Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আচমকা অর্থলাভ মিথুন ও কন্যা রাশির

আচমকা অর্থলাভ মিথুন ও কন্যা রাশির

Published on: Published on 2024-09-09 08:07 AM

Share on:

চাঁদ আজ সকাল ১১টা ২৮ মিনিট পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে। এরপর বৃশ্চিক রাশিতে গোচর করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। পঞ্জিকায় এই দিনটি স্কন্দ ষষ্ঠী হিসেবে পরিচিত। এই তিথিতে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও বৈধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ প্রথমে বিশাখা নক্ষত্র ও পরে অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকবে। আজ সকাল ৬টা ৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৩ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ সোমবার শিবের কৃপায় কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​

মেষ রাশির জাতকরা আজ নিজের জীবনে পরিবর্তন অনুভব করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাকে ভীত করবে না। কিন্তু সরকারের তরফে এমন কিছু পরিবর্তন হবে, যার সঙ্গে মোকাবিলা করা কঠিন হবে। ভাই-বোনের পরামর্শে সমস্ত কাজ সম্পন্ন হবে। শ্বশুরবাড়ির কোনও ব্যক্তির সঙ্গে লেনদেন এড়িয়ে যান, তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। সন্তানের ভবিষ্যতের বিষয়ে সতর্ক হন।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

​আজকের বৃষ রাশিফল​

বৃষ রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে হতাশার শিকার হবেন। তবে এই হতাশা দূর করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে বৃষ রাশির জাতকদের। অন্যের কাছ থেকে একাধিক প্রত্যাশা থাকবে আপনার, কিন্তু এই মনোভাব ত্যাগ করতে হবে। সঞ্চিত অর্থের পরিমাণ কমে আসতে পারে। চিন্তা করবেন না, খুব বেশিক্ষণ এই সমস্যা থাকবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে যান।

৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​আজকের মিথুন রাশিফল​

মিথুন রাশির জাতকরা ব্যবসায়ে এমন কিছু সুযোগ পাবেন, যা অবলম্বন করলে উন্নতি সম্ভব। টাকা-পয়সার বিষয়ে দুশ্চিন্তা কমবে। সঠিক সুযোগ চিহ্নিত করুন। সমাজসেবার দ্বারা লাভ অর্জন করতে পারবেন। কোনও সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সময় ভালো। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন। ছাত্র-ছাত্রীদের নিজের ভবিষ্যৎ মজবুত করার জন্য নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের কর্কট রাশিফল

কর্কট রাশির জাতকদের শত্রু প্রবল হবে। তাঁরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। গুজবের কারণে লক্ষ্যচ্যুত হতে পারেন। এভাবে ক্রমাগত লক্ষ্যভ্রষ্ট হলে উৎসাহ কমে আসতে পারে। উন্নতির পথে বাধা সৃষ্টি হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেকে পালটে ফেলার চেষ্টা করুন, যাতে কেউ আপনার পথে বাধা সৃষ্টি করতে না-পারে। পরিবারে জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হতে পারে, এখানে পরিবারের সকল সদস্য ব্যস্ত থাকবে। সন্ধ্যা নাগাদ অর্থ লাভ সম্ভব।

আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল​

সিংহ রাশির জাতকরা চাকরি ও ব্যবসায়ে আধিকারিকদের সহযোগিতা পাবেন। নিজের মধুর ব্যবহারের দ্বারা ব্যবসা ও আশপাশের পরিবেশ ভালো রাখতে সক্ষম হবেন। তবে কিছু শত্রু উৎপন্ন হতে পারে। ছাত্রছাত্রীরা বিনোদনে সময় ব্যয় করবেন। সন্তানের প্রতি নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন এই রাশির জাতকরা।

৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

​আজকের কন্যা রাশিফল

কন্যা রাশির জাতকদের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। আনন্দিত হবেন ও ভালো সময় কাটাবেন। আর্থিক জীবনে সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা। বহুদিন ধরে আটকে থাকা টাকা এবার ফিরে পেতে পারেন এই রাশির জাতকরা। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। প্রেম জীবনের জন্য সময় ভালো। সম্পর্ক মজবুত হবে।

ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। প্রবীণদের আশীর্বাদ গ্রহণ করুন।

​আজকের তুলা রাশিফল​​

তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে। নিজের সমস্ত কাজ অন্যের ওপর ছেড়ে দেবেন না, তাঁরা আপনার বিশ্বাসের অপব্যবহার করতে পারেন। সন্ধেবেলা পরিজনদের সঙ্গে সময় কাটাবেন। বাবার স্বাস্থ্য দুর্বল হবে। তাঁর খেয়াল রাখুন। পারিবারিক সম্পত্তির বিষয়ে বিবাদ হতে পারে।

ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা বস্তু দান করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​​

বৃশ্চিক রাশির জাতকরা ব্যবসায়িক কারণে চিন্তিত থাকবেন। একের পর এক লোকসান হবে, তবে এ সময়ে ধৈর্য ধরতে হবে। কোনও দুশ্চিন্তা করবেন না। কাজে বিলম্ব হতে পারে। আর্থিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ছাত্র-ছাত্রীদের নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।

​আজকের ধনু রাশিফল

ধনু রাশির জাতকদের কাজের পরিস্থিতি অনুকূল নয়, যার ফলে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে। পারিবারিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা হবে, যা আপনাকে কষ্ট দেবে। ভাই বা বোনের বিয়ের প্রস্তাব পেতে পারেন। সন্ধে নাগাদ মন্দিরে দেবদর্শনের জন্য যেতে পারেন।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিবলিঙ্গে দুধ নিবেদন।

​আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকদের জীবনে আজ জটিল পরিস্থিতি উৎপন্ন হবে। জীবনসঙ্গীর জন্য উপহার কেনার তাড়া থাকবে, অন্য দিকে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। গাড়ি খারাপ হতে পারে। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে কাজ করুন। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এই রাশির জাতকদের। দান-পুণ্যের কাজ করবেন। অর্থ উপার্জনের জন্য সময় অনুকূল।

ভাগ্য আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন।

​আজকের কুম্ভ রাশিফল​

কুম্ভ রাশির জাতকরা নিজের বন্ধুদের সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা করতে পারেন। তাঁদের পরামর্শ আপনার ব্যবসার জন্য লাভজনক হবে। স্বাস্থ্যের যত্ন নিন, কারণ দুর্বলতা অনুভব করতে পারেন। দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি তার জন্য ভালো। জীবনসঙ্গীর পরামর্শ মেনে চললে ভালো ফল পাবেন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দের চাল দান করুন।

​আজকের মীন রাশিফল​

মীন রাশির জাতকদের মনের মধ্যে ব্যবসা সংক্রান্ত গভীর চিন্তাভাবনা ঘুরপাক খাবে। কিন্তু ব্যবসায় মনোনিবেশ না করায় সমস্যা দেখা হতে পারে। আলস্য ত্যাগ করে আবার কাজ শুরু করুন। জীবনসঙ্গীর জন্য উপহার কিনতে পারেন। এই রাশির ছাত্র-ছাত্রীরা হতাশার শিকার হবেন।

আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।​

TOP RELATED