চাঁদ আজ সারাদিন বৃষ রাশিতে বিরাজ করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা একাদশী তিথি। আজ সকাল ১০টা ১৯ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা দ্বাদশী তিথি। এই তিথিতে শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে কৃত্তিকা নক্ষত্র। তারপর থাকবে রোহিনী নক্ষত্র। আজ সকাল ৭টা ৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন। নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। প্রবীণ ব্যক্তিরা আজ সুখবর পাবেন। পেট ও লিভারের সমস্যা আসতে পারে, তবে তা আপনাকে খুব বেশি ভোগাবে না। আজ ধন সঞ্চয়ের যোগ রয়েছে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ব্যক্তিরা আপনার সাহায্য পাবেন।
বৃষ রাশি
শরীর-স্বাস্থ্য আজ ভালোই থাকবে বৃষ রাশির জাতকদের। ব্যবসায় বুদ্ধি খাটালে আপনি লাভবান হবেন। বেসরকারি কর্মীরা নিজেদের কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। খরচ সামান্য কমাতে পারলেই সঞ্চয় বাড়াতে পারবেন। সরকারি অফিসে আশানুরূপ ফল পাবেন না। আজ নিজের যোগ্য সঙ্গী খুঁজে পাবেন। প্রতারকের মিষ্টি কথায় ভুলবেন না।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের পুরোনো মানসিক অস্থিরতা আজ দূর হবে। আশপাশের প্রতিকূল পরিস্থিতির দ্রুত নিস্পত্তি হবে। ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় অসন্তোষ আসতে পারে। আয়-ব্যয়ের হিসেবে ব্যয়ের পাল্লা আজ ভারী হবে। ব্যবসায়ীরা সাবধান থাকুন, পাওনা টাকা পেতে অসুবিধে হতে পারে।
কর্কট রাশি
গত বছরের অস্থিরতার অবসান হবে এবার। বাড়ির বয়স্ক সদস্যদের যথাযথ পরিচর্যা করুন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনীহা আসতে পারে। শিল্পকলা, হস্তশিল্প, সঙ্গীত ও নৃত্যকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ সুনাম বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
সিংহ রাশি
বিদ্যালাভে সাফল্য পাবেন সিংহ রাশির ছাত্রছাত্রীরা। বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা পরিশ্রমের উপযুক্ত মূল্য পাবেন। আয় ও ব্যয়ের হিসেব ঠিক থাকবে। আজ খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক থাকা জরুরি। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। আজ অহেতুক তর্কবিতর্ক এগিয়ে চলুন।
কন্যা রাশি
আজ মধুর দাম্পত্য জীবন কাটাবেন কন্যা রাশির জাতকরা। শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। যে কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, সেখানে নিযুক্ত হতে পারেন। রিয়েল এস্টেট, আসবাব ও ইন্টিরিয়র ডিজাইনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ লাভবান হবেন। সঞ্চয় বাড়বে। পুরোনো ঋণ শোধ করে দেবেন।
তুলা রাশি
২০২৪ থেকে যে সব সমস্যা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, আজ থেকে সেই সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া শুরু হবে। তবে হার্টের রোগের সম্ভাবনা থাকছে তুলা রাশির জাতকদের। বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের আজকের দিনটি ভালো যাবে না। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রমের ফল আপনি পাবেন। আজ নতুন চাকরি পেতে পারেন।
বৃশ্চিক রাশি
বুদ্ধি খাটিয়ে আজ ব্যবসায় বড় লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। প্রশাসনিক কাজে আইনি কিছু বাধা আসতে পারে। তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্যে মতান্তর হবে। আপনার কথাই শেষ কথা, এই বদ্ধমূল ধারণা আপনাকে ত্যাগ করতে হবে। আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে। রিয়েল এস্টেট, খনিজ দব্য ও গাড়ির ব্যবসা ভালো চলবে।
ধনু রাশি
আজ মানসিক ভাবে উদ্বিগ্ন থাকবেন ধনু রাশির জাতকরা। কর্মস্থানে অভূতপূর্ব আর্থিক উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকবেন। সোনার ব্যবসায়ীরা দারুণ শুভ ফল পাবেন। পেশাগত বিদ্যার ক্ষেত্রে সাফল্য আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আজ ভালো হবে।
মকর রাশি
আজ প্রচুর খরচ হতে পারে মকর রাশির জাতকদের। প্রাথমিক এবং উচ্চশিক্ষায় ভালো ফল মিলবে। শেয়ার মার্কেটে আজ প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। জ্ঞাতিরা আপনার সঙ্গে শত্রুতা করলেও ক্ষতির আশঙ্কা নেই। সবাইকে বিশ্বাস করবেন না। আজ প্রতারিত হতে পারেন। সন্তানের উন্নতি আপনার আনন্দের কারণ হবে।
কুম্ভ রাশি
আজ যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতকদের। কিন্তু যশের ভারে নিজের ভারসাম্য হারাবেন না। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বাড়িতে বন্ধু সমাগম হবে। ব্যবসায় কিছু প্রতিবন্ধকতা এলেও আপনি তা অতিক্রম করতে পারবেন। কিছু গোপন তথ্য আজ আপনার হাতে আসতে পারে। অর্থের অপচয় করবেন না।
মীন রাশি
আজ যেমন কাজ করবেন, তেমন বিশ্রামও নিতে পারবেন মীন রাশির জাতকরা। ব্যক্তিগত সম্পর্কের কারণে আজ আপনার কর্মক্ষমতা হ্রাস পাবে। গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সঠিক স্থানে লগ্নি করলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আজ নানা কারণে টাকার চাহিদা বাড়বে। সেই হিসেবে অর্থের যোগান না থাকায় বিচলিত হবেন।