চাঁদ আজ সারাদিন মিথুন রাশিতে বিরাজ করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা চতুর্দশী তিথি। আজ সকাল ৫টা ৩ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ পূর্ণিমা তিথি। এই তিথিতে ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ১১টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরা নক্ষত্র। তারপর থাকবে আর্দ্রা নক্ষত্র। আজ সকাল ৭টা ১০ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
সারা সপ্তাহের কাজের চাপ থেকে আজ রবিবার ছুটির দিন কিছুটা অবসর পাবেন মেষ রাশির জাতকরা। অদূর ভবিষ্যতের দারুণ কোনও সুযোগ লাভের আভাস পেতে পারেন। ব্যবসায় পার্টনাররা আপনার আনুগত্য স্বীকার করে নেবে। আজ কাউকে অর্থ সাহায্য করবেন না। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে।
বৃষ রাশি
আজ বন্ধুদের সাহায্যে আপনার অনেক সমস্যার সমাধান হবে। আপনার কাজের পদ্ধতিতে নৈপুণ্য আসবে। আর্থিক সমস্যাগুলো সমাধান করার জন্য আজ সঠিক সময়। বৃষ রাশির জাতকদের ব্যবসা ভালোই চলবে। পেশায় প্রযুক্তির ব্যবহার আপনাকে আরও নিখুঁত করে তুলবে।
মিথুন রাশি
আজ সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। গত কয়েক দিনের পরিকল্পনার ফল আজ পাবেন মিথুন রাশির জাতকরা। নাচ, গান, আঁকার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রতিভার যথাযথ সম্মান পাবেন। ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ ভুল হতে পারে।
কর্কট রাশি
আশাতীত আর্থিক লাভে আজ খুশি হবেন। নিজের শরীর সম্পর্কে সচেতন থাকুন কর্কট রাশির জাতকরা। বিদেশে বা কোনও বিদেশি কোম্পানিতে নতুন কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে। অর্থের উপার্জন ঊর্ধ্বগামী হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের দূরদৃষ্টির ব্যবহার করুন। না হলে সমস্যা হতে পারে।
সিংহ রাশি
পুরোনো বন্ধু আবার আপনার জীবনে ফিরে আসবেন। তবে সম্পর্কের জটিলতা থেকে আজ দূরে থাকুন সিংহ রাশির জাতকরা। আজ রোজগার অনেকটাই বাড়বে। কোনও আইনি জটিলতার মৌখিক ভাবে সমাধান করুন। কর্ম নৈপুণ্যের কারণে আজ বিশেষ পুরস্কৃত হবেন।
কন্যা রাশি
কাজের সূত্রে আজ ভ্রমণ হবে কন্যা রাশির জাতকদের। এই ভ্রমণের থেকে আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন। পুরোনো কোনও ক্রনিক রোগের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। ব্যবসায় বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দিন। সমাজের উচ্চস্তরের ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
তুলা রাশি
ব্যক্তিগত সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। নিজের কাজের ধরন পাল্টালে আপনার উন্নতি হবে। বিদেশি কোম্পানি থেকে কাজের প্রস্তাব পেতে পারেন। প্রতিযোগিতায় সাফল্য পাবেন তুলা রাশির জাতকরা। কিডনি, দাঁতের ব্যথা, হাড়ের ব্যথা ফ্যাটি লিভার ও ডাইবেটিসের সমস্যায় কষ্ট পেতে পারেন।
বৃশ্চিক রাশি
বুদ্ধি খাটিয়ে লগ্নি করলে সঠিক লাভ পাবেন। পুরোনো বন্ধুদের সান্নিধ্য লাভ করবেন। খাওয়া-দাওয়ার অনিয়মে হজমের গোলমাল হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ দেখা যাবে। আজ খরচ বাড়ার কারণে আর্থিক সংকটে পড়তে পারেন।
ধনু রাশি
আত্মীয়-স্বজনের দ্বারা আজ উন্নতি হবে ধনু রাশির জাতকদের। পৈতৃক সম্পত্তির ব্যাপারে মামলা মোকদ্দমায় জড়াতে পারেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের ছাত্রছাত্রীরা নতুন উদ্যোগ নিলে তাদের বড় উন্নতি করার সম্ভাবনা রয়েছে। বিশিষ্ট ব্যক্তির সহায়তায় শত্রুর মোকাবিলা করতে আপনি সমর্থ হবেন।
মকর রাশি
পড়াশোনায় বিশেষ মনোযোগ না দিলে পিছিয়ে পড়তে পারেন মকর রাশির ছাত্রছাত্রীরা। সন্দেহপ্রবণতার কারণে প্রেমের সম্পর্কে জটিলতা আসবে। দুর্ঘটনা থেকে রক্তপাত হতে পারে। ব্যবসার ফল আশাজনক হবে না। রাগ সংবরণ না করলে অশান্তি আসবে। পেটের অসুখ, টনসিল, সর্দি কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন।
কুম্ভ রাশি
আজ খরচ বাড়বে কুম্ভ রাশির জাতকদের। মাছ ব্যবসায়ীরা আজ আর্থিক উন্নতি করবেন। ইউরিনারি ট্র্যাক্ট, গ্যাস্ট্রিক, নার্ভের অসুখ থেকে সতর্ক থাকতে হবে। আপনার মুখের ওপর স্পষ্ট কথা বলার অভ্যেসের কারণে আজ শত্রু বাড়তে পারে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সন্ধান পেতে পারেন।
মীন রাশি
সন্তানের আচরণে আজ মনে দুঃখ থাকবে মীন রাশির জাতকদের। মাল্টি টাস্কিং আপনার জন্য নয়। একবারে একটাই কাজ মন দিয়ে করুন। কোনও নিকট আত্মীয়ের শরীর খারাপ হওয়ায় আপনার দুশ্চিন্তা বাড়বে। ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে সাবধান রাখুন। বাসস্থান পরিবর্তনের যোগ আছে। বেআইনি কাজ থেকে দূরে থাকুন।