Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আজ বৃশ্চিক সংক্রান্তিতে সর্বার্থ সিদ্ধি যোগ

আজ বৃশ্চিক সংক্রান্তিতে সর্বার্থ সিদ্ধি যোগ

Published on: Published on 2024-11-16 08:36 AM

Share on:

চাঁদ আজ সারাদিন বৃষ রাশিতে বিরাজ করবে। আজই সূর্য তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা প্রতিপদ তিথি। এই দিনটি বৃশ্চিক সংক্রান্তি হিসেবে পালিত হচ্ছে। আজ রাত ১১টা ৫০ মিনিটের পর কৃষ্ণা প্রতিপদ ছেড়ে দ্বিতীয়া তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে পরিঘা যোগ ও শিব যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সন্ধে ৭টা ২৮ মিনিট পর্যন্ত থাকবে কৃত্তিকা নক্ষত্র, তারপর থাকবে রোহিনী নক্ষত্র। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল কর্মফলের দেবতা শনির প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ আপনি নিজের পরিকল্পনামতো সব কাজ সম্পূর্ণ করতে পারবেন। এর ফলে মনে আনন্দ থাকবে। নিজের কোনও বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। আর্থিক ভাবেই লাভবান হবেন এই রাশির জাতকরা। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বাড়িতে কোনও অতিথি আগমনের কারণে অতিরিক্ত খরচ হতে পারে।

বৃষ রাশি

আজ অফিসে কোনও সিনিয়রের সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে। এর ফলে আপনার মনে টেনশন থাকবে। চেষ্টা করুন নিজের কথায় মিষ্টতা বজায় রাখতে। আজ আপনার কোনও প্রিয় জিনিস কিনতে পারেন। দাম্পত্য জীবনে একটু অশান্তি হতে পারে। সন্ধেবেলা বাবা-মায়ের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

মিথুন রাশি

জীবনসঙ্গীর সঙ্গে সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কোনও জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তবে সন্তানের সম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেবেন না। আজ কোনও বিষয় নিয়ে আপনার মনে ভয় থাকবে। এর ফলে কোনও কাজে আপনি ভয় দিতে পারবেন না। অতীতের কোনও কথা ভেবে আজ আপনার মনে দুঃখ থাকবে। তবে অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে চলুন।

কর্কট রাশি

কোনও কাজ করার জন্য মনস্থির করে ফেললে, সেই কাজে পুরো জান-প্রাণ লাগিয়ে দিন। তাহলে সাফল্য নিশ্চিত ভাবে লাভ করবেন। আজ আপনি কর্মক্ষেত্রে সবার প্রশংসা পাবেন। এর ফলে মানসিক শান্তি পাবেন কর্কট রাশির জাতকরা। তবে অতিরিক্ত পরিশ্রম করায় দিনের শেষ ক্লান্তি বোধ করবেন। নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন।

সিংহ রাশি

অফিসে আজ প্রোমোশন পেতে পারেন সিংহ রাশির জাতকরা। বেতন বৃদ্ধিও হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। কোনও সামাজিক বা ধর্মীয় কাজে আপনি সক্রিয় ভাবে অংশ নেবেন। এই খাতে কিছু টাকা খরচ করবেন আপনি। কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সন্ধেবেলা পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

কন্যা রাশি

কোনও সম্পত্তি কেনা বা বিক্রি করার বিষয় মনস্থির করে ফেললে আজ তা করে ফেলুন। আজ আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। আজ পরিবারে কোনও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। সমাজে আজ আপনার মান-সম্মান বাড়বে। এর ফলে মনেও খুশি থাকবে কন্যা রাশির জাতকদের। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে।

তুলা রাশি

আজ জীবনসঙ্গীর থেকে পূর্ণ সহযোগিতা পাবেন তুলা রাশির জাতকরা। আজ সন্তানের থেকে মন ভালো করা খবর পেতে পারেন। সন্ধেবেলা কোথাও বেড়াতে যেতে পারেন। তবে বেড়াতে দিয়ে আপনার কোনও দামি জিনিস হারিয়ে যেতে পারে। আজ পরিবারের থেকে কোনও সারপ্রাইজ গিফট পেতে পারেন। এর ফলে মনে আনন্দ থাকবে।

বৃশ্চিক রাশি

আজ অন্যকে সাহায্য করে অনেকটা সময় কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। অন্যকে সাহায্য করতে গিয়ে অনেক টাকাও খরচ করে ফেলবেন আপনি। অতিরিক্ত পরিশ্রম করায় ক্লান্ত হয়ে পড়বেন। অফিসে আপনি প্রোমোশন পেতে পারেন। কিন্তু আপনার উন্নতি দেখে সহকর্মীরা হিংসে করবেন। এই কারণে তারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে।

ধনু রাশি

আজ ধনু রাশির জাতকদের আশপাশের পরিবেশ নেগেটিভ থাকবে। আজ কোনও কাজে আপনাকে অন্যের থেকে সাহায্য চাইতে হবে। অফিসে ম্যানেজমেন্টের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে আজ সম্পদ বৃদ্ধির যোগ আছে। রাত্রিবেলা পরিবারের সঙ্গে বিনোদনমূলক কাজে সময় কাটাবেন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।

মকর রাশি

ব্যবসায় কোনও নতুন চুক্তি আজ চূড়ান্ত করতে পারেন মকর রাশির জাতকরা। আজ আপনার জীবনসঙ্গী ও সন্তান অসুস্থ হয়ে পড়তে পারেন। এই কারণে আপনি অশান্তিতে থাকবেন। অতিরিক্ত টাকা আজ খরচ হতে পারে। কর্মসূত্রে কোথাও ভ্রমণ করতে হলে আগে নিজের মন শান্ত করুন। মনের উপর স্ট্রেস বাড়লে কোনও কাজই ঠিকমতো করতে পারবেন না।

কুম্ভ রাশি

ব্যবসায় আজ বড় সাফল্য পাওয়ার যোগ আছে কুম্ভ রাশির জাতকদের। এই সাফল্য পেতে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। আজ বড় অংকের টাকা আপনার হাতে আসতে পারে। এর ফলে আর্থিক পরিস্থিতি দারুণ মজবুত হবে আপনার। পরিবারের মধ্যে কোনও বিষয়ে ঝামেলা হলে কথা বলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সন্ধেবেলা কোনও সুখবর পাবেন।

মীন রাশি

ব্যবসায়ীরা আজ বড় সাফল্য লাভ করতে পারেন। এর ফলে নিজের আর্থিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চিন্ত হবেন। ছাত্রছাত্রীরা কোনও পরীক্ষা দিয়ে থাকলে আজ তাতে ভালো ফল করতে পারেন। যাঁরা চাকরির সন্ধানে আছেন তাঁরা আজ সুখবর পেতে পারেন। আজ আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। অফিসে আপনার দেওয়ার আইডিয়া সবার প্রশংসা পাবে।

TOP RELATED