চন্দ্র আজ তুলা রাশি। এদিন রবি যোগ, দ্বিপুষ্কর যোগ, শুভ যোগ ও স্বাতি নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী এই শুভ যোগের প্রভাবে পাঁচ রাশির জাতকদের উন্নতি ও অর্থবৃদ্ধি সম্ভব। সরকারি নীতির দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। দাম্পত্য জীবনে সুখকর অনুভূতি অর্জন করবেন। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশির যে জাতকরা রোজগার অর্জনের চেষ্টায় রয়েছেন, তাঁরা নতুন সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে শত্রু প্রবল হবে, তাঁদের কারণে কিছু ভুল হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল। লগ্নির জন্য আজকের দিনটি বিশেষ ভালো নয়। ব্যবসা সম্প্রসারণের জন্য পরিবারের সঙ্গে আলোচনা করুন। সন্তানের জন্য কোনও উপহার কিনবেন।
ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন।
বৃষ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, তাঁদের জন্য আজকের দিনটি অনুকূল। জনগণের সহযোগিতা লাভ করবেন। নতুন কাজ শুরুর জন্য দিন ভালো। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে সময় কাটাবেন, এর ফলে মানসিক শান্তি লাভ সম্ভব। বাবার সহযোগিতা লাভ করবেন। পরিবারে শুভ অনুষ্ঠানের বিষয় আলোচনা করবেন। ধীরগতিতে ব্যবসায় সাফল্য আসবে।
৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। পিঁপড়েকে আটা খাওয়ান।
মিথুন রাশির যে জাতকরা চাকরির সন্ধান করছেন, তাঁরা রোজগার লাভের সম্ভাবনা ক্রমশ কমে আসছে। ব্যবসায়িক সমস্যার সমাধানের জন্য বাবার পরামর্শের প্রয়োজন হবে, তাঁর পথ প্রদর্শনে ব্যবসাকে শীর্ষে পৌঁছে দিতে পারবেন। স্থাবর সম্পত্তি লাভের যোগ রয়েছে। ভাই-বোনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। কর্মক্ষেত্রে সকলে আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে। বহুদিন ধরে কোনও জিনিস কামনা করে থাকলে, তা এবার পেতে পারেন।
ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। হলুদ কাপড়ে ছোলা ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে দান করুন।
কর্কট রাশির জাতকরা ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানের বিবাহে আগত বাধা কোনও ব্যক্তির সাহায্যে সমাপ্ত হবে। সামাজিক কাজে রুচি বাড়বে। ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তাঁরা সমস্ত কাজ করার জন্য প্রস্তুত থাকবেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পকিকল্পনা করতে পারেন। সামাজিক পরিসর বাড়বে।
আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সকালবেলা সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।
সিংহ রাশির জাতকরা সাফল্যের পথে অগ্রসর হবেন। অফিসে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারায় আধিকারিকদের চোখের মণি হয়ে উঠবেন, যার ফলে বিরোধীদের ষড়যন্ত্র বিফল হবে। সন্ধ্যাবেলা পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন। আত্মীয়স্বজনদের সঙ্গে কোনও তিক্ততা থাকলে তা আজ সমাপ্ত হবে। সাংসারিক সুখ-সুবিধার জিনিসে অর্থ ব্যয় করবেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তা না-হলে লোকসান সম্ভব।
৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।
কন্যা রাশির যে জাতকরা বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা সুসংবাদ পাবেন। সন্তানের বিবাহ প্রস্তাব পেতে পারেন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হওয়ায় সকল সদস্য ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। বয়স্কদের সেবায় ও পুণ্য কাজে অর্থ ব্যয় করবেন। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শুভ, পড়াশোনায় একাগ্রতা বাড়বে।
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।
তুলা রাশির জাতকরা পরিবারের সদস্যের সঙ্গে সংবেদনশীল বিষয় আলোচনা করবেন। প্রেম জীবনে মাধুর্য থাকবে। কর্মক্ষেত্রে গোপন শত্রু সক্রিয় হবে, তাঁরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম সত্ত্বেও আয় কমবে ও ব্য়য় বাড়বে। ব্যস্ততার কারণে গৃহস্থ জীবনে সময় দিতে পারবেন না, এর ফলে জীবনসঙ্গী ক্ষুব্ধ হতে পারে। তাঁরা আপনার রাগ প্রকাশ করবে, কিন্তু আপনি তাঁর কথা বুঝতে পারবেন না।
ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।
বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। ভবিষ্যৎ বিষয় আলোচনা করবেন। চাকরিজীবী জাতকরা ভিন্ন কোনও স্থান থেকে ভালো প্রস্তাব পেতে পারেন। সরকারি নীতির দ্বারা লাভান্বিত হবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিচারধারার মতভেদ সম্ভব। তবে এ ক্ষেত্রে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে গুড় খাওয়ান।
ধনু রাশির জাতকরা ভেবেচিন্তে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করুন, তা না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে। ভাইয়ের সহযোগিতার প্রয়োজন হবে। বাবার সঙ্গে বিচারধারার মতভেদ দেখা দেবে। তবে তাঁর পরামর্শ অনুযায়ী কাজ করলে লাভ হবে। সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন। ব্যবসার জন্য নতুন কিছু উপকরণ কিনতে পারেন। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।
ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। বিষ্ণুর পুজো করুন।
মকর রাশির জাতকরা গত কিছুদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কোনও বড় আধিকারিকদের সাহায্যে জমি সংক্রান্ত মামলার সমাধান করতে পারেন। ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করতে পারবেন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ধীরগতিতে সম্পর্ক উন্নত হবে। লেনদেন এড়িয়ে যান। অংশীদারীর কাজে বাধা উৎপন্ন হতে পারে। প্রেমীর সঙ্গে পরিবারের সদস্যদের পরিচয় করাতে পারেন।
ভাগ্য আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবাণ পাঠ করুন।
কুম্ভ রাশির চাকরিজীবী জাতকদের ওপর কাজের চাপ থাকবে। কাজে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। বাণী মাধুর্য বজায় রাখতে হবে। আগে থেকে কাজের পরিকল্পনা তৈরি করে থাকলে, আজ তাতে আকস্মিক কিছু পরিবর্তন করতে হবে। ভাই-বোনের সঙ্গে মতভেদ সম্ভব। লগ্নির পরিকল্পনা করে থাকলে পরিচিত ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আনন্দ থাকবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান পাবেন।
ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।
মীন রাশির জাতকরা ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনাময় পথ খুঁজে পাবেন। রোগমুক্তি সম্ভব। সন্তানের বিবাহে আগত সমস্যার সমাধান হবে। সামাজিক খ্যাতি বিস্তার লাভ করবে। পারিবারিক জীবনে অবসাদ থাকবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ব্যবসায় অধিক লগ্নি করলে লাভান্বিত হবেন। মা-বাবাকে দেবদর্শনের জন্য তীর্থযাত্রায় নিয়ে যেতে পারেন। বন্ধুদের সাহায্যে সারাদিন আয়ের উৎস পাবেন।
আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।