Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

জানুন কী আছে কোন রাশির ভাগ্যে

জানুন কী আছে কোন রাশির ভাগ্যে

Published on: Published on 2024-12-11 08:45 AM

Share on:

চাঁদ আজ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গোচর করবে। সূর্য বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের শুক্লা একাদশী তিথি। বুধবার রাত ১টা ৯ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে। তারপর পড়বে অঘ্রাণ শুক্লা দ্বাদশী। এই তিথিতে বরিয়ান যোগ ও পরিঘ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ১১টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্র, তারপর থাকবে অশ্বিনী নক্ষত্র। আজ সকাল ৭টা ৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল গণপতির প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ মেষ রাশির জাতকদের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। নিজের একগুঁয়েমি ও জেদের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অযথা দুশ্চিন্তা করবেন না। সমাজে আপনার মর্যাদাহানি হতে পারে। অপ্রয়োজনে খরচ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকার টাকা আজ ফেরত পেতে পারেন। আজ কোনও বিষয়ে ঠিকমতো চেষ্টা করলে আপনি সফল হবেন।

বৃষ রাশি

কোনও সূত্র থেকে আজ অর্থলাভ হতে পারে বৃষ রাশির জাতকদের। পুরোনো বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হবে। এর ফলে মনে আনন্দ থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সব রকম উদ্যম ও প্রচেষ্টায় সাফল্য পাবেন। আজ কোনও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে আপনি আনন্দ পাবেন। পারিবারিক কোনও চিন্তা আপনাকে ভাবাবে।

মিথুন রাশি

আজ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কোনও রকম সিদ্ধান্ত নেবেন না মিথুন রাশির জাতকরা। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। চাকরিজীবীদের কর্মস্থলে বাধা আসবে। আপনার কাজ নিয়ে সমালোচনা হতে পারে। অতিরিক্ত খরচের কারণে বিব্রত হবেন মিথুন রাশির জাতকরা। বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।

কর্কট রাশি

ব্যবসায় ভালো লাভ করবেন কর্কট রাশির জাতকরা। আজ শত্রুদের থেকে আপনার কোনও ক্ষতি হতে পারে। আজ আপনি নিজের প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে। রাস্তাঘাট সাবধানে চলাফেরা করতে হবে। আজ আঘাত প্রাপ্তির যোগ রয়েছে।

সিংহ রাশি

আজকের দিনটা ভালো কাটবে না সিংহ রাশির জাতকদের। কোনও শারীরিক সমস্যায় আজ আপনি ভুগতে পারেন। স্বামী ও স্ত্রীর মধ্যে মতপার্থক্য আসতে পারে। অতিরিক্ত চিন্তা আপনাকে অস্থির করে রাখবে। জমানো টাকা-পয়সা আজ অকারণে খরচ হয়ে যেতে পারে। কোনও নিকট আত্মীয় আপনার সঙ্গে শত্রুতা করবে।

কন্যা রাশি

হঠাৎ কোনও ক্ষেত্র থেকে অর্থলাভ হতে পারে। চাকরিক্ষেত্রে অধস্তন কর্মচারী সংক্রান্ত কোনও সমস্যা আসতে পারে। ধার নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন আজ। কর্মক্ষেত্রে আপনার প্রচুর পরিশ্রম হবে। ব্যবসা মোটামুটি লাভজনক হবে। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন কন্যা রাশির জাতকরা।

তুলা রাশি

নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। আজ আপনার অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে। বন্ধুর দ্বারা আপনি কিছু উপকার পেতে চলেছেন। আজ কোনও উপহারও পেতে পারেন। কাউকে টাকা ধার দেবেন না। গুরুজনের সঙ্গে আজ আপনার মতপার্থক্য হতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়ী হবেন। উত্তরাধিকার বা বিমা সূত্রে অর্থ প্রাপ্তি হতে পারে।

বৃশ্চিক রাশি

আপনার দূরদর্শিতা এবং চতুরতা আপনাকে ব্যবসাক্ষেত্রে সুদূরপ্রসারী লাভ দেবে। ছোট ভাইয়ের প্রতি অযথা ঈর্ষা করতে পারেন। সামান্য কারণে মাথায় দুশ্চিন্তা ঘুরপাক খাবে। মায়ের স্বাস্থ্যের ধীরে উন্নতি হবে। চাকরিক্ষেত্রে কর্মস্থান পরিবর্তনের যোগ থাকছে। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে অকারণ দুর্ব্যবহার করতে পারেন।

ধনু রাশি

আন্তর্দেশীয় বা বৈদেশিক বাণিজ্যে বিশেষ সাফল্য পাবেন। ব্যবসাক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার হলে ভালো করে ভাবনাচিন্তা করে নিন। অফিসের কিছু দুর্নীতি আজ আপনার চোখে পড়তে পারে। রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সাবধানতা অবলম্বন প্রয়োজন। আজ কাছের বন্ধু আপনার বিরুদ্ধাচরণ করবে।

মকর রাশি

গলার সমস্যায় আজ কষ্ট পেতে পারেন মকর রাশির জাতকরা। ব্যবসায়ীদের আজ প্রচুর লাভ হবে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। আত্মীয়-স্বজনের সঙ্গে আজ বিরোধ হতে পারে। আপনার বিচার বুদ্ধি বিবেচনা ভবিষ্যতের পরিকল্পনাকে আরও মজবুত করবে এবং সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন।

কুম্ভ রাশি

কোনও রকম নেতিবাচক চিন্তা আপনাকে আজ ত্যাগ করতে হবে। পায়ে আঘাত লাগার যোগ রয়েছে। অবিবেচক কোনও মন্তব্য করলে সমস্যা সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের প্রচুর লাভের ইঙ্গিত থাকছে। চাকরিক্ষেত্রের আর্থিক গোলোযোগ কুম্ভ রাশির জাতকদের চিন্তা বাড়াতে পারে।

মীন রাশি

আজ অতিরিক্ত মাথার যন্ত্রনায় আপনি কষ্ট পাবেন। সর্দি কাশির সমস্যায় আপনাকে আজ ভুগতে হবে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। ব্যবসা মোটের উপর ভালো চলবে। আজ অতিরিক্ত খরচ হতে পারে। একাধিক ক্ষেত্র থেকে আজ আয়ের সুযোগ রয়েছে। কমিশন ভিত্তিক ব্যবসায় আজ লাভ করবেন। শেয়ার মার্কেট থেকে আর্থিক লাভের যোগ রয়েছে।

TOP RELATED