চাঁদ আজ সারাদিন কুম্ভ রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে তুলা রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ কার্তিক শুক্লা নবমী তিথি। আজ রাত ৯টা ১ মিনিটের পর দশমী তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে ধ্রুব যোগ ও ব্যাঘাত যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্র, তারপর থাকবে শতভিষা নক্ষত্র। আজ সকাল ৬টা ৪০ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩০ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। আজ পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ সূর্যের আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ আপনি নিজের দেখা কোনও বিশেষ স্বপ্ন পূরণ করতে পারবেন। এর ফলে আপনার মন আজ দারুণ খুশি থাকবে। তবে অফিসে আরও একটু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনাকে। না হলে প্রায় হয়ে যাওয়া কাজও নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আপনার প্রোমোশন আটকে যেতে পারে। আজ নিজের খাওয়া-দাওয়ার দিকেও নজর দিন। না হলে পেটের গোলমাল হতে পারে।
বৃষ রাশি
অংশীদারিত্বে যাঁরা ব্যবসা করেন, তাঁরা আজ ক্ষতির মুখে পড়তে পারেন। আজ নতুন সম্পত্তি কেনার যোগ আছে। ব্যবসায় উন্নতি করার জন্য কোনও বিশষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আজ আর্থিক ক্ষতি হতে পারে বৃষ রাশির জাতকদের। এই কারণে সংসারেও অশান্তি বাড়বে। পরিশ্রম করার পর নিজের পাওনা টাকা ফিরে পেতে পারেন। বাবা-মায়ের সেবা করে সন্ধেবেলাটা কাটবে।
মিথুন রাশি
আজ সব কাজে প্রচুর এনার্জি থাকবে মিথুন রাশির জাতকদের। এর ফলে আপনি নিজের সব বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। তবে সামাজিক মেলামেশার জন্যও আজ আপনাকে কিছু সময় বের করতে হবে। আগে কারোর থেকে টাকা ধার নিয়ে থাকলে আজ সেই টাকা আপনি শোধ করতে পারেন। এই কারণে আপনার মনে আনন্দ থাকবে।
কর্কট রাশি
ভাইয়ের সাহায্যে আজ কোনও বিশেষ কাজ সম্পূর্ণ করতে পারবেন কর্কট রাশির জাতকরা। আজ আপনাকে কোথাও সফর করতে হতে পারে। সন্তানের পড়াশোনার পথে বাধা কেটে যাবে। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা আজ বড় সাফল্য পেতে পারেন। আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তা ভালো করে ভাবনাচিন্তা করে নিন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা আজ বিশ্বাস করে কাউকে নিজের মনের কথা বলবেন না। যাঁকে আপনি বিশ্বাস করেছেন, সেই ব্যক্তি আপনাকে ঠকাতে পারেন। চাকরিতে উন্নতি করার যোগ আছে। আপনার উন্নতি দেখে শত্রুরা ঈর্ষা করবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সন্তানের কারণে সংসারে অশান্তি হতে পারে। আজ সময় বের করে নিজের জন্য শপিং-এ যেতে পারেন।
কন্যা রাশি
শুধুমাত্র টাকা রোজগারের উদ্দেশ্য নিয়ে আজ কোনও কাজে হাত দেবেন না। আজ কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবনে টেনশন থাকবে। এই অশান্তির কারণে সারাদিন আপনার মাথা যন্ত্রণা করবে। সম্পত্তি কেনা বা বিক্রি করার কথা ভাবলে, আজ তা না করাই ভালো। সন্তানের বিয়ের পথে বাধা কেটে যাবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে অশান্তি চললে তা এবার মিটে যেতে পারে।
তুলা রাশি
আজ আর্থিক সমস্যা কাটাতে সফল হবেন তুলা রাশির জাতকরা। এর ফলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে আজ তা ফিরে পাবেন। আজ আপনার পরিবারের কারোর উচ্চাকাঙ্খা পূরণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ আপনাকে কিছু মানিয়ে গুছিয়ে নিতে হতে পারে। আজ কোনও সোলো ট্রিপের প্ল্যান করতে পারেন।
বৃশ্চিক রাশি
আজ স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে বৃশ্চিক রাশির জাতকদের। অতিরিক্ত পরিশ্রম করবেন না, আজ যতটা সম্ভব বিশ্রাম করুন। না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন। আজ আপনি নিজের পরিবার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বিদেশে বসবাসকারী কোনও আত্মীয়ের থেকে খারাপ খরব পেতে পারেন। আজ আপনার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুন্ন হতে পারে।
ধনু রাশি
আজ খারাপ পরিস্থিতিকেও নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন ধনু রাশির জাতকরা। কোনও বিষয় নিয়ে পরিবারের সদস্য়দের মতামত আপনি নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। ব্যবসার কারণে কোথাও সফর করলে তা আপনার জন্য লাভজনক হবে। কোনও সরকারি কাজ বাকি থাকলে তা সম্পূর্ণ হয়ে যেতে পারে। অফিসে ম্যানেজমেন্টের ভরসা থাকবে আপনার উপর।
মকর রাশি
আজ কর্মক্ষেত্রের পরিবেশ আপনার অনুকূলে থাকবে। এর সম্পূর্ণ ফায়দা আপনি তুলবেন। তবে কোনও নতুন কাজে আজ হাত না দেওয়াই ভালো। মকর রাশির জাতকদের আজ কোথাও বিনিয়োগ করতেও বারণ করা হচ্ছে। না হলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। জীবনসঙ্গীকে প্রয়োজনে নিজের পাশে পাবেন। আজ কাউকে টাকা ধার দেবেন না।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা একাধিক নতুন সূত্র থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আজ কোথাও বিনিয়োগ করলে তা আপনার জন্য লাভজনক হবে। রিল্যাক্স করে আজকের দিনটা কাটাতে পারবেন। আজ সামাজিক মেলামেশা বাড়বে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনও ধর্মীয় অনুষ্ঠানে আজ যোগ দিতে পারেন। আজ দুপুরের পর শত্রুরা আপনার ক্ষতির চেষ্টা করতে পারে।
মীন রাশি
আজ সব কাজই মন দিয়ে করবেন মীন রাশির জাতকরা। তবে আজ আত্মীয়দের সঙ্গে আপনার ঝামেলা বাধতে পারে। নানা কারণে পরিবারের অনেকেই আপনার ওপর বিরক্ত হবেন। বন্ধুর সাহায্যে কোনও বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন। এই চুক্তি আপনার ব্যবসাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। পরিবারের সঙ্গে সব সমস্যা আলোচনা করে মেটানোর চেষ্টা করুন।