চাঁদ আজ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। সূর্য বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি। শুক্রবার সন্ধে ৭টা ৪০ মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে। তারপর পড়বে অঘ্রাণ শুক্লা চতুর্দশী। এই তিথিতে শিব যোগ ও সিদ্ধ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৭টা ৫০ মিনিট পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্র, তারপর থাকবে কৃত্তিকা নক্ষত্র। আজ সকাল ৭টা ৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ মেষ রাশির জাতকদের পারিবারে সুখ ও সাফল্য বৃদ্ধি পাবে। নতুন যানবাহন কেনার যোগ আছে। পেশা জীবনে নতুন উদ্যোগ নিলে আজ সাফল্য লাভ করবেন। চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন মেষ রাশির জাতকরা। ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।
বৃষ রাশি
আজ অতিরিক্ত খরচ হতে পারে বৃষ রাশির জাতকদের। আগের করা কোনও কাজ থেকে বড় সাফল্য পাবেন। অহেতুক দুশ্চিন্তা মাথায় আসতে পারে। আজ কোনও আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। জনসেবামূলক কাজে আপনি মানসিক সন্তুষ্টি পাবেন এবং আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে মাধুর্য থাকবে।
মিথুন রাশি
আজ থেকে মিথুন রাশির জাতকদের জীবনযাত্রার মানের উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। হঠকারী কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। জীবনসঙ্গী আপনার মতামতকে প্রাধান্য দেবে না। হুট করে কোনও মন্তব্য না করে ভেবেচিন্তে যুক্তিসঙ্গত কথা বলুন। না হলে আপনার সমস্যা বাড়বে।
কর্কট রাশি
আজ কোনও গুণী মানুষের সান্নিধ্য লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতকরা। আরও ভালো আয়ের নতুন কোনও চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা আজ দারুণ ভালো চলবে। আপনার উদ্যম ও প্রচেষ্টা আজ সাফল্য পাবে। কর্কট রাশির জাতকদের আজ বড় অংকের আর্থিক প্রাপ্তি হতে চলেছে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের শরীরে আজ বিষের প্রকোপ হতে পারে। আজ কোনও বিষাক্ত জিনিস আপনি খেয়ে ফেলতে পারেন বা কোনও বিষাক্ত প্রাণী আপনাকে কামড়াতে পারে। ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা উপকার পাবেন। কোনও মহিলা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। অনাবশ্যক মন্তব্য করবেন না।
কন্যা রাশি
অপ্রত্যাশিত সূত্র থেকে আজ অর্থ লাভ হতে পারে কন্যা রাশির জাতকদের। পরিবারে কোনও শুভ ঘটনা ঘটতে পারে। আজ কোনও সুখবর আপনি পেতে চলেছেন। ব্যবসায়ীদের আজ আয় বৃদ্ধির যোগ রয়েছে। চাকরিজীবীরা আজ কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের সম্মুখীন হবেন। আপনি কাউকে অর্থ দান করতে পারেন বা কারোর উপকার করতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের দাম্পত্য সম্পর্ক আজ মধুর হবে। আজ অতিরিক্ত খরচ হওয়ার যোগ রয়েছে। কোনও গুরুজনের সঙ্গে আজ মতান্তর হতে পারে। সন্তানের অবাধ্যতা আপনার চিন্তার কারণ হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা আজ ভালো চলবে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে।
বৃশ্চিক রাশি
ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। আগের কোনও বকেয়া টাকা আজ আপনি হঠাৎ করে পেয়ে যেতে পারেন। অফিসে কর্মচারীরা আপনার বিরুদ্ধাচারণ করতে পারে। কোনও মহিলা দ্বারা শত্রুতার যোগ রয়েছে। নিজে বুদ্ধি খাটিয়ে আপনি আজ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।
ধনু রাশি
আজ কোনও নিকট আত্মীয়ের দ্বারা উপকার পেতে চলেছেন ধনু রাশির জাতকরা। প্রতিবেশী বা সহকর্মীর অসহযোগিতার মুখে আপনাকে পড়তে হবে। মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ নিয়ে সন্তুষ্ট নাও হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়েও আপনি উদ্বিগ্ন থাকবেন।
মকর রাশি
আজ নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। কোনও আত্মীয় আপনার বিরুদ্ধে শত্রুতা করবেন। আজ আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। কোনও রকম আইনি জটিলতা থেকে দূরে থাকুন। স্ত্রীর সঙ্গে মতপার্থক্য আসতে পারে মকর রাশির জাতকদের। বিবাহযোগ্যদের জন্য বিয়ের সম্বন্ধ আসতে পারে।
কুম্ভ রাশি
আজ হঠাৎ কোনও বাধার মুখে পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরা। পায়ে ও কোমরে আঘাত লাগার যোগ রয়েছে। নিজের পরিবার সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। অহেতুক নেতিবাচক চিন্তা আপনাকে উদ্বিগ্ন করবে। প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যাক্তিদের আজ লক্ষণীয় উন্নতির যোগ আছে।
মীন রাশি
মীন রাশির জাতকদের আজ ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। পারিবারিক সূত্র থেকে আজ অর্থ-সম্পদ লাভ হতে পারে। অপ্রয়োজনে অর্থব্যয় হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে। চাকরিপ্রার্থীরা আজ চাকরি পেতে পারেন। আজ কোনও আইনি জটিলতার মধ্যে না পড়াই ভালো। প্রতিবেশী বা ভাইয়ের দ্বারা আজ কোনও উপকার পাবেন।