চাঁদ আজ সারাদিন ধনু রাশিতে গোচর করবে। সূর্য বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। মঙ্গলবার বেলা ১টা ৯ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকবে। তারপর পড়বে অঘ্রাণ শুক্লা তৃতীয়া। এই তিথিতে শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বিকেল ৪টে ৪২ মিনিট পর্যন্ত থাকবে মূলা নক্ষত্র, তারপর থাকবে পূর্ব আষাঢ় নক্ষত্র। আজ সকাল ৬টা ৫৮ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
অপ্রত্যাশিত ভাবে আজ কিছু লাভ হতে চলেছে মেষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে আপনার সাফল্য নিশ্চিত। নিজের প্রতিভার স্বীকৃতি আজ পাবেন। শরীরে বায়ু ও পিত্তর প্রকোপ বাড়ায় শরীর খারাপ হতে পারে আপনার। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।
বৃষ রাশি
আজ আয় বৃদ্ধির যোগ রয়েছে বৃষ রাশির জাতকদের। ব্যবসায় দুর্দান্ত সাফল্য পেতে পারেন। তবে শরীরে খুব একটা ভালো থাকবে না। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। কোনও মহিলা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবেন। কাজের দায়িত্ব ও চাপ বাড়বে। অন্যের কাজের দায়ভার আপনাকে নিতে হবে।
মিথুন রাশি
সাংসারিক অশান্তির কারণে আজ সারাদিন ব্যস্ত থাকতে হবে মিথুন রাশির জাতকদের। পরিবারের মধ্যে যাঁরা আপনার বিরোধী, তাঁরা নানা ভাবে গোলমাল বাধাতে পারে। চোখের অসুখ নিয়ে কষ্ট পেতে পারেন। আজ কেউ আপনাকে নতুন পোশাক উপহার দিতে পারেন। নতুন গাড়ি কিনতে পারেন মিথুন রাশির জাতকরা।
কর্কট রাশি
ব্যবসার কারণে সফর করলেও তা আজ লাভজনক হবে না। কর্কট রাশির জাতকদের দাম্পত্য কলহ হতে পারে। নানা কারণে খরচ বাড়তে পারে। নার্ভের সমস্যায় কষ্ট পেতে পারেন। হঠাৎ কোনও আত্মীয়ের শরীর খারাপ হতে পারে। এই কারণে আজ আপনার মনে উদ্বেগ থাকবে। ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে।
সিংহ রাশি
আজ শারীরিক ভাবে আঘাত পেতে পারেন সিংহ রাশির জাতকরা। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই কারণে আজ সারাদিন আপনার মনে উদ্বেগ থাকবে। শত্রুদের পরাজিত করতে পারবেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ সাফল্য পাওয়ার যোগ আছে। সৌখিন দ্রব্যের ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা আজ আর্থিক লাভের মুখ দেখবেন।
কন্যা রাশি
আজ গুরুজনদের থেকে উপকার পাবেন কন্যা রাশির জাতকরা। এর ফলে আপনার মনে আনন্দ থাকবে। শত্রুরা আজ আপনার কাছে পরাজয় স্বীকার করে নেবে। সর্দি কাশির মতো শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে। আজ আপনার কিছুটা আয় বৃদ্ধি পাবে। তবে আয় বাড়ার কারণে নিজের খরচ বাড়িয়ে ফেলবেন না।
তুলা রাশি
আজ অপ্রত্যাশিত কিছু লাভ হতে পারে তুলা রাশির জাতকদের। আজ আপনার উদ্যম ও প্রচেষ্টা বড় সাফল্য পাবে। মায়ের স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। কেরিয়ারে সাফল্য লাভের যোগ রয়েছে। সাংসারিক বিষয়ে কোনও সুখবর আজ পেতে চলেছেন। তুলার জাতকেরা ব্যবসা ক্ষেত্রে লাভবান হবেন। পুরনো অসুখ সেরে যেতে পারে।
বৃশ্চিক রাশি
বন্ধুদের সমালোচনার মুখে আজ পড়তে হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। আজ যে কোনও রকম প্রতিযোগিতা থেকে দূরে থাকুন। পরীক্ষায় আজ কিছু ভুল ভ্রান্তি হতে পারে। ব্যবসায় আপনার উদ্যম বা পরিকল্পনা সফল ভাবে রূপায়ন করতে পারবেন। সংসারে কিছু জটিলতা দেখা দিতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের আজ আয় বাড়বে। এর পাশাপাশি সামাজিক সম্মানও বৃদ্ধি পাবে আপনার। অহেতুক কোনও ঘটনা নিয়ে আপনার মনে দুশ্চিন্তা আসতে পারে। আজ জামা কাপড় ও গয়নাগাটি উপহার পেতে পারেন ধনু রাশির জাতকরা। সাবধানে থাকুন, দুর্ঘটনা হতে পারে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে।
মকর রাশি
আজ আপনি সুখ লাভ করবেন। কিন্তু অযথা অর্থব্যয় করার প্রবণতা আপনার মধ্যে দেখা দেবে। চেষ্টা করুন আজ অকারণ খরচ এড়িয়ে চলতে। আজ নতুন যানবাহন কেনা শুভ হবে না। বুদ্ধির কাজে বিশেষ সাফল্য পেতে পারেন মকর রাশির জাতকরা। জ্ঞাতি শত্রুতা আপনাকে বিব্রত করবে। পরিবারে অশান্তি হতে পারে।
কুম্ভ রাশি
আজ সৌখিন দ্রব্য কেনার জন্য আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা ন্যায্য প্রাপ্য আজ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সুখের সময় কাটাবেন। ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সংক্রান্ত জিনিসের ব্যবসা লাভজনক হবে। পুরনো প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে পারবেন।
মীন রাশি
আজ আত্মীয়দের সঙ্গে অযথা বিরোধ হতে পারে মীন রাশির জাতকদের। আজ শরীর-স্বাস্থ্য আপনাকে বেগ দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার কিছু ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে। আর্থিক দিক থেকে মীন রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসা ক্ষেত্রে যে কোনও রকম পরিকল্পনা লাভজনক হবে। তবে মানসিক অশান্তিতে ভুগতে পারেন।