চাঁদ আজ সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা পঞ্চমী তিথি। আজ রাত ১০টা পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা ষষ্ঠী তিথি। এই তিথিতে সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ৯টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে শতভিষা নক্ষত্র। তারপর থাকবে পূর্বভাদ্রপদ নক্ষত্র। আজ সকাল ৭টা ১৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৮ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ সারাদিন বাধা বিঘ্নের মধ্যে কাটলেও সব চ্যালেঞ্জ পেরিয়ে উন্নতি হবে মেষ রাশির জাতকদের। বিপক্ষে থাকা ব্যক্তিকে মানিয়ে নিয়ে চললে সাফল্য পেতে পারেন। হাইপার টেনশনের সমস্যা বাড়তে পারে। বড় দাদার শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে আপনার মনে। প্রাপ্তিক্ষেত্রে সামান্য বাধা থাকবে। ভুল সিদ্ধান্তের জেরে কাজ পিছিয়ে যেতে পারে।
বৃষ রাশি
গতানুগতিক নিয়ম নীতি মেনে চললে আজ খ্যাতি লাভ হবে বৃষ রাশির জাতকদের। চাকরিজীবীরা আরও ভালো কোনও নতুন চাকরি পেতে পারেন। কম্পিউটার, শিল্পকলা, খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন। পিতার স্বাস্থ্যের ক্রম অবনতি চিন্তার কারণ হতে পারে। অধিক অর্থ উপার্জনের যোগ রয়েছে।
মিথুন রাশি
বিবাহযোগ্যদের দূরের কোনও স্থান থেকে বিয়ের প্রস্তাব এলে হাতছাড়া করা উচিত হবে না। জন্মস্থান থেকে দূরে কোথাও পড়াশোনার সুযোগ আসতে পারে। স্বর্ণকার, কারখানার কর্মী ও কাগজ ব্যবসায়ীরা আজ বিশেষ ভাবে লাভবান হবেন। ঘরবাড়ি কেনা-বেচা সংক্রান্ত কোনও যোগাযোগ হলে, এখনই তা নিশ্চিত না করে ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।
কর্কট রাশি
অযাচিত কোনও বাধা আজ আপনার সামনে আসতে পারে। আজ কর্মক্ষেত্রে কোনও সমস্যা এলে তার সমাধান করতে পারবেন কর্কট রাশির জাতকরা। ব্যবসায় আপনার আয় বৃদ্ধি পাবে। দাম্পত্যে অশান্তি ও মানসিক দুশ্চিন্তা বাড়বে। খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক থাকুন, আজ বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি
ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে। এই কারণে আপনার মনে হতাশা দেখা দেবে। অপ্রিয় সত্য কথা বলার কারণে শত্রুবৃদ্ধি হবে। কোমর ও পায়ের সমস্যায় কষ্ট পেতে পারেন সিংহ রাশির জাতকরা। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করতে পারবেন। মাথার যন্ত্রণা ও চোখের সমস্যায় কষ্ট বাড়বে। মহিলারা স্ত্রী-রোগের সমস্যায় বিব্রত হতে পারেন।
কন্যা রাশি
আজ মানসিক হতাশা গ্রাস করবে কন্যা রাশির জাতকদের। স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকা জরুরি। বিষাক্ত কীট বা প্রাণীর কামড় খেতে হতে পারে। কাজে দেরি হলেও নিরাশ হবেন না। আজ ভুল ওষুধ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা কর্মস্থলে বড় চুক্তির করার চেষ্টা করবেন।
তুলা রাশি
চাকরির কারণে আজ অন্য স্থানে যেতে হতে পারে তুলা রাশির জাতকদের। আজ খাওয়া-দাওয়ার বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। ব্যবসা সংক্রান্ত খরচ বেশি হতে পারে। লিভারের সংক্রমণে কষ্ট পেতে পারেন। নিজের অতীত ও ভবিষ্যৎ নিয়ে একটু বেশিই চিন্তা করবেন তুলা রাশির জাতকরা। সরকারি কর্মে আজ উন্নতির যোগ রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় ভালো ফল করবেন। লোভ সংবরণ করুন, না হলে বিপদ হতে পারে। বেশি কথা বলবেন না। জীবনসঙ্গীর সাহচর্যে জটিল সমস্যার সমাধান হবে। শরীর নিয়ে আজ উদ্বেগ বাড়লেও দীর্ঘমেয়াদী রোগের আশঙ্কা কম। আজ লটারিতে অর্থ প্রাপ্তির যোগ আছে।
ধনু রাশি
প্রিন্টিং, রেশন, টেক্সটাইল, পশম বস্ত্র বিপণীরা আজ ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্য পাবেন। ভাই-বোনের থেকে আজ বিপদ আছে ধনু রাশির জাতকদের। বিয়ের প্রস্তাব এলে সব দিক বিবেচনা করে এগোবেন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সংবাদমাধ্যমে কর্মরতরা আশানুরূপ উন্নতি করবেন।
মকর রাশি
বুদ্ধিদীপ্ত মনোভাব দিয়ে আজ সব বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন মকর রাশির জাতকরা। বিলাসবহুল জীবনযাত্রার জন্য খরচ বাড়তে পারে। চিকিৎসা সংক্রান্ত কারণেও ব্যয় বৃদ্ধি হতে পারে। ফুলের ব্যবসা, লোহা, কাঠ, প্রসাধনী ব্যবসায় লাভবান হবেন। ব্যয় বাড়লেও পাশাপাশি আয় বাড়ায় সমস্যা হবে না।
কুম্ভ রাশি
নেতিবাচক চিন্তা আজ কুম্ভ রাশির জাতকদের মনে বাসা বাধতে পারে। অর্শ, ফিশ্চুলা, ফিশার রোগে আজ কষ্ট পেতে পারেন। আপনার মুখের কথাকে লাগাম দিন, না হলে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলে বিপদে পড়তে পারেন। ঋণ নেওয়া থেকে আজ বিরত থাকুন। আইটি, কম্পিউটার, মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ লাভবান হবেন।
মীন রাশি
অংশীদারির ব্যবসায় বিশেষ যোগাযোগ স্থাপন হতে পারে। শত্রু সম্পর্কে সজাগ না হলে বিপাকে পড়তে পারেন। লিভারের সমস্যা বা পেটে আলসারের সমস্যায় কষ্ট পেতে পারেন। চাকরিপ্রার্থীরা স্কুল বা কলেজে নতুন চাকরি পেতে পারেন। আর্টসের ছাত্রছাত্রীরা আশানুরূপ ফল পাবেন। শেয়ার বাজারে আজ লাভবান হতে পারেন।