চাঁদ আজ সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে। সূর্য বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের শুক্লা সপ্তমী তিথি। রবিবার সকাল ৯টা ৪৪ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকবে। তারপর পড়বে অঘ্রাণ শুক্লা অষ্টমী। এই তিথিতে বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বিকেল ৪টে ৩ মিনিট পর্যন্ত থাকবে শতভিষা নক্ষত্র, তারপর থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজ সকাল ৭টা ২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
চাকরিক্ষেত্রে প্রতিযোগিতা ও গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন। ক্রনিক কোনও সমস্যায় শরীরে কষ্ট পেতে পারেন। আজ ভাইয়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। অপ্রয়োজনে অতিরিক্ত খরচ হতে পারে। আজ ব্যবসায়ীদের প্রচুর উপার্জনের যোগ রয়েছে। সরকারি ভাবে কোনও বিশেষ সম্মান পেতে পারেন।
বৃষ রাশি
অগ্নিজাত দ্রব্যের ব্যবসায় আজ নতুন করে কোনও বিনিয়োগ করলে ক্ষতি মুখে পড়তে পারেন। টেক্সটাইল, ফ্যাশন, কসমেটিকস, জুয়েলারি সংক্রান্ত পেশার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা আজ দুর্দান্ত লাভ করতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। হঠাৎ কোনও অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।
মিথুন রাশি
আজ বাক সংযম রাখা একান্ত জরুরি। আপনার জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। ঘর-বাড়ি সংক্রান্ত কোনও ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আজ কোনও নিকট আত্মীয় বা জ্ঞাতি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আয়ের তুলনায় আজ আপনার ব্যয় বেশি হবে। টনসিল, গলা, জিভ সংক্রান্ত সমস্যায় আজ কষ্ট পেতে পারেন।
কর্কট রাশি
বয়স্ক ব্যক্তিরা উচ্চ রক্তচাপের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। ঠান্ডা লাগার সমস্যায় আজ ভুগতে হতে পারে। ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতকদের। সৌখিন দ্রব্যের ব্যবসা আজ লাভজনক হবে। কোনও প্রতিবেশী আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে।
সিংহ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজ মতপার্থক্য বা মনোমালিন্য হতে পারে। আজ ব্যবসায়িক কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আজ আপনি অন্যের কথার ভুল মানে বুঝবেন। অযথা অর্থ অপচয় করা আজ উচিত হবে না। কিডনি বা ইউরিনাল কোনও সমস্যা সিংহ রাশির জাতকদের আজ বেগ দিতে পারে।
কন্যা রাশি
বহু লোকের প্রশংসা আজ আপনি পাবেন। প্রেম নিবেদনের জন্য আজকের দিনটি উপযুক্ত। গুপ্ত শত্রুতা থাকবে কিন্ত তার থেকে কোনও ক্ষতির সম্ভাবনা নেই। অংশীদারির ব্যবসা আজ লাভজনক হবে। জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন। আজ কাউকে টাকা ধার দিলে বা কারও থেকে টাকা ধার নিলে সমস্যায় পড়তে পারেন।
তুলা রাশি
সন্তানের স্বাস্থ্য নিয়ে আজ মনে উদ্বেগ থাকবে। চাকরিপ্রার্থীরা নতুন কোনও কাজের প্রস্তাব পেতে পারেন। কোনও বন্ধু স্থানীয় ব্যক্তির দ্বারা উপকার পেতে পারেন। আজ অর্থ সঞ্চয় ভালো হবে। কিছু জানা জিনিস ভুলে গিয়ে আজ আপনি বিপাকে পড়তে পারেন। ব্যবসা সংক্রান্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আজ না নেওয়াই ঠিক হবে।
বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রের সহকর্মী বা প্রতিবেশীর দ্বারা আজ আপনি উপকার পাবেন। ব্যবসা ক্ষেত্রে বকেয়া টাকা আজ আপনি পেয়ে যাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হবে। বন্ধুর প্রতি মনে অভিমান বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের। পর্যটনের ব্যবসায় ভালো লাভ হবে। চাকরি ক্ষেত্রে কাজের প্রচুর চাপ বাড়ায় আপনার মানসিক চিন্তা থাকবে।
ধনু রাশি
জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। আপনার অতিরিক্ত আয় থেকে আজ বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারবেন। ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ছোটখাটো ভ্রমণ আজ আপনার হতে পারে। আজ আপনি নতুন পেশা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে।
মকর রাশি
আপনার কথা আজ অন্যকে আঘাত দিতে পারে। কটূ সত্য বলা থেকে আজ বিরত থাকুন। জ্ঞাতিরা শত্রুতা করতে পারে। অপ্রত্যাশিত ভাবে আজ আপনার ধনক্ষয় হবে। আঘাত লেগে রক্তপাত হতে পারে। বিষাক্ত জন্তু থেকে সাবধান থাকুন। ব্যবসায়ীদের ব্যবসা আজকে ভালো হবে।
কুম্ভ রাশি
মানসিক অবসাদে দুশ্চিন্তা করতে পারেন। আজ ভ্রমণ নিষ্ফল হবে। পরিবারের সঙ্গে থেকেও আপনি আজ একাকীত্ব বোধ করবেন। আজ অর্থের অপচয় হতে পারে। মায়ের সঙ্গে মনোমালিন্য আজ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে আঘাত ও ব্যথা লাগার যোগ রয়েছে। ঠান্ডা লাগার সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন।
মীন রাশি
আজ খরচ বাড়তে পারে। ভাই বা বোনের দ্বারা কোনও শুভ ঘটনা ঘটতে পারে। কমিশন ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা লাভবান হবেন। যাঁরা খেলাধুলো করেন তাঁদের আজ সুনাম ও পদোন্নতি হবে। অংশীদারি ব্যবসা থেকে সাবধান থাকতে হবে। অনিশ্চিত বিনিয়োগ থেকে দূরে থাকুন।