Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আজ কী আছে কোন রাশির ভাগ্যে?

আজ কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2024-11-05 08:11 AM

Share on:

চাঁদ আজ সারাদিন বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে তুলা রাশিতে। আজ কার্তিক শুক্লা চতুর্থী তিথি। আজ রাত ১২টা ১৬ মিনিটের পর পঞ্চমী তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে অতিগণ্ড যোগ ও সুকর্ম যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র, তারপর থাকবে মূল নক্ষত্র। আজ সকাল ৬টা ৩৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৩ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ হনুমানজির আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


আজকের মেষ রাশিফল

আজ আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। তাই আজ খুশির সীমা-পরিসীমা থাকবে না মেষ রাশির জাতকদের। তবে আজ সন্ধেবেলা আপনাকে কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। এই কারণে আপনার কাজে দেরি হয়ে যাবে। সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন। আজ পরিবারকে নিজের পাশে পাবেন মেষ রাশির জাতকরা।

আজকের বৃষ রাশিফল

আজ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি বৃষ রাশির জাতকদের। আজ শরীর খারাপ লাগলে তা অবহেলা করবেন না মোটেও। আজ ভাইয়ের সাহায্যে কোনও অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। মনে আজ খুশি থাকবে। তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। খরচে রাশ টানতে না পারলে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে।

আজকের মিথুন রাশিফল

আজ টাকা বিনিয়োগ করলে তার থেকে বড় লাভ হতে পারে মিথুন রাশির জাতকদের। আজকের করা বিনিয়োগ থেকে বড় রিটার্ন পেতে পারেন আপনি। সন্ধেবেলাটা আত্মীয় ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে কাটাবেন। পাওনা টাকা আজ ফিরে পেতে পারেন। আজ ব্যবসায় লাভ বাড়বে। আজকের দিনটা আপনার ব্যস্ততায় কাটবে।

আজকের কর্কট রাশিফল

আজ শ্বশুরবাড়ির দিক থেকে সম্মান লাভ করবেন কর্কট রাশির জাতকরা। কোনও আত্মীয়কে টাকা ধার দিলে আজ তা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় মন দেবেন। কঠিন পরিশ্রম করলে সাফল্য মিলবেই। চাকরিতে সহকর্মীর থেকে সহায়তা পাবেন। সন্ধেবেলা বাড়িতে কোনও অতিথি আসতে পারে।

আজকের সিংহ রাশিফল

আজ ব্যবসায় কোনও নতুন পরিকল্পনা কার্যকর করলে তা আপনার জন্য লাভজনক হবে। দীর্ঘদিন বাদে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আপনার মুখে হাসি ফুটবে। আর্থিক সমস্যা আপনার ভোগান্তির কারণ হলে আজ তা থেকে মুক্তি পেতে পারেন। আজ পার্টনারের থেকে পুরো সহযোগিতা পাবেন। প্রেম জীবন আজ ভালো কাটবে।

আজকের কন্যা রাশিফল

আপনার বাবা যদি কোনও শারীরিক সমস্যায় ভোগ করেন, তাহলে আজ তাঁর কষ্ট আরও বাড়বে। এই কারণে আজ সারাদিন আপনাকে দৌড়োদৌড়ি করতে হবে এবং এই খাতে বেশ কিছু খরচ হবে। আজ বিদেশে বসবাসকারী আত্মীয়ের থেকে সুখবর পেতে পারেন। পরিবারের কোনও প্রবীণ সদস্যের সাহায্যে বোনের বিয়ের পথে বাধা কেটে যাবে।

আজকের তুলা রাশিফল

আজ আচমকা বেশ কিছু আর্থিক লাভ হতে পারে তুলা রাশির জাতকদের। এর ফলে আপনার পরিস্থিতি শক্তিশালী হবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। খাওয়া-দাওয়ার বিষয়ে সচেতন হোন, না হলে শরীর খারাপ হতে পারে। চাকরিজীবীদের অফিসে কাজের চাপ বাড়বে। এই কারণে আপনি মানসিক চাপে থাকবেন।

আজকের বৃশ্চিক রাশিফল

আজ সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করবে বৃশ্চিক রাশির জাতকদের মনে। আজ আপনার মনে অবসাদ থাকবে। এই সমস্যার সমাধান খুঁজতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন। আজ পরিবারের কোনও সদস্য আপনার কাছে কিছু দাবি করতে পারে। এই দাবি মেটাতে আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে।

আজকের ধনু রাশিফল

আজ বিভিন্ন সামাজিক কাজে আগ্রহ বাড়বে ধনু রাশির জাতকদের। এর ফলে সাধারণ মানুষের সমর্থন থাকবে আপনার দিকে। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা আজ কোনও সুখবর পেতে পারেন। জীবনসঙ্গীর কাছ থেকে আজ কোনও বিশেষ উপহার পেতে পারেন। এর ফলে আপনাদের মধ্যে প্রেম আরও গাঢ় হবে।

আজকের মকর রাশিফল

আজ ভাই বা বোনের সঙ্গে ঝামেলা বাধতে পারে মকর রাশির জাতকদের। এরকম ঘটলে আপনি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। না হলে আপনাদের সম্পর্কে ফাটল ধরতে পারে। ব্যবসায় আজ অন্য কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা না করাই ভালো। আজ কর্মক্ষেত্রে মকর রাশির জাতকদের শত্রুরা মাথা চাড়া দেবে। চোখ-কান খোলা রেখে কাজ করুন।

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায় আজ একের পর এক লাভ হবে কুম্ভ রাশির জাতকদের। পরিবারের কোনও সদস্যকে করা প্রতিশ্রুতি পূরণ করার জন্য আজ আপনি সব রকম ভাবে চেষ্টা করবেন। আজ কোনও বন্ধুকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। সন্ধেবেলা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চেষ্টা করুন গোলমাল থেকে নিজেকে দূরে রাখতে

আজকের মীন রাশিফল

আজ বড় আর্থিক লাভ হতে পারে মীন রাশির জাতকদের। আজ কোনও সম্পত্তি বিক্রি করার কথা আপনি চিন্তা করতে পারেন। অংশীদারিত্বে ব্যবসা করার কথা ভাবলে আজ তা শুরু করতে পারেন। চাকরিতে আজ প্রোমোশন পাওয়ার যোগ আছে। তবে এই কারণে অফিসে আপনার শত্রুসংখ্যা বাড়তে পারে। এদের উপেক্ষা করুন।

TOP RELATED