Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ভাগ্য খুলবে ৬ রাশির

ভাগ্য খুলবে ৬ রাশির

Published on: Published on 2025-01-09 08:25 AM

Share on:

চাঁদ আজ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে বিরাজ করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা দশমী তিথি। আজ দুপুর ১২টা ২২ মিনিট পর্যন্ত দশমী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা একাদশী তিথি। এই তিথিতে সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ৩টে ৭ মিনিট পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্র। তারপর থাকবে কৃত্তিকা নক্ষত্র। আজ সকাল ৭টা ১৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৪২ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বৃহস্পতিবার হল নারায়ণের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত কাটবে। ঠান্ডা লাগার সমস্যা, বিশেষ করে সর্দি শ্লেষ্মায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্র আপনার জন্য বিশেষ অনুকূল নয়। তবে সাময়িক নিরাশা থাকলেও ভবিষ্যতের জন্য আশা থাকবে। অর্থ সঞ্চয় হবে। নানা রকম উপহার পেতে পারেন।

বৃষ রাশি

আজ আপনার অতিরিক্ত খরচ হবে। পারিবারিক ভুল বোঝাবুঝি থেকে দুঃখ এবং হতাশা আসতে পারে। ব্যবসায় আপনার সব রকম প্রচেষ্টায় আজ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগের করা কোনও লগ্নি বা সঞ্চয় আপনাকে আর্থিক লাভের মুখ দেখাবে। কর্মক্ষেত্রে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কে বেশি গুরুত্ব দিন।

মিথুন রাশি

আজ লটারি বা শেয়ার মার্কেটের মতো অনিশ্চিত ক্ষেত্র থেকে আর্থিক লাভ হতে পারে। লিভার ও হজমের সমস্যা আপনাকে ভোগাবে। এছাড়া শরীর নিয়ে আর কোনও চিন্তার কারণ নেই‌। বিদেশে পড়াশোনার শুভ যোগ আসবে। টাকা হাতে আসলেই বেহিসেবি খরচের ইচ্ছা সংবরণ করুন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি শুভ যাবে।

কর্কট রাশি

নিজের বিনোদনের জন্য আজ অনেক টাকা খরচ করে ফেলবেন। কর্মপ্রার্থীরা আজ কোনও ভালো কাজের সন্ধান পেতে পারেন। ব্যবসায় নতুন উদ্যমে কাজ শুরু করলে আজ সাফল্য পাবেন। যাঁদের বদলির চাকরি, তাঁরা আজ আশানুরূপ জায়গায় ট্রান্সফার পেতে পারেন। ইলেকট্রনিক সামগ্রী, বিনোদন, চর্মশিল্পের ব্যবসায়ীরা লাভবান হবে।

সিংহ রাশি

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে সঙ্গীর পরিবার সম্পর্কে খোঁজ খবর নিন। আপনার শারীরিক সমস্যা আজ অনেকটাই লাঘব হবে। রাস্তাঘাটে সাবধানে চলাচল করুন, আঘাত প্রাপ্তির যোগ আছে। উচ্চশিক্ষার ফল আশানুরূপ হবে না। কমিউনিকেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং বিভাগে কর্মরত ব্যক্তিরা শুভ ফল পাবেন।

কন্যা রাশি

আজ দাম্পত্য কলহের অবসান হবে। স্নায়ুর সমস্যা, পায়ের ব্যথা, পেশির সমস্যা ও হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। বহুদিন ধরে যে যোগাযোগ চেষ্টা করেও গড়ে তুলতে পারছিলেন না, তা আজ ফলপ্রসু হবে। ব্যবসায়ীরা কাজের নতুন দিগন্ত পেতে পারেন। আপনার অধীনস্থ কোনও ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

কর্মক্ষেত্রের পরিস্থিতি আজ আপনার অনুকূল থাকবে। নিজের পরিশ্রমের ফল পাবেন। আজ খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর রাখুন। ভবিষ্যতের কথা ভেবে আজ কিছুটা অস্থির থাকবেন। ব্যবসায়ীরা আজ দারুণ লাভবান হবেন। স্ত্রীর সঙ্গে আজ সুন্দর সময় কাটাবেন। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাবে।

বৃশ্চিক রাশি

আজ পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতকদের। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালো হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বৈপরীত্য আসবে। কাউকে আজ টাকা ধার দিলে সেই টাকা আর ফেরত পাবেন না। ব্যবসায় অর্থাগম মাঝারি থাকবে। পরিবারের সদস্যদের চিকিৎসার কারণে খরচ বাড়বে।

ধনু রাশি

হাঁপানি, মাংসপেশির ব্যথা ও হাড়ের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আজ ভালো হতে পারে। উকিল, শিক্ষক, অধ্যাপক, বিচারক, অর্থ দপ্তরে কর্মরতরা আজ শুভ ফল পাবেন। বিদেশ যাত্রার যোগাযোগ হতে পারে। আয় ও ব্যয়ের হিসেব ঠিক থাকবে। সঞ্চয় বাড়বে ধনু রাশির জাতকদের।

মকর রাশি

বুদ্ধিদীপ্ত ও সংযমী মনোভাব কাজে লাগিয়ে সব বাধা বিপত্তি অতিক্রম করবেন মকর রাশির জাতকরা। আজ জিভে ঘা, মুখে ক্ষত, কণ্ঠনালীর সমস্যা বা দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন। আজ আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান থাকুন। ছাত্রছাত্রীরা শুভ ফল পাবে। ফুলের ব্যবসা, প্রসাধনী, রিয়েল এস্টেটের ব্যবসা ভালো চলবে। ঝুঁকিবহুল কাজ থেকে দূরে থাকুন।

কুম্ভ রাশি

নতুন কাজের যোগ না এলেও আজ কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন কুম্ভ রাশির জাতকরা। অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে। লোহা, কাঁচামাল, খনিজ পদার্থ, স্টিলের আসবাবের ব্যবসা লাভজনক হবে। রক্তের সমস্যায় কষ্ট পেতে পারেন। সন্তানের লেখাপড়া নিয়ে আপনি চিন্তিত থাকবেন। অন্যের উপকার করতে গিয়ে অতিরিক্ত খরচ হবে।

মীন রাশি

আজ সহকর্মী ও বন্ধুদের অহেতুক সমালোচনার মুখে পড়বেন মীন রাশির জাতকরা। আপনার সুপ্ত প্রতিভার বিকাশ হবে। আপনার কাজ সবার প্রশংসা পাবে। শত্রুদের থেকে বিপদ আসতে পারে। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। আজ ভ্রমণ হতে পারে। মনের কাছাকাছি থাকা মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

TOP RELATED