Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী আছে কোন রাশির ভাগ্যে?

কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2024-12-01 08:53 AM

Share on:

চাঁদ আজ সারা দিন রাত জুড়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। সূর্যও বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। অর্থাৎ আজ বৃশ্চিক রাশিতে যুতি গঠন করবে সূর্য ও চাঁদ। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা অমাবস্যা তিথি। রবিবার সকাল ১১টা ৫০ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে। তারপর পড়বে শুক্লা প্রতিপদ তিথি। এই তিথিতে সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ২টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে অনুরাধা নক্ষত্র, তারপর থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র। আজ সকাল ৬টা ৫৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। তার সঙ্গে আজ ডিসেম্বর মাসের প্রথম দিন। নিউমেরোলজি অনুসারে ১ সংখ্যাটিও সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ কর্মে আরও গতি আনতে হবে মেষ রাশির জাতকদের। আলস্য ত্যাগ করে নতুন কর্মে ঝাঁপিয়ে পড়তে হবে। কর্মে উদ্যোগ ও প্রচেষ্টা নিয়ে এসে আপনার সাফল্য লাভে নিশ্চিত ভাবে হবে। আজ খরচ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা বা প্রাপ্য বস্তু আজ আপনি পেয়ে যেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে।

বৃষ রাশি

তাড়াহুড়ো করে আজ কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না। এর ফলে ক্ষতির মুখে পড়তে পারে। জীবনসঙ্গীর শরীর খারাপ হওয়ায় আপনার দুশ্চিন্তা ও উদ্বেগ বাড়বে। ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতপার্থক্য আসতে পারে। হঠাৎ কোনও সূত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যে কোনও প্রতিযোগিতা থেকে আজ দূরে থাকাই উচিত হবে।

মিথুন রাশি

আন্তঃরাজ্য বা বৈদেশিক ব্যবসার দ্বারা আজ অর্থলাভের প্রবল যোগ আছে মিথুন রাশির জাতকদের। দীর্ঘমেয়াদি ক্ষেত্রে বিনিয়োগের জন্য আজ উপযুক্ত দিন। রুক্ষ মেজাজের কারণে আজ আপনি নিজের কাছের মানুষকে আঘাত দিতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম হানি হতে পারে মিথুন রাশির জাতকদের। আজ কাউকে আর্থিক সাহায্য করবেন না।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হবে। প্রাপ্তিক্ষেত্র আজ বেশ শুভ। নানা দিক থেকে বিশেষ কিছু লাভ হতে পারে। তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে। রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য আজকের দিনটি আর্থিক ভাবে লাভজনক হতে চলেছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

সিংহ রাশি

অপ্রয়োজনে কোনও জিনিসে কিনতে আজ খরচ না করাই ভালো। মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ায় সারাদিন উদ্বেগে কাটাবেন সিংহ রাশির জাতকরা। ভেঙে যাওয়া সম্পর্ক আজ আবার জোড়া লাগতে পারে। ব্যয় সংকোচ করার পরামর্শ দেওয়া হচ্ছে সিংহের জাতকদের। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।

কন্যা রাশি

আজকে আপনার পরিশ্রম বৃদ্ধি পারে। হঠাৎ কোনও ক্ষেত্র থেকে ধন প্রাপ্তি হতে পারে। পারিপার্শ্বিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন নচেৎ মেজাজ হারাতে পারেন কন্যা রাশির জাতকরা। ব্যবসা ক্ষেত্র আজ আপনার জন্য শুভ। কমিশনভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ নয়। নিজের শরীরের খেয়াল রাখুন।

তুলা রাশি

আজ কোনও কারণে অতিরিক্ত খরচের ধাক্কা এসে পড়তে পারে তুলা রাশির জাতকদের ওপর। এই কারণে সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। কোনও গুরু স্থানীয় ব্যক্তির সঙ্গে মতপার্থক্য হতে পারে আপনার। সন্তানের বিদ্যা চর্চায় বাধা আসতে পারে। দাম্পত্যে অশান্তির যোগ আছে। ছোটখাটো বিষয়ে মাথা গরম করবেন না, ধৈর্য্য বজায় রাখুন।

বৃশ্চিক রাশি

আজ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন বৃশ্চিক রাশির জাতকরা। আপনার আত্মবিশ্বাস কর্মক্ষেত্রে বড় অগ্রগতি নিয়ে আসবে। ব্যবসায় আজ প্রচুর লাভ হবে এবং ব্যাংক ব্যালান্স বাড়বে। বন্ধু স্থানীয় কোনও ব্যক্তির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেন না করাই ভালো। অবিবাহিতদের বিয়ের ভালো যোগাযোগ আসতে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আজ আপনাকে সাফল্য এনে দেবে। সুদূরপ্রসারী চিন্তাভাবনা আপনাকে কর্মক্ষেত্রে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে।

মকর রাশি

কর্মসূত্রে আজ বিদেশ যাওয়ার প্রস্তাব পেতে পারেন মকর রাশির জাতকরা। আজ আপনার সাবধান থাকা জরুরি। কোনও উঁচু স্থান থেকে নীচে পড়ে যাওয়ার যোগ আছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হতে পারে। আজ কাউকে কোনও মতামত ও পরামর্শ দেবেন না। আইনি সমস্যা এড়িয়ে চলুন। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন।

কুম্ভ রাশি

পরিবারের সঙ্গে আজ সময় কাটানো বিশেষ প্রয়োজন কুম্ভ রাশির জাতকদের। তা না হলে আপনাদের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আজ ভুগতে পারেন। আপনার ভাই বা বোন আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি করবে। তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করুন। কোনও পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে বাধা পাবে।

মীন রাশি

ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি মীন রাশির জাতকদের জন্য শুভ। কর্মক্ষেত্রে কোনও ব্যক্তির আচরণে আপনি বিরক্ত হতে পারেন। পর্যটন ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, সেই সব ব্যক্তিদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভজনক হবে। ইঞ্জিনিয়ারদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আসবে। আজ কিছু অতিরিক্ত অর্থলাভ হতে পারে।

TOP RELATED