিনা খান?
হিনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়! সর্বদাই লাইমলাইটে থাকেন তিনি। কখন কী পরলেন, কী খেলেন, কোথায় গেলেন? সবটাই অনুরাগীদের নখদর্পণে। হবে না-ই বা কেন! হিনা সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। সর্বক্ষণের আপডেট শেয়ার করে নেন তাঁদের সঙ্গে। এবারও তাঁর একটি পোস্ট চর্চার শিরোনামে। যা কিনা অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ।
হিনা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “আমাদের এই গল্পের শেষ নেই! লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তাঁর জীবনে চমৎকার হবেই হবে। আল্লার উপরই ছেড়ে দিলাম সব।” তবে শুধু অভিনেত্রীর পোস্টই নয়! এরমাঝেই ভাইরাল হয়ে যায় এক ডাক্তারের এক্স হ্যান্ডেল পোস্ট। যেখানে ওই চিকিৎসক সাফ জানিয়েছেন, “এক জনপ্রিয় অভিনেত্রী তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তিনি হাসপাতালেও এসেছিলেন। তবে জীবনেও ভাবিনি ওই তারকার এমন মারণ রোগে আক্রান্ত হবেন।” সেই পোস্ট থেকেই দুয়ে দুয়ে চার করেছেন অনেকে। যদিও অভিনেত্রীর তরফে এখনও কোনওরকম অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।
TOP RELATED