Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী আছে কোন রাশির ভাগ্যে?

কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2025-01-05 08:28 AM

Share on:

চাঁদ আজ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা ষষ্ঠী তিথি। আজ রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা সপ্তমী তিথি। এই তিথিতে ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তারপর থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজ সকাল ৭টা ১৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৯ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি আনন্দদায়ক হলেও প্রচুর পরিশ্রম করতে হবে। আজ আপনার অর্থ সঞ্চয়ের পরিমাণ ভালো থাকবে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা এবং পদোন্নতি পাবেন। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। অনাদায়ী প্রাপ্য বকেয়া টাকা আজ ফিরে পেতে সমস্যা হবে। মারাত্মক কোনও রোগ-ব্যাধির আশঙ্কা নেই।

বৃষ রাশি

আজ অর্থাগম স্বাভাবিক থাকবে বৃষ রাশির জাতকদের। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। সন্তানের শিক্ষার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হবে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রের পরিস্থিতি আজ আপনার জন্য খুব একটা সুবিধাজনক থাকবে না। অন্যকে সাহায্যের জন্য আজ প্রস্তুত থাকতে হবে।

মিথুন রাশি

সাধারণ কিছু অসুখে আজ কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতকরা। আইন, চিকিৎসা, শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ আর্থিক ভাবে লাভবান হবেন। ব্যবসায় নতুন লগ্নির সুযোগ আসতে পারে। আজ সঠিক বন্ধুকে বেছে নিন। না হলে প্রতারিত হতে পারেন। আজ নতুন চাকরির জন্য দরখাস্ত করার সঠিক সময়।

কর্কট রাশি

মামলা-মোকদ্দমার আশঙ্কা থাকছে কর্কট রাশির জাতকদের জীবনে। হৃদপিণ্ড, স্নায়ু ও হাড়ের অসুখে কষ্ট পেতে পারেন। তবে এই অসুখ মারাত্মক আকার নেবে না। কর্মক্ষেত্রে কোনও সমস্যা এলে তার সমাধান আজই হয়ে যাবে। ব্যবসায় সাময়িক ভাবে ব্যর্থ হতে পারেন। তবে তার জন্য আশাহত হবেন না। শত্রু বা প্রতারকদের থেকে দূরে থাকুন।

সিংহ রাশি

সন্তানের ব্যবহারে আজ মনে দুঃখ পেতে পারেন সিংহ রাশির জাতকরা। জমানো টাকা আজ খরচ হয়ে যেতে পারে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। নতুন কোনও বিনিয়োগ থেকে আজ করবেন না। অনিশ্চয়তা এবং সুরক্ষার অভাব আজ আপনাকে বিচলিত করবে। যতটা সম্ভব মেপে পদক্ষেপ করুন।

কন্যা রাশি

স্থিরতা, একাগ্রতা ও সংযমের ফলে ছাত্রছাত্রীরা আজ আশানুরূপ ফল পেতে পারে। কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে আজ গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা আপনার বিরুদ্ধাচরণ করে শত্রুতা করতে পারে। মানসিক অবসাদ আসা অসম্ভব কিছু নয়। প্রাথমিক স্তরে বিদ্যায় ভালো ফল পাওয়া যাবে।

তুলা রাশি

প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতরা আজ প্রতিষ্ঠা, সম্মান এবং মোটা পারিশ্রমিকের পদোন্নতি পাবেন। শত্রুর থেকে ক্ষতির আশঙ্কা প্রবল। লগ্নি করা টাকার প্রতি সজাগ থাকুন। বাবা-মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। চিকিৎসা খাতে খরচ বাড়তে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিপথে চালিত হতে পারেন। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক রাশি

আজ কোনও বিষয়ে প্রতিবাদ না করাই ভালো হবে বৃশ্চিক রাশির জাতকদের পক্ষে। অপ্রিয় সত্য কথা এড়িয়ে চলুন। আজ লোভ সংবরণ না করলে সমস্যায় পড়তে পারেন। সর্দি, শ্লেষ্মা, টিউমারের সমস্যা আসতে পারে। কর্মস্থলে সমাদৃত এবং প্রশংসিত হবেন। ব্যবসায় শুভ ফল, আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে।

ধনু রাশি

গৃহস্থালির দিকে নজর রাখুন ধনু রাশির জাতকরা। স্বাস্থ্য সম্বন্ধে সতর্ক থাকুন। সাইটিকা, হাড়ের ব্যথা, রিউমোটাজিম, পিত্তজনিত পুরোনো রোগের পুনরাবৃত্তি হওয়ার যোগ রয়েছে। আজ সমস্যা হলেও বিপথে পা দেবেন না। বিপথে গেলে আপনার মানহানি হতে পারে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে। ধর্মকাজে বাধার মুখে পড়বেন।

মকর রাশি

আজ অর্থাগম ভালোই হবে কিন্তু খরচ বাড়ায় সঞ্চয়ে টান পরতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আজ আশাপ্রদ হবে না। সামান্য শারীরিক সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিন। ঝগড়া-বিতর্ক এড়িয়ে যাওয়া আজ মকর রাশির জাতকদের জন্য শুভ। অহেতুক মানসিক দুশ্চিন্তা আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

কুম্ভ রাশি

আজ আপনি নিজের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। অযাচিত দায়িত্ব থেকে দূরে থাকুন। অপরিচিত কোনও ব্যক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। অর্থ রোজগার ভালো হবে কিন্তু তার সঙ্গে খরচও বাড়বে পাল্লা দিয়ে। ঋণ নিতে হতে পারে। স্বল্প পারিশ্রমিকের কাজ না করাই ভালো হবে কুম্ভ রাশির জাতকদের পক্ষে।

মীন রাশি

আজ আইনি পদক্ষেপ এড়িয়ে চলুন মীন রাশির জাতকরা। সন্তানের প্রয়োজনে খরচ বেশি হবে। মনের মধ্যে দু-রকম চিন্তাভাবনা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন না। শরীরের নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে। বয়স্করা বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। হাতের নাগালে যা পাবেন, তাই কেনা চেষ্টা করবেন না।

TOP RELATED