চাঁদ আজ সারাদিন ধনু রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে তুলা রাশিতে। আজ কার্তিক শুক্লা পঞ্চমী তিথি। আজ রাত ১২টা ৪১ মিনিটের পর ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ১১টা পর্যন্ত থাকবে মূল নক্ষত্র, তারপর থাকবে পূর্ব আষাঢ় নক্ষত্র। আজ সকাল ৬টা ৩৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩২ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল গণপতি বাপ্পার প্রিয় দিন। পাশাপাশি এখন চলছে ছটপুজো। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ সিদ্ধিদাতার আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
আজকের মেষ রাশিফল
আজকের দিনটি আপনার জন্য লাভজনক হতে চলেছে। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে হলে তাড়াহুড়ো করবেন না। কারণ আপনার তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সন্তানের ভবিষ্যৎ জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। অফিসে কাজ ছাড়া অন্যদিকে মন দেওয়ার কারণে বসের ধমক শুনতে হতে পারে। আজ কোনও বড় কাজে হাত দিলে সাফল্য পাবেন।
আজকের বৃষ রাশিফল
আজ নানা আইনি ঝামেলায় দৌড়ে বেড়াতে হবে বৃষ রাশির জাতকদের। এই সব ঝামেলা এখনই না মেটালে ভবিষ্যতে তা আরও বড় আকার নেবে। আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কোনও খারাপ খবর পেতে পারেন। আজ সবার সঙ্গে ভালো ব্য়বহার করুন। ব্যবসা থেকে আর্থিক লাভ হবে।
আজকের মিথুন রাশিফল
আজ পরিকল্পনা মতো সব কাজ সম্পূর্ণ করতে পারবেন মিথুন রাশির জাতকরা। আজ আপনার মনে আনন্দ থাকবে এবং মনের ওপর থেকে চাপ কমবে। সন্তানের কারণে জীবনে টেনশন থাকলে, এবার তার অবসান হবে। আজ প্রেম জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। মায়ের সঙ্গেও কোনও বিষয়ে মতানৈক্য হতে পারে মিথুন রাশির জাতকদের।
আজকের কর্কট রাশিফল
আজ কর্কট রাশির জাতকদের মায়ের শরীর খারাপ হতে পারে। মাকে বলুন খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে। আজ আপনার মন কিছুটা অশান্ত থাকবে, তাই সবার সঙ্গে ভালো করে মেলামেশা করতে পারবেন না। এর ফলে বাড়িতে এবং অফিসে অনেকেই আপনাকে ভুল বুঝবে। দরকারি কাজ সময়মতো সম্পূর্ণ করতে পারবেন না। কোনও সুখবর পেতে পারেন।
আজকের সিংহ রাশিফল
ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশ নিলে আজ তারা দারুণ ফল করতে পারেন। আজ সন্তানের প্রতি আপনার আস্থা বাড়বে। ব্যবসার কারণে দূরে বা কাছে সফর করতে হতে পারে। এই সফর আপনার জন্য লাভজনক হবে। পড়ুয়ারা কোনও কোর্সে ভর্তি হতে পারে। আজ আপনি নিদের পেছনে বেশ কিছু খরচ করবেন।
আজকের কন্যা রাশিফল
আজ কোনও ধর্মীয় কাজে উৎসাহের সঙ্গে যোগ দেবেন কন্য়া রাশির জাতকরা। তবে এই কারণে আজ আপনার বেশ কিছু অতিরিক্ত খরচ হবে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁরা আজ উন্নতি করার বড় সুযোগ পাবেন। ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিলে সবদিক ভালো করে আগে ভেবে নিন। অন্য কারোর কথায় প্রভাবিত হবেন না।
আজকের তুলা রাশিফল
আজ আপনি কোনও পুরনো কাজ করার কথা ভাবলে তা আপনার জন্য লাভজনক হবে। আজ আর্থিক ভাবে লাভবান হবেন তুলা রাশির জাতকরা। তবে আজ কোনও কাজ স্থগিত না করাই ভালো। সম্পর্কের তিক্ততাকে মাধুর্যে পরিণত করার কৌশল আজ আয়ত্ত করতে পারবেন আপনি। কারোর সঙ্গে মতানৈক্য হলে তার কথা মন দিয়ে শুনুন।
আজকের বৃশ্চিক রাশিফল
আজ সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন বৃশ্চিক রাশির জাতকরা। পরিবারের কোনও সদস্যের বিয়ের কথা চলতে পারে। পারিবারিক সম্পত্তি ভাগবাঁটোয়ারা নিয়ে অশান্তি থাকলে আজ তা মিটে যেতে পারে। কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন। শত্রুরা আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু আপনি তাদের সফল হতে দেবেন না।
আজকের ধনু রাশিফল
আজ সামাজিক কাজে আগ্রহ বাড়বে ধনু রাশির জাতকদের। ধর্মীয় কাজেও আজ অংশ নেবেন। আজ দরিদ্রদের দান করবেন। আজ আপনাকে নিজের কথায় মিষ্টতা বজায় রাখতে হবে। কোনও মহিলা বন্ধুর সাহায্য পেয়ে আপনি লাভবান হবেন। অফিসে পদোন্নতি হতে পারে। আজ পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে।
আজকের মকর রাশিফল
আজ আপনার দৈনন্দিন রুটিনে আচমকা কিছু পরিবর্তন আসতে পারে। আজ সন্তানদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার পথে বাধা কেটে যাবে। দামী কোনও বস্তু কিনতে গিয়ে আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে। এর ফলে আর্থিক পরিস্থিতি কিছুটা চাপের মুখে পড়বে মকর রাশির জাতকদের। শ্বশুরবাড়ির দিক থেকে সম্মান পাবেন।
আজকের কুম্ভ রাশিফল
আজ নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নতুন কিছু আবিস্কার করতে পারেন কুম্ভ রাশির জাতকরা। আজ আপনার ব্যবসা সাফল্যের শীর্ষে উঠবে। কুম্ভ রাশির জাতকদের আশপাশের পরিবেশ মনোরম হবে। পরিবারে কোনও ঝামেলা চললে তা আজ মিটে যেতে পারে। আজ ভাইয়ের বিয়ের কথা এগোতে পারে। অফিসে আগের করা ভুল আপনাকে ভোগাবে।
আজকের মীন রাশিফল
আজ ব্যবসায় বেশ সন্তোষজনক উন্নতি করতে পারবেন মীন রাশির জাতকরা। পেশাগত জীবনে আজ উল্লেখযোগ্য সাফল্য পাবেন। আর্থিক ভাবে আজ মীন রাশির জাতকদের জন্য দারুণ ভালো দিন। আজ নানা দিক থেকে অর্থলাভ হতে পারে আপনার। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আজ ফিরে পেতে পারেন। আজ কোনও ঝুঁকির কাজ থেকে দূরে থাকুন।