চাঁদ আজ সারাদিন মীন রাশিতে বিরাজ করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা সপ্তমী তিথি। আজ সন্ধে ৬টা ২৩ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা অষ্টমী তিথি। এই তিথিতে পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ৭টা ৬ মিনিট পর্যন্ত থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তারপর থাকবে রেবতী নক্ষত্র। আজ সকাল ৭টা ১৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৯ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ কোনও কারণে আপনার মনে দুঃখ থাকবে। পরিবারের কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তবে ব্যবসায় বড় উন্নতি হতে পারে। অফিসে নানা নিয়ম-নীতির জটিলতায় আপনাকে বাঁধা পড়তে হতে পারে। সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। ছাত্রছাত্রীদের সামনে উচ্চশিক্ষার পথ খুলে যাবে।
বৃষ রাশি
আজ পরিবারের কোনও সদস্যের বিষয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। তবে পরিবারের বড়দের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে। আজ সামাজিক ক্ষেত্রে আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে।
মিথুন রাশি
চাকরিজীবীরা আজ অফিসে প্রোমোশন পেতে পারেন। তবে এর জন্য আপনাকে অফিসারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। সমাজে আজ মিথুন রাশির জাতকদের মান-সম্মান বাড়বে। কোনও গুরুত্বপূর্ণ কাজে আজ অর্থব্যয় করবেন। পরিবারের সঙ্গে শপিং-এ যেতে পারেন।
কর্কট রাশি
আজ আপনার মনে কিছুটা ভয় কাজ করবে। কোনও কাজেই উৎসাহ পাবেন না। বেশি হতাশ হয়ে পড়বেন না। প্রেম জীবনে নতুন এনার্জির সঞ্চার হবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য খারাপ হতে পারে। এমন কিছু ঘটলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ রাশি
আজ শ্বশুরবাড়ির দিক থেকে সম্মান লাভ করবেন সিংহ রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কোনও সরকারি কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে এবার তা সম্পূর্ণ হতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য আজ ভালো দিন। শিক্ষকের আশীর্বাদ পাবেন ছাত্রছাত্রীরা। কাউকে টাকা ধার দিলে তা ফিরে পাবেন না।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা আজ ঋণ নিতে চাইলে সহজেই পেয়ে যাবেন। ব্যবসার কারণে আজ আপনাকে কাছে বা দূরে ভ্রমণ করতে হতে পারে। সন্তানের বিয়ের পথে বাধা থাকলে তা কেটে যাবে। কাজে উন্নতি করার ভালো সুযোগ পাবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনার উন্নতি দেখে শত্রুরা হিংসে করবে।
তুলা রাশি
পরীক্ষায় বড় সাফল্য লাভ করবেন তুলা রাশির ছাত্র-ছাত্রীরা। শ্বশুরবাড়ির দিক থেকে অর্থলাভ হতে পারে। মায়ের সঙ্গে কোনও বিষয়ে মনোমালিন্য় হতে পারে। ব্যবসায় কোনও চুক্তি করতে হলে তা আগে ভালো করে পড়ে নিন। বাবার পরামর্শ নিয়ে জরুরি কাজে হাত দেবেন
বৃশ্চিক রাশি
সচেতন হয়ে কাজ করুন। কারণ আজ সকাল থেকেই আপনার সব কাজে একের পর এক বাধা আসবে। আপনাকে নিজের মতাদর্শের বাইরে গিয়ে কোনও কাজ করতে হতে পারে। আপনি যাকে বিশ্বাস করেন, তেমন কেউ আপনাকে ঠকাতে পারে। ব্যবসা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন।
ধনু রাশি
আজ কোনও দরকারি কাজে ব্যর্থ হতে পারেন ধনু রাশির জাতকরা। এই কারণে আপনার মনে অবসাদ বাড়বে। কোনও অজানা ভয় আপনার মনে বাসা বাধবে। আজ মন অশান্ত হবে ধনু রাশির জাতকদের। চাকরিজীবীরা চাপের মধ্যে থাকবেন। মানসিক ভাবে অস্থির থাকায় রাগের বহিঃপ্রকাশ ঘটবে।
মকর রাশি
আজ কোনও বিশেষ তথ্য লাভ করবেন মকর রাশির জাতকরা। এর ফলে আপনার জ্ঞান-বুদ্ধি বাড়বে। আজ আপনার জন্য লাভজনক দিন। কিছু বড় লাভ হতে পারে। সরকারি প্রকল্পের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত হতে পারেন। সন্ধেবেলা পরিবারের সঙ্গে দেবদর্শনে যেতে পারেন।
কুম্ভ রাশি
আজ উন্নতির নতুন পথ খুলে যাবে কুম্ভ রাশির জাতকদের সামনে। ব্যবসায় আপনার আটকে থাকা চুক্তি চূড়ান্ত হবে। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। পরিবারে কোনও বিষয়ে অশান্তি দেখা দিতে পারে। আজ সামাজিক কাজে আপনি অংশ নেবেন এবং এই খাতে বেশ কিছু অর্থব্যয় করতে পারেন।
মীন রাশি
আজ আপনার সন্তান কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারে। সেই কারণে আজ সারাদিন আপনি ব্যস্ত থাকবেন। এর ফলে সন্ধেবেলা ক্লান্ত হয়ে পড়বেন মীন রাশির জাতকরা। বিকেলের মধ্যে আপনি অনেক কাজ সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন।