চাঁদ আজ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে তুলা রাশিতে। আজ কার্তিক শুক্লা প্রতিপদ তিথি। আজ রাত ৮টা ২১ মিনিটের পর দ্বিতীয়া তিথি পড়ে যাচ্ছে। আজ পালন হচ্ছে অন্নকূট উৎসব ও গোবর্ধন পুজো। এই তিথিতে আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৫টা ৫১ মিনিট পর্যন্ত থাকবে বিশাখা নক্ষত্র, তারপর থাকবে অনুরাধা নক্ষত্র। আজ সকাল ৬টা ৩৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল কর্মফলের দেবতা শনির প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ শনি ঠাকুরের আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
আজকের মেষ রাশিফল
মেষ রাশির ছাত্র-ছাত্রীদের সামনে পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা আসবে। চাকরিজীবীরা অফিসে নতুন অধিকার পাবেন। পদোন্নতি সম্ভব। মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। পরিবারে অশান্তির পরিবেশ থাকবে। মামার বাড়ির পক্ষ থেকে অর্থলাভ করতে পারেন।
আজকের বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকদের প্রেম জীবনে ওঠাপড়া লেগে থাকবে। কাজে মনোনিবেশ করতে পারবেন না। তবে চিন্তিত হবেন না, কারণ সন্ধের মধ্যে অবসাদ দূর হবে। পরিজনদের সঙ্গে বিবাদে জড়াবেন না, বরং তাঁদের পরামর্শ মেনে কাজ করলে লাভবান হবেন।
আজকের মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকরা বাড়ি ও দোকান কেনার পরিকল্পনা করে থাকলে আজ কিনে ফেলুন। ভবিষ্যতে এর দ্বারা লাভবান হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। যে কোনও ধরনের অনৈতিক কাজ থেকে দূরে থাকুন।
আজকের কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকরা বড়দের আশীর্বাদে ব্যবসায় লাভ করতে পারবেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িতরা সুসংবাদ পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। কাছের মানুষদের সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি হতে দেবেন না। সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।
আজকের সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকরা পরিবারের সদস্যদের কাছ থেকে সুসংবাদ পাবেন। আর্থিক চাপ কমবে। কাপড়ের ব্যবসা করেন যাঁরা, তাঁরা আজ লাভবান হবেন। পরিবারের সদস্যদের যত্ন নিন। কর্মক্ষেত্রে শত্রুরা আপনার উন্নতি দেখে ঈর্ষা করবেন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন।
আজকের কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের পারিবারিক পরিবেশ ভালো থাকবে। সম্পর্ক মজবুত হবে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। সরকারি চাকরিজীবীরা মহিলা সহকর্মী ও আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। আশপাশের পরিবেশ আনন্দমুখর থাকবে।
আজকের তুলা রাশিফল
তুলা রাশির জাতকরা জীবনসঙ্গীর পরামর্শে কর্মক্ষেত্রে লাভবান হবেন। ব্যবসায়ে প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। বাড়িতে দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা সম্পূর্ণ করার সময় পাবেন। রোজগারের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের নেতৃত্ব ক্ষমতা বিকশিত হবে।
আজকের বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকদের রোজগারের ক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে, যার ফলে মন অশান্ত হবে। ভাই ও বন্ধুদের সাহায্যের নতুন সুযোগ পাবেন, এর ফলে ভবিষ্যৎ মজবুত হবে। আত্মীয়স্বজনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। সন্ধেবেলা ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন।
আজকের ধনু রাশিফল
ধনু রাশির জাতকরা ব্যবসায় নতুন কিছু অন্তর্ভুক্ত করতে পারেন, এর ফলে পরিস্থিতি আপনার পক্ষে আসবে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। প্রেম জীবনে উপহার পেতে পারেন। বাড়ির জন্য জরুরি জিনিস কেনাকাটা করতে পারেন এই রাশির জাতকরা।
আজকের মকর রাশিফল
মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আধিকারিকদের সাহায্য পাবেন। আইনি মামলায় পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। নিজের কথার দ্বারা সকলকে সন্তুষ্ট করতে পারেন। আত্মীয় ও বন্ধুদের টাকা ধার দেবেন না। সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।
আজকের কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকদের মান-সম্মান বাড়বে। প্রেমিকের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করাতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ভালো সময় কাটাবেন, তাঁদের কোনও কাজে সাহায্য করবেন। ধর্মীয় কাজে অংশ নেবেন এই রাশির জাতকরা। যশ বৃদ্ধি হবে।
আজকের মীন রাশিফল
মীন রাশির জাতকদের আজকের দিনটি ব্যবসায়িক প্রতিযোগিতার জন্য ক্ষতিকর। হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেতে পারেন। অতিরিক্ত অর্থাগম হওয়ার ফলে মনে আনন্দ থাকবে। নতুন ব্যবসা শুরুর জন্য আজকের দিনটি ভালো। কোনও লগ্নির পূর্বে জীবনসঙ্গীর পরামর্শ নিতে ভুলবেন না।