চাঁদ আজ সারা দিন ধরে সিংহের রাশি সূর্যে বিরাজ করবে। সূর্যও এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে আজ পাশাপাশি অবস্থান করবে চাঁদ ও সূর্য। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা প্রতিপদ তিথি। এই তিথিতে শিব যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৬টায় সূর্যোদয় ও সন্ধে ৬টা ৪০ মিনিটে সূর্যাস্ত। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মঙ্গলবার হনুমানজির আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
আজকের মেষ রাশিফল:
মেষ রাশির জাতকরা আজ পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। অর্থ ব্যয় বাড়বে। অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন এই রাশির জাতকরা। ধর্মীয় ও সামাজিক কাজে সহযোগিতা প্রদান করবেন। ভাইয়ের পরামর্শে ব্যবসায় উন্নতি হবে। প্রেম জীবনে অবসাদ দেখা দেবে, ভেবেচিন্তে কথা বলুন। রুষ্ট সঙ্গীর রাগ দূর করতে বিলম্ব করবেন না। বিবাহযোগ্যদের জন্য আজকের দিনটি ভালো।
ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। চন্দনের তিলক লাগান।
আজকের বৃষ রাশিফল:
বৃষ রাশির জাতকদের মায়ের সঙ্গে বিচারধারায় মতপার্থক্য দেখা দিতে পারে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার পথে বাধার সম্মুখীন হবেন। পরিবারের দৈনন্দিন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, যার ফলে চিন্তিত হয়ে পড়বেন। কোনও সমস্যা হলে সন্ধেবেলা তার সমাধানে প্রতিবেশীদের সাহায্য লাভ করবেন। সন্তানকে ধর্মীয় কাজে লিপ্ত দেখে আনন্দিত হবেন।
৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুর পুজো করুন।
আজকের মিথুন রাশিফল:
মিথুন রাশির জাতকরা নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে তাতে সফল হবেন। কোনও কারণে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে। জীবন আনন্দে কাটবে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা আপনাদের দুশ্চিন্তায় ফেলবে। ভাই-বোনের বিবাহ প্রসঙ্গ প্রবল হবে। মা-বাবার সেবার সুযোগ পাবেন।
ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।
আজকের কর্কট রাশিফল:
কর্কট রাশির জাতকদের উন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য সময় বের করতে পারেন। আলস্য ত্যাগ করুন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা কাজে সাফল্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার কাজ দেখে প্রভাবিত হবেন। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে কোনও কাজ করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন। আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে।
আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ কাপড়ে ছোলা ও গুড় বেঁধে বিষ্ণুর মন্দিরে নিবেদন করুন।
আজকের সিংহ রাশিফল:
সিংহ রাশির জাতকরা বিদেশে বসবাসকারী পরিবারের কাছ থেকে সুসংবাদ পাবেন। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পাবেন। দরিদ্রদের সাহায্যের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন এই রাশির জাতকরা। এর ফলে মানসিক শান্তি পাবেন। জীবনসঙ্গীর আপনার কাজে সহযোগিতা প্রদান করবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। নিজের কর্মকৌশলের মাধ্যমে সকলকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন। ছাত্রদের টাকাপয়সার দরকার পড়বে।
৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন।
আজকের কন্যা রাশিফল:
কন্যা রাশির জাতকদের অনিচ্ছা সত্ত্বেও কিছু অর্থ ব্য়য় করতে হবে। তবে এই ব্যয় আপনার আর্থিক পরিস্থিতিতে প্রভাবিত করবে না। বন্ধুদের সাহায্য করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের, তা না-হলে বিবাদ বাঁধিয়ে ফেলতে পারেন। প্রেম জীবনে সুখপূর্ণ অনুভূতি অর্জন করতে পারবেন। ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পাবেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা সমাপ্ত হবে।
ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণদের দান করুন।
আজকের তুলা রাশিফল:
তুলা রাশির জাতকরা ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। অধিক কাজের কারণে স্বাস্থ্য দুর্বল হবে এই রাশির জাতকদের। চাকরিজীবীদের অধিকার বাড়বে। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার প্রকল্পের সাফল্য দেখে সকলে আপনার সাহস ও পরাক্রমের প্রশংসা করবেন। ছাত্র-ছাত্রীদের আর্থিক সংকট দূর হবে। সন্ধেবেলা কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, হতাশ হতে পারেন।
ভাগ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।
আজকের বৃশ্চিক রাশিফল:
বৃশ্চিক রাশির জাতকরা নিজের স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়া-দাওয়ার যত্ন নিন, তা না হলে পেটের রোগ হতে পারে। ব্যবসায় কিছু পরিকল্পনা করতে পারেন, এর দ্বারা ভবিষ্যতে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। ব্যবসায় নতুন পরিবর্তন করতে পারবেন। অবিবাহিত ছেলে বা মেয়ের বিবাহ প্রস্তাব আসতে পারে। সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পাবেন।
আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রোজ রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।
আজকের ধনু রাশিফল:
ধনু রাশির জাতকদের পদোন্নতি হবে। অফিসারদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পদ, মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রেম জীবনে নতুন প্রাণ আসবে। দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়ীরা আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের পথ প্রশস্ত হবে। সন্ধেবেলা আটকে থাকা কাজ সম্পন্ন করার সময় পাবেন।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।
আজকের মকর রাশিফল:
মকর রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। কাজের ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন, যা দেখে জীবনসঙ্গী খুশি হবে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলা প্রবীণ আধিকারিকদের সাহায্যে মিটে যাবে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন। সন্ধেবেলা ধর্মীয় কাজে সাহায্য করবেন। সম্পত্তিতে লগ্নির জন্য আজকের দিনটি খুব ভালো।
ভাগ্য আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সাদা চন্দনের তিলক লাগান।
আজকের কুম্ভ রাশিফল:
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত লাভজনক। কোনও কাজ করার আগে মা-বাবার আশীর্বাদ নিতে ভুলবেন না, সফল হবেন। ভালো কাজ করে পরিবারের নাম উজ্জ্বল করতে পারেন। ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিষয় আলোচনা হতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবকে তামার ঘটিতে জল নিবেদন করুন।
আজকের মীন রাশিফল:
মীন রাশির জাতকদের সন্তান ও জীবনসঙ্গীর প্রতি প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অন্য কোনও ব্যক্তির কারণে আকস্মিক চিন্তিত হয়ে পড়তে পারেন। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। শ্বশুরবাড়ির তরফে লাভবান হবেন। চাকরিজীবীদের কাজের দায়িত্ব বাড়তে পারে।
আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।