চাঁদ আজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা চতুর্থী তিথি। আজ রাত ১১টা ৩৯ মিনিট পর্যন্ত চতুর্থী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা পঞ্চমী তিথি। এই তিথিতে বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১০টা ২২ মিনিট পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্র। তারপর থাকবে শতভিষা নক্ষত্র। আজ সকাল ৭টা ১৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে ও দায়িত্ব বৃদ্ধি পাবে। সন্তান আজ জ্বর, গলা ব্যথা, সর্দি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। ঠিকাদারি বা জমি-জমা সংক্রান্ত কাজে আজ উপরি লাভ হবে। ধর্মকাজে মতি থাকলে সব বাধা-বিঘ্ন অতিক্রম করতে পারবেন মেষ রাশির জাতকরা। চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন।
বৃষ রাশি
নিয়ম-নীতি মেনে সব কাজ করলে আজ খ্যাতি লাভ হবে বৃষ রাশির জাতকদের। প্রেম-প্রীতির প্রতি আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে। এই রাশির জাতকদের বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পেটের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ কোনও কারণে মতান্তর হতে পারে।
মিথুন রাশি
গলার সমস্যায় আজ কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতকরা। স্পষ্ট কথা বলায় সহকর্মীদের বিরাগ ভাজন হবেন। ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত ব্যবসায় আজ বিশেষ লাভবান হবেন। নিজের ভুল সিদ্ধান্তের খেসারত আজ কিছুটা হলেও দিতে হবে মিথুন রাশির জাতকদের।
কর্কট রাশি
আজ লটারি প্রাপ্তির যোগ থাকছে কর্কট রাশির জাতকদের। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বিশেষ লাভবান হবেন। স্কুল-কলেজের কাজে নিযুক্ত ব্যক্তিদের কাজের দায়িত্ব এবং প্রাধান্য বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তরের সম্ভাবনা রয়েছে। চিকিৎসা খাতে আজ খরচ বাড়বে।
সিংহ রাশি
প্রবীণ ব্যক্তিদের প্রস্রাবের সমস্যা বা কিডনিতে পাথর সংক্রান্ত সমস্যা হতে পারে। ব্যবসা বা নিজের কোনও স্বাধীন কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য আজকের দিনটি খুবই ভালো। সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। সন্তানের বিদ্যাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অযথা মন্তব্য করলে আজ সমস্যা জটিল হতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা আজ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। নিয়মমাফিক খাদ্যাভ্যাস না করলে পেটের সমস্যার যোগ থাকছে। চাকরিরপ্রার্থীদের কাজের সুযোগ আসবে। বুদ্ধির জোরে আজ সব বিপদ কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসা ভালো হবে। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে।
তুলা রাশি
সুচিন্তিত পথে অগ্রসর না হলে কর্মক্ষেত্রে আজ বিভ্রাট হতে পারে। কোমরে ও ঘাড়ে আজ ব্যথা পেতে পারেন। যুক্তিসঙ্গত কথা বলায় রাজনীতিতে আপনার সুনাম বৃদ্ধি পাবে। পড়াশোনায় শিক্ষার্থীদের অমনোযোগিতা আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতান্তর হতে পারে। ব্যবসায় আজ বেশি লগ্নি না করাই ভালো হবে।
বৃশ্চিক রাশি
লোভ সংবরণ করুন, না হলে আজ সমস্যায় পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। ব্যবসা থেকে ভালো লাভ হবে। আয় ভালো হলেও ব্যয়ের চাপ বেশি থাকায় সঞ্চয় বিশেষ হবে না। ছাত্রছাত্রীরা মন দিয়ে লেখাপড়া করায় পরীক্ষার ফল আশানুরূপ হবে। আজ প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পাবেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের আজ আত্মীয়দের সঙ্গে গোলমালের আশঙ্কা থাকছে। কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে। আজ কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে। জীবনে নতুন প্রেম আসতে পারে। ভাই-বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সামান্য শারীরিক সমস্যা হলেও গুরুতর রোগভোগের আশঙ্কা নেই
মকর রাশি
পড়াশোনার সূত্রে আজ জন্মস্থান থেকে দূরে যেতে হতে পারে। পরিবারে কারোর শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। কোনও বন্ধুর দ্বারা অপকারের আশঙ্কা থাকলেও পুরোনো বন্ধুর সহযোগিতায় উপকার পাবেন। দাম্পত্যে পারস্পরিক মতান্তর হতে পারে। একাগ্র চিত্তে ইষ্টচিন্তা করলে শুভ ফল পাবেন।
কুম্ভ রাশি
আজ অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। কিডনি সংক্রান্ত রোগের আশঙ্কা থাকলেও চিকিৎসায় আরোগ্য পাবেন। সন্তানের পড়াশোনা আজ আশানুরূপ হবে। হঠাৎ কোনও কারণে আপনি রুষ্ট হতে পারেন। দ্রুত ক্রোধ প্রশমন না করলে অনিষ্ট হতে পারে। শত্রুরা আজ মাথা চাড়া দিয়ে উঠলে আপনার বড় ক্ষতি হতে পারে।
মীন রাশি
আজ নানা কারণে খরচ বাড়তে পারে মীন রাশির জাতকদের। সন্তানকে নিয়ে আপনার মনে দুশ্চিন্তা বাড়তে পারে। আইন সংক্রান্ত কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। অল্পবয়সী ছেলেমেয়েরা নতুন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। অহেতুক ঝামেলা এড়িয়ে চলুন।