চাঁদ আজ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে। সূর্য বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের শুক্লা অষ্টমী তিথি। সোমবার সকাল ৮টা ২ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকবে। তারপর পড়বে অঘ্রাণ শুক্লা নবমী। এই তিথিতে সিদ্ধি যোগ ও ব্যাতিপত যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ২টো ৫৬ মিনিট পর্যন্ত থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তারপর থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আজ সকাল ৭টা ৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
অযথা মানসিক দুশ্চিন্তা আজ আপনাকে উদ্বিগ্ন করবে। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হবে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আজ আপনার প্রাপ্য জিনিস পেতে দেরি হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সেই কারণে শুভাকাঙ্ক্ষীর মতামত নিয়ে তবে সিদ্ধান্ত নিন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের ব্যবসা আজ খুব ভালো হবে। চাকরিক্ষেত্রে নিজের কর্মদক্ষতার দ্বারা সাফল্য অর্জন করবেন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ কিছুটা হতাশ হতে হবে। কোনও আত্মীয় আজ আপনার বাড়ি আসতে পারে। আপনার ভাই বা বোনের কারণে দাম্পত্যে অশান্তির সৃষ্টি হতে পারে।
মিথুন রাশি
শরীর নিয়ে আজ আপনি কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে বদলি বা স্থানান্তরের খবর পেতে পারেন। চাকরিতে আজ আপনার পদোন্নতির যোগ রয়েছে। বন্ধুস্থানীয় কোনও ব্যক্তি আজ মিথুন রাশির জাতকদের সঙ্গে শত্রুতা করতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে কোনও বিশেষ কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে।
কর্কট রাশি
ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের ভালো যোগাযোগ আসবে। কর্মক্ষেত্রে কিছু গোলযোগ আজ আপনাকে বিব্রত করতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা আজ মোটামুটি ভালো যাবে। অচেনা ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথন এড়িয়ে যান। কোনও বিষয়ে প্রতিশ্রুতি আজ কাউকে না দেওয়াই ভালো।
সিংহ রাশি
সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় আজ আপনার মনকে অস্থির রাখবে। আত্মীয়রাই শত্রুতা করতে পারে। লোহার ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। চাকরিক্ষেত্রে আজ আপনার মনে অসন্তোষ থাকবে। কিডনি, গল ব্লাডার ,ইউরিক অ্যাসিডের সমস্যায় কষ্ট পেতে পারেন সিংহ রাশির জাতকরা।
কন্যা রাশি
কর্মক্ষেত্রে আজ কাজের স্বীকৃতি পাবেন কন্যা রাশির জাতকরা। অতিরিক্ত মানসিক চিন্তা আজ আপনার মনকে উদ্বিগ্ন করবে। ব্যবসাক্ষেত্রে কোনও হিসেবের গোলমাল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে দাম্পত্যে অশান্তি হতে পারে। সর্দি,কাশি, ঠান্ডা লাগা থেকে আজ কষ্ট পেতে পারেন কন্যা রাশির জাতকরা।
তুলা রাশি
আজ আপনার সুনাম ও যশ বৃদ্ধি হতে চলেছে। ধার দেওয়া ও নেওয়া থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে কর্ম সংক্রান্ত দুশ্চিন্তায় ভুগতে হতে পারে তুলা রাশির জাতকদের। আজ আপনার ঘরে চুরি হতে পারে। রাস্তাঘাটেও পকেটমারির ভয় আছে। অতিপ্রাকৃত বা দৈবিক কোনও ঘটনার সাক্ষী হতে পারেন।
বৃশ্চিক রাশি
আজ আপনার ব্যবসায় ভালো লাভ হবে। মায়ের শরীর খারাপ হওয়ায় তা চিন্তা বাড়াবে। অ্যাকাউন্টটেন্টদের হিসেবে আজ গোলমাল দেখা দিতে পারে। আজ ভাগ্যোন্নতিতে বাধা আসতে পারে। কাছের মানুষের প্রতি আপনি অন্যায় করবেন এবং পরবর্তী সময়ে তার জন্য আফসোস করবেন। নানা দুশ্চিন্তা নিয়ে আজকের দিনটি কাটবে।
ধনু রাশি
আজ অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে। কোন বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার চিন্তা বাড়াবে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা সকলের কাছ থেকে প্রশংসা পাবে। ডায়াবেটিস ও হার্টের অসুখ যাঁদের আছে, তাঁদের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। মানসিক অস্থিরতা আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধা সৃষ্টি করবে। আয় আজ ভালোই হবে।
মকর রাশি
আত্মীয়-স্বজনরা শত্রুতা করতে পারেন। কোনও প্রতিবেশী বা সহকর্মী আজ আপনার বিরুদ্ধাচারণ করবে। ব্যবসায় ভালোই লাভ হবে। সন্তানের কোনও সৃজনশীল কাজ দেখে আপনি মুগ্ধ হবেন। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। আপনি যে কাজ করেননি সেই কাজের দায় আজ আপনার কাঁধে আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা আয় বৃদ্ধির যোগ রয়েছে।
কুম্ভ রাশি
আজ আপনার পারিবারিক সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির যোগ রয়েছে। কোনও স্বাস্থ্যবান ব্যক্তি আজ আপনার ক্ষতি করতে পারে। সন্তানের উন্নতি আজ আপনার মনকে প্রশান্তি দেবে। বাড়িতে চুরি হওয়ার ভয় আছে। অপ্রয়োজনীয় মন্তব্য আজ করবেন না, না হলে সমস্যা সৃষ্টি হবে। বিষাক্ত প্রাণীর থেকে সাবধান।
মীন রাশি
অত্যধিক মাথার যন্ত্রণা আজ আপনাকে কষ্ট দেবে। অর্থাগমে কোনও সমস্যা নেই। কোমরে বা পায়ে বাতের ব্যথায় আজ কষ্ট পেতে পারেন। অপ্রয়োজনে অতিরিক্ত চিন্তা আপনাকে অস্থির করে তুলবে। কর্মহীনরা কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। অতিরিক্ত ব্যয় হবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে।