Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মাঘের শুরুতে কী আছে কোন রাশির ভাগ্যে?

মাঘের শুরুতে কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2025-01-15 08:37 AM

Share on:

চাঁদ আজ সারাদিন কর্কট রাশিতে গোচর করবে। সূর্য গতকালই মকর রাশিতে প্রবেশ করেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ রাত ৩টে ২৩ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকবে। পঞ্জিকা অনুসারে বুধবার থেকে শুরু হল মাঘ মাস। এই তিথিতে প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে পুষ্য নক্ষত্র। তারপর থাকবে অশ্লেষা নক্ষত্র। আজ সকাল ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ১৩ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল গণেশের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

বন্ধুদের সান্নিধ্য আজ আপনি উপভোগ করবেন। আপনার ধৈর্য্য ক্ষমতা কর্মস্থানে সঠিক জায়গায় আপনাকে নিয়ে যাবে। আজ বাসস্থান পরিবর্তনের যোগ থাকছে। নিজের অস্থিরতাকে নিয়ন্ত্রণে রাখুন। যৌথ উদ্যোগ, অংশীদারির ব্যবসা ও ডিলারশিপ জাতীয় কাজে আজ লাভবান হবেন।

বৃষ রাশি

আত্মীয়দের সঙ্গে আজ সমস্যা হতে পারে। নিজের বুদ্ধির দোষে আজ আপনি নিজের ক্ষতি করতে পারেন। আজ দেশি বা বিদেশি কোনও প্রজেক্ট-এর সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের পদ্ধতি আরও নিপুণ হবে। কেরিয়ারে অন্যের ঈর্ষা বা প্রতারণা থেকে সাবধান থাকুন।

মিথুন রাশি

আজ তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। নিজের কাজে মনোনিবেশ করলে আপনার কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে। সম্পর্কে গা ভাসিয়ে বেসামাল হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য ধরুন, ব্যবসায় আপনার উদ্যম ব্যর্থ হবে না। প্রত্যাশিত কিছু লাভ হতে পারে মিথুন রাশির জাতকদের।

কর্কট রাশি

ছাত্রছাত্রীদের চঞ্চলতা বৃদ্ধি পাবে। আপনার বিশ্বস্ততা ও নৈতিকতার জন্য আপনি উচ্চ পদাধিকারীর থেকে সম্মান পাবেন। স্বাস্থ্য নিয়ে নানা সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে। আজ আপনার উপার্জন ভালো হবে। আর্থিক সমস্যাগুলোর সমাধান বের করতে পারবেন। বন্ধুদের থেকে উপকার পাবেন।

সিংহ রাশি

আজ অপ্রয়োজনীয় ক্ষেত্রে অত্যধিক ব্যয় হতে পারে সিংহ রাশির জাতকদের। যে কোনও সিদ্ধান্ত দূরদৃষ্টি সহকারে নেওয়া উচিত। না হলে বিপাকে পড়তে পারেন। পারিবারিক সমস্যা মেটানোর জন্য আজ আপনার ডাক পড়তে পারে। অর্থ উপার্জন ঊর্ধ্বগামী হবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ হতে পারে।

কন্যা রাশি

চাকরিতে আজ পরিশ্রম আর উৎকণ্ঠা বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতকদের। কোনও কাজেই আজ আপনার আত্মতৃপ্তি আসবে না। প্রেম ভালোবাসায় হতাশ হতে পারেন। অকস্মাৎ কোনও ঘটনায় অহেতুক বিভ্রান্ত হবেন না। ঋণ দেওয়া ও নেওয়া থেকে দূরে থাকুন।

তুলা রাশি

ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার করুন তুলা রাশির জাতকরা। এর ফলে ভবিষ্যতে আপনার আয় বৃদ্ধি পাবে। অনেক কাজের মধ্যে আজ আপনাকে উপযুক্ত কাজটিকে বেছে নিতে হবে। লিভারের অসুখে কষ্ট পেতে পারেন। ছাত্রছাত্রীরা গুরুজনের অবাধ্য হবে। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির থেকে উপকার পাবেন।

বৃশ্চিক রাশি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। অনিশ্চিত ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে প্রতারিত হতে পারেন। কোনও নিকট বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। দাম্পত্য মধুর হবে, অবিবাহিতদের বিয়ের কথা এগোবে। হিসাবশাস্ত্র ও কলাবিদ্যার ছাত্রছাত্রীদের জন্য আজ শুভ দিন।

ধনু রাশি

আজ দুধ, মাছ, তরলজাত দ্রব্যের ব্যবসায় ক্ষতি হতে পারে। প্রতিবেশী আপনার ক্ষতির চেষ্টা করবে। পর্যটন, মেরামতি ওষুধ, কয়লার ব্যবসা আজ লাভজনক হবে। রক্তপাত হতে পারে। দাঁত, গলা ও কানের সমস্যায় কষ্ট পেতে পারেন। সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন।

মকর রাশি

আজ ব্যবসা লাভজনক হবে মকর রাশির জাতকদের জন্য। পা, কোমর, হাঁটু ও জননেন্দ্রিয়র অসুখে কষ্ট পেতে পারেন। নিজের কাজের ওপর আস্থা রাখুন। অনিয়মিত গুরুপাক আহারের ফলে হজমের সমস্যা হতে পারে। সামান্য ভুল বোঝাবুঝি দাম্পত্যে বড় অশান্তির কারণ হতে পারে।

কুম্ভ রাশি

আজ প্রচুর পরিশ্রম করতে হবে কুম্ভ রাশির জাতকদের। অফিসে কোনও গোলযোগের কারণে আপনি বিব্রত হবেন। ঋণ বা আর্থিক কোনও সমস্যায় আজ জড়িয়ে পড়তে হতে পারে আপনাকে। ব্যবসা আজ খুব একটা ভালো চলবে না। আজ আপনি একা নিজের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় ব্যক্তিদের জীবন থেকে সরিয়ে দিন।

মীন রাশি

আজ নতুন করে কোনও কাজের উদ্যোগ নিতে পারেন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। কোনও গোপন তথ্য আজ আপনার হাতে আসবে। ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় লাভবান হবেন। বয়স্ক ব্যক্তিরা দীর্ঘমেয়াদি রোগভোগ থেকে মুক্ত হতে পারেন। দীর্ঘদিনের অনাদায়ী অর্থ আজ আপনি পেতে পারেন।

TOP RELATED