Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আজ সুখবর পাবেন তুলা-ধনুর জাতকরা

আজ সুখবর পাবেন তুলা-ধনুর জাতকরা

Published on: Published on 2024-11-09 08:44 AM

Share on:

চাঁদ আজ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে তুলা রাশিতে। আজ কার্তিক শুক্লা অষ্টমী তিথি। আজ রাত ১০টা ৪৫ মিনিটের পর নবমী তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ১১টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্র, তারপর থাকবে ধনিষ্ঠা নক্ষত্র। আজ সকাল ৬টা ৩৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩০ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। পঞ্জিকা অনুসারে আজ মাসিক দুর্গাষ্টমী। আজ পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ শনি ঠাকুরের আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


আজকের মেষ রাশিফল

আজ সব বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন মেষ রাশির জাতকরা। আজ আপনার আর্থিক পরিস্থিতিও শক্তিশালী হবে। তবে ব্যবসায়িক সহযোগীর ব্যবহারে আপনি মেজাজ হারাতে পারেন। চেষ্টা করুন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে। আজ দু'হাতে টাকা খরচ করবেন মেষ রাশির জাতকরা। ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকা সঞ্চয় করুন।

আজকের বৃষ রাশিফল

নিজের কাজে গা ছাড়া মনোভাব থাকলে পস্তাতে হবে বৃষ রাশির জাতকদের। ব্যবসায় আপনার শত্রুদের থেকে সতর্ক থাকুন। শত্রুরা কোনও কারণ ছাড়াই আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করবে। বাড়িতে এবং অফিসে সিনিয়ররা আপনার ওপর অসন্তুষ্ট হবেন। আজ আপনি অল্প সময়ের মধ্যে বেশি টাকা রোজগার করার চেষ্টা করবেন। এর ফলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন।

আজকের মিথুন রাশিফল

সব কাজে নিজের বুদ্ধি ও দক্ষতা আরও একটু বেশি ব্যবহার করুন মিথুন রাশির জাতকরা। এর ফলে আপনি কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন। তবে কোনও কাজেই তাড়াহুড়ো করবেন না। না হলে লাভের বদলে উলটে ক্ষতি হবে আপনার। আর্থিক ক্ষতির মুখে পড়ায় আজ বিচলিত হবেন মিথুন রাশির জাতকরা। শরীর-স্বাস্থ্য আজ খারাপ হতে পারে। সন্তানের জীবনের সমস্যা সমাধান করতে পারেন।

আজকের কর্কট রাশিফল

আজ আক্রমণাত্মক মনোভাব বাড়বে কর্কট রাশির জাতকদের মধ্যে। কোনও খারাপ কাজ করতে পারেন আপনি। কিন্তু এর ফলে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চেষ্টা করুন আজ কোনও গোলমালে না জড়াতে। বাড়ির বড়দের সঙ্গে আজ আদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে। উন্নতির বড় সুযোগ আজ আপনার হাত থেকে ফস্কে যেতে পারে।

আজকের সিংহ রাশিফল

আজ স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে সিংহ রাশির জাতকদের। দুপুরের পর থেকে অবশ্য শরীর অনেকটাই ভালো থাকবে। আজ আপনার ব্যবসা ভালো চলবে। ধর্মীয় কাজে আজ আগ্রহ বাড়বে। কিন্তু সব কাজেই আজ বাধার মুখে পড়তে পারেন। অফিসে আপনার কোনও সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন।

আজকের কন্যা রাশিফল

আজ সব কাজেই ধৈর্য্য রাখা জরুরি কন্যা রাশির জাতকদের। ধৈর্য্য ধরে কাজ করলে আজ নিজের সব কাজ সময়ের মধ্যেই শেষ করতে পারবেন। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা আপনার অনুকূলে যাবে। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা আজ ভালো চাকরি পেতে পারেন। সরকারি কাজে অবহেলা করলে আপনাকে সমস্যায় পড়তে হবে।

আজকের তুলা রাশিফল

আজ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন তুলা রাশির জাতকরা। আজ সব কাজ মন দিয়ে করুন। না হলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। সম্পত্তি কেনার জন্যও আজকের দিন আপনার জন্য শুভ। দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে ঝগড়া হতে পারে। এর ফলে আপনার মনে অশান্তি থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে।

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনার রাগ বাড়বে। অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন। এর ফলে পরিবারের সদস্যরা আপনার ওপর বিরক্ত থাকবেন। চেষ্টা করুন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে এবং কথাবার্তায় মিষ্টতা বজায় রাখতে। আজ সব কাজেই আপনি অবহেলা করতে পারেন। এর ফলে মানসিক ভাবেও আপনি কিছুটা ডাউন থাকবেন। সামাজিক ও ধর্মীয় কাজে অংশ নিতে পারেন।

আজকের ধনু রাশিফল

আজ নিজের শত্রুদের ওপর কড়া নজর রাখুন ধনু রাশির জাতকরা। গোপন পথে তারা আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। কারোর সঙ্গে অশান্তি হলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। যতই রাগ হোক, কোনও খারাপ কথা বলবেন না। পরিবারের কারোর সঙ্গেও আজ আপনার ঝামেলা হতে পারে। আজ খরচ বাড়বে এবং সঞ্চয়ের পরিমাণ কমবে।

আজকের মকর রাশিফল

আজ কাজে অবহেলা করায় বড় ক্ষতির মুখে পড়তে পারেন মকর রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি আজ ভালো থাকবে। আজ আপনি কাজে নতুন কোনও উদ্যোগ নেবেন। আজ চাকরিজীবীরা অফিসে কোনও সহকর্মীর থেকে সাহায্য পেতে পারেন। ছাত্রছাত্রীরা পরিশ্রম করেও পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারবেন না। সন্ধেবেলাটা বন্ধুদের সঙ্গে কাটাবেন।

আজকের কুম্ভ রাশিফল

আজ দাম্পত্য জীবনে অশান্তির মুখে পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতের অমিল আরও প্রকট হয়ে উঠবে। তবে সন্ধেবেলা আচমকা অর্থলাভ হতে পারে। বাড়ির ছোটদের সঙ্গে আজ আপনি পার্টি করতে পারেন। আজ আপনি যে কাজেই হাত দেবেন, সেই কাজ সম্পূর্ণ করবেন। তবে আজ মন কিছুটা বিক্ষিপ্ত থাকবে, তাই সব কাজে দেরি হবে।

আজকের মীন রাশিফল

আজ আপনার চারপাশের পরিবেশ বেশ মনোরম থাকবে। সেই কারণে আজ আপনার মনে আনন্দ ভরপুর থাকবে। সন্তানকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেখে শান্তি পাবেন। পরিবারের কারোর মনের ইচ্ছে পূরণ করতে আজ বেশ কিছু টাকা আপনি খরচ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গেও আজ ভালো সময় কাটাবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে বাধা কেটে যাবে।

TOP RELATED