চাঁদ আজ সারাদিন কর্কট রাশিতে গোচর করবে। সূর্য আজই মকর রাশিতে প্রবেশ করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা প্রতিপদ তিথি। আজ রাত ৩টে ২১ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে। বৈদিক পঞ্জিকা অনুসারে মঙ্গলবার থেকে শুরু হল মাঘ মাস। এই তিথিতে বিষকুম্ভ যোগ ও প্রীতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত থাকবে পুনর্বাসু নক্ষত্র। তারপর থাকবে পুষ্য নক্ষত্র। আজ সকাল ৭টা ১০ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৮ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ কর্মক্ষেত্রে অত্যাধিক কাজের চাপ থাকবে মেষ রাশির জাতকদের। নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক ও বৈদেশিক বাণিজ্যে বিশেষ সাফল্য আসবে। ব্যবসাতেও সাফল্য পাবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। খরচ বাড়তে পারে।
বৃষ রাশি
পুরোনো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা, নৈপুণ্যতা প্রশংসা পাবে। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। আপনি কর্মক্ষেত্রে কোনও নির্ভরযোগ্য স্থানে স্থানান্তরিত হবেন। সাংসারিক সমস্যায় বৃষ রাশির জাতকদের আজ মন খারাপ হতে পারে।
মিথুন রাশি
আজ মিথুন রাশির জাতকদের আর্থিক চিন্তা কম থাকবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। পারিবারিক সূত্রে অর্থ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। তবে ব্যবসায়ীরা আজ ঝুঁকির কাজ এড়িয়ে চলুন। জ্বর ও সর্দি-কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন।
কর্কট রাশি
আজ সামাজিক পরিচিতি বাড়বে কর্কট রাশির জাতকদের। জীবনে আজ নতুন কেউ আসতে চলেছে। ব্যবসায় লাভ মধ্যম হবে। আয় বাড়ার পাশাপাশি অহেতুক খরচ বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিবেচনা করে নিন।
সিংহ রাশি
আজ আত্মসম্মান নিয়ে কিছুটা স্পর্শকাতর হয়ে পড়বেন সিংহ রাশির জাতকরা। আপনার স্পষ্টকথার কারণে শত্রুতা বৃদ্ধি পাবে। সাংসারিক কোনও বিষয়ে উৎকণ্ঠা বাড়বে। পারিবারিক তিক্ত সম্পর্কের অবসান হবে। আগের থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
কন্যা রাশি
প্রতিকূল পরিস্থিতি থাকলেও আপনি তা অতিক্রম করবেন। আজ সোনা-রুপোর মতো কোনও দামী বস্তু উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা আজ সারাদিন ভালোই থাকবে। শেয়ার মার্কেটে লগ্নি আজ আপনার জন্য লাভজনক হবে।
তুলা রাশি
ব্যবসায় খরচ বাড়ার কারণে আপনার মন খারাপ হতে পারে। স্বাস্থ্যের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। অন্যের কাজের দায় আজ আপনার কাঁধে আসবে। যাঁদের ট্রান্সফারের চাকরি তাঁদের উপযুক্ত স্থানে পোস্টিং হতে পারে। প্রতিবেশীর কারণে জীবনে সমস্যা আসতে পারে।
বৃশ্চিক রাশি
ব্যবসায় আজ উপার্জন ভালো হবে। পুরোনো বন্ধুদের দ্বারা আপনি লাভবান হতে পারেন। পরিবারের কোনও ব্যক্তির স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য মিটে যাবে। অনিশ্চিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতা আসবে। গুপ্ত শত্রুরা বিড়ম্বনায় ফেলতে পারে।
ধনু রাশি
নিজের কর্মদক্ষতাকে ধরে রাখতে আপনি প্রচুর চেষ্টা করবেন। ব্যবসায়িক কোনও গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করা থেকে আজ বিরত থাকুন। অযোগ্য ব্যক্তিকে বিশ্বাস করলে প্রতারিত হতে পারেন। সহকর্মীরা আপনাকে এবং আপনার কর্মের প্রতি ঈর্ষা করবে। কান ও দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন।
মকর রাশি
একাধিক কাজের চাপে আজ আপনি কিছুটা বিহ্বল থাকবেন। মকর রাশির জাতকদের জীবনে দাম্পত্য বা ঘর-বাড়ি সংক্রান্ত সমস্যা হতে পারে। প্রোমোটিং, রিয়েল এস্টেট, লোহার ব্যবসা লাভজনক হবে না। প্রেমে সমস্যা দেখা দিতে পারে। কর্মপ্রার্থীদের কাছে নতুন কাজের সুযোগ আসতে পারে।
কুম্ভ রাশি
মূল্যবান কোনও বস্তু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। ব্যবসায় আয় ভালোই থাকবে। অফিসে অধস্থন কর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বাচিক শিল্পী ও গায়ক গায়িকারা বিশেষ সুবিধা পাবেন। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে আইনি সমস্যা তৈরি হলে চেষ্টা করুন আলোচনার মাধ্যমে সমাধান করতে।
মীন রাশি
আজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন মীন রাশির জাতকরা। অংশীদারির ব্যবসায় বিপদের আশঙ্কা রয়েছে। কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যাঁরা যুক্ত আজ তাঁদের ব্যবসা লাভজনক হবে। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিশেষ লাভবান হবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনার গুরুত্ব বাড়বে।