Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী আছে কোন রাশির ভাগ্যে?

কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2025-01-02 08:33 AM

Share on:

চাঁদ আজ সারাদিন মকর রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। আজ পৌষ শুক্লা তৃতীয়া তিথিতে গঠিত হবে হর্ষণা যোগ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা তৃতীয়া তিথি। আজ রাত ১টা ৮ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা চতুর্থী তিথি। এই তিথিতে হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্র। তারপর থাকবে ধনিষ্ঠা নক্ষত্র। আজ সকাল ৭টা ১৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বৃহস্পতিবার হল শ্রীবিষ্ণুর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ প্রবীণ ব্যক্তিদের শারীরের দিকে বিশেষ নজর দিতে হবে। কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ দোটানায় পড়তে পারেন মেষ রাশির জাতকরা। পড়াশোনার ক্ষেত্রে অতিরিক্ত খরচ হতে পারে। প্রেমের বিষয়ে সাফল্য পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে তবে অল্প হলেও সঞ্চয় হবে।

বৃষ রাশি

কর্মের বিষয়ে নতুন যোগাযোগ হতে পারে বৃষ রাশির জাতকদের। ভ্রমনে বাধা বা বিপদের ইঙ্গিত আছে। আজ আর্থিক অবস্থা ভালোই থাকবে। আগের করা লগ্নি থেকে আজ ভালো লাভ পেতে পারেন। কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন বৃষ রাশির জাতকরা।

মিথুন রাশি

আজ আপনার পরিশ্রমের ফল পেতে দেরি হতে পারে। আজ বিবেচনা ও বিচক্ষণতার সঙ্গে কোনও কাজে হাত দেওয়া উচিত বৃষ রাশির জাতকদের। আজ অযথা মনে উদ্বেগ আসতে পারে। কর্ম উপলক্ষে অন্য স্থানে যেতে হতে পারে। বেহিসেবি খরচ করার ইচ্ছেকে সংবরণ করুন। না হলে আর্থিক সংকটে পড়তে পারেন।

কর্কট রাশি

ওকালতির সঙ্গে যাঁরা যুক্ত, আজ তাঁরা কাজকর্মে সাফল্য পাবেন। নতুন বছরের দ্বিতীয় দিনে আর্থিক লাভ হবে কর্কট রাশির জাতকদের। কম্পিউটারের কাজে আজ উন্নতি হবে। যাঁদের লিভারের অসুখ আছে, তাঁরা পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। দুধ, দই, মিষ্টি ও মদের ব্যবসায়ীরা আছে বিশেষ লাভবান হবেন।

সিংহ রাশি

সাংসারিক ব্যাপারে আজ উৎকণ্ঠা বাড়তে পারে সিংহ রাশির জাতকদের। স্পষ্ট বক্তা হওয়ার কারণে আজ শত্রুতা বৃদ্ধি পাবে। দাম্পত্যে মতান্তর আসতে পারে। জ্বর বা শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে অবহেলা করা উচিত হবে না। বন্ধুদের থেকে মানসিক আঘাত পেতে পারেন।

কন্যা রাশি

মনিহারি, ছাপার কাজ, খেলার জিনিসপত্রের ব্যবসায় আজ বিশেষ লাভবান হবেন। রাজনৈতিক ব্যক্তিদের থেকে আজ দূরে থাকুন কন্যা রাশির জাতকরা। শত্রু ভয় আছে কিন্তু ক্ষতির আশঙ্কা নেই। ট্রেডিং ভালো হবে। যৌথ ব্যবসা থেকে লাভের ইঙ্গিত রয়েছে। ব্যবসায়ীদের হিসেবের দিকে সুতীক্ষ্ণ নজর রাখতে হবে, না হলে হিসেবের গোলমাল হতে পারে।

তুলা রাশি

ব্যবসায় বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নিন তুলা রাশির জাতকরা। ইলেকট্রনিক্স দ্রব্য কেনার ক্ষেত্রে অযথা অর্থের অপব্যয় হতে পারে। অটোমোবাইল সংক্রান্ত কাজকর্মে আজ লাভের যোগ রয়েছে। অতীতে কী ঘটেছে বা ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে অযথা চিন্তাভাবনা করে আপনি সময় নষ্ট করবেন। সরকারি কাজে উন্নতি হবে।

বৃশ্চিক রাশি

কোনও রকম প্রতিবাদ আজ এড়িয়ে চলুন। হটকারি কোনও সিদ্ধান্ত নিলে ঠকতে হতে পারে। সবজির ব্যবসায় আজ বিশেষ লাভ হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। মহিলারা স্ত্রী-রোগ সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। বিমান পরিষেবা সংক্রান্ত পেশায় চাকরি পেতে পারেন।

ধনু রাশি

কোনও উচ্চপদযুক্ত কর্মের সংযোগ হতে পারে। তবে পেশাগত জীবনে মানসিক প্রশান্তি পাবেন। সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। গলা, কান, দাঁতের, সমস্যায় কষ্ট পেতে পারেন। আজকের দিনটি রোম্যান্টিক ভাবে ভালো কাটাবেন ধনু রাশির জাতকরা। ফল ব্যবসায়ীরা আর্থিক ভাবে আজ লাভবান হবেন।

মকর রাশি

অপ্রয়োজনীয় চিন্তায় আজ বিভ্রান্তি আসতে পারে। প্রতিবেশী সংক্রান্ত কোনও বিবাদ আজ মিটে যেতে পারে। রক্তাল্পতা বা রক্ত সম্পর্কিত কোনও সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। পরিবারের নতুন অতিথি আসতে পারে। সন্তানের উন্নতিতে আপনি আজ আনন্দিত থাকবেন। রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা থাকুন।

কুম্ভ রাশি

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ হবে। আজ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কিন্তু ভ্রমণে সাবধানতা অবলম্বন করা জরুরি। বেড়াতে গিয়ে বিপদে পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরা। আজ কর্মক্ষেত্রে পরিশ্রম এবং হতাশা বাড়বে। বিজ্ঞাপন ,প্রিন্ট, ফ্লেক্স ,অ্যাড এজেন্সির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো যাবে।

মীন রাশি

প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক কাজকর্মে আজ সাফল্য পাবেন মীন রাশির জাতকরা। মায়ের শরীর তুলনামূলক সুস্থ থাকবে। সন্তানের আজ আঘাতপ্রাপ্তির যোগ আছে। প্রাপ্তিক্ষেত্র শুভ। অংশীদারি ব্যবসায় যুক্ত হলে নিজের কাজে আরও মনোযোগ দিন। ধন উপার্জন বেশি হবে।

TOP RELATED