Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

সৌভাগ্যের আলো পড়বে ৬ রাশিতে

সৌভাগ্যের আলো পড়বে ৬ রাশিতে

Published on: Published on 2024-12-15 08:37 AM

Share on:

চাঁদ আজ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করবে। সূর্য আজই বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ পূর্ণিমা তিথি। রবিবার দুপুর ২টো ৩১ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা প্রতিপদ তিথি। এই তিথিতে শুভ যোগ ও শুক্লা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ২টো ২০ মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরা নক্ষত্র, তারপর থাকবে আর্দ্রা নক্ষত্র। আজ সকাল ৭টা ৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

মেষ রাশির জাতকদের আজ সম্পত্তি বিক্রির ভালো যোগ আছে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। আজ অর্থ সঞ্চয়ের যোগ প্রবল। নতুন কোনও কর্মসংস্থানের সুযোগ হতে পারে। ধার দেওয়া থেকে আজ বিরত থাকুন। আপনি নিজের সুন্দর কথা দিয়ে আজ কোনও জটিল সমস্যার সমাধান করতে পারবেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সংসারের অনেক দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে এবং তা আপনি ভালো ভাবে পালন করবেন। সব বিষয়ে অতি সংবেদনশীল না হওয়া উচিত হবে। ব্যবসাতে প্রচুর লাভের যোগ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ কোনও সুখবর পেতে পারেন।

মিথুন রাশি

শরীর-স্বাস্থ্য নিয়ে আজ ছোটখাটো সমস্যায় ভুগতে পারেন। জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। কোনও কাজ করেই আজ আপনি আত্মতৃপ্তি পাবেন না। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। অপ্রাসঙ্গিক কোনও বিষয়ে মন্তব্য না করাই আজ ভালো হবে।

কর্কট রাশি

আজ প্রচুর অর্থ রোজগার হতে পারে কর্কট রাশির জাতকদের। আজ আপনার আয় স্থান খুবই শুভ। দীর্ঘদিনের অপ্রাপ্য কোনও জিনিস আজ আপনি পেয়ে যাবেন। গাড়ি কেনার যোগ রয়েছে আজ। প্রতিবেশীর সঙ্গে সমস্যায় আপনি বিব্রত হতে পারেন। আপনার আধ্যাত্মিক চিন্তার প্রকাশ ঘটবে।

সিংহ রাশি

নাক গলা ও দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন সিংহ রাশির জাতকরা। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলার সময় সঠিক ভাবে কথা বলুন। না হলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ঠিক হলেও যে কোনও রকম প্রতিবাদ আজ এড়িয়ে যান। ব্যবসায়িক কারণে কাউকে ধার দিয়ে থাকলে তাঁরা আজ অনাদায়ী ঋণের টাকা ফেরত পেয়ে যাবেন।

কন্যা রাশি

গুপ্ত শত্রুর বিষয়ে আজ সচেতন থাকুন কন্যা রাশির জাতকরা। চর্মরোগ ও হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। আজ কোনও অলৌকিক সাহায্য পেয়ে আপনার ভাগ্যোন্নতি হতে পারে। ব্যবসাক্ষেত্রে লাভের ইঙ্গিত থাকছে। চাকরিজীবীদের কর্মস্থলে পরিশ্রম বাড়বে।

তুলা রাশি

ব্যবসা সম্প্রসারের নতুন সুযোগ আজ আসতে পারে তুলা রাশির জাতকদের সামনে। চাকরিজীবীদের কর্ম পরিবর্তনের যোগ থাকছে। উপার্জন বাড়বে, ফলে আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন। আজ অপ্রয়োজনীয় কিছু ক্ষেত্রে আপনার ব্যয় হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হবে। কোনও রকম ব্যবসায়িক সাফল্য আপনাকে আনন্দ দেবে। আজ হঠাৎ করে অপ্রত্যাশিত সূত্র থেকে আপনার অর্থ লাভ হতে পারে। পুরনো কোনও পরিচিত ব্যক্তি বা বন্ধুর সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে। অফিসের কোনও সহকর্মীর আচরণে আজ আপনি বিরক্ত হবেন।

ধনু রাশি

শত্রুরা আজ চেষ্টা করেও আপনার বিরুদ্ধাচরণ করতে পারবে না। নতুন কোনও কাজের সন্ধান আপনি পেতে পারেন। দীর্ঘদিনের রোগভোগ থেকে মুক্ত হতে পারেন ধনু রাশির জাতকরা। আইনি সমস্যা থেকে দূরে থাকুন। জমি, বাড়ি বা গাড়ি কেনার সুযোগ থাকলেও আজ না করাই ভালো।

মকর রাশি

দাম্পত্য সমস্যা আসতে পারে মকর রাশির জাতকদের জীবনে। সন্তানের উন্নতি আজ আপনাকে মানসিক প্রশান্তি দেবে। কোনও ভাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে বিরোধ বাধতে পারে। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে যান। অযথা ব্যয়বৃদ্ধি হতে পারে। ছোটখাটো ভ্রমণ আজ হতে পারে।

কুম্ভ রাশি

চাকরিজীবীদের আয় বৃদ্ধির যোগ থাকছে। আপনার একাকীত্ব আজ মানসিক অবসাদ নিয়ে আসতে পারে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে আজ অর্থের অপচয় হতে পারে। পায়ে ও কোমরে আঘাত লাগার যোগ রয়েছে। অবিবাহিতদের বিবাহের কথা এগোতে পারে। মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে যা আপনাকে শান্তি দেবে।

মীন রাশি

ভাই-বোনের সঙ্গে আজ সম্পর্কের উন্নতি হবে। দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ আপনি সাফল্য পাবেন। কমিশন ভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা আছে লাভবান হবেন। ত্বকের সমস্যায় কষ্ট পেতে পারেন। অত্যন্ত কাছের ব্যক্তির কোন অবৈধ গুপ্ত তথ্য আপনার কাছে প্রকাশ পাবে। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচ বাড়তে পারে।

TOP RELATED