Last Update
শিব-শনির কৃপা ঝরে পড়বে ৬ রাশির ওপর
চন্দ্র আজ ধনু রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে মকর রাশিতে প্রবেশ করবে। আজ শনি প্রদোষ ব্রতর দিনে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ ও পূর্বাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগ রয়েছে। শনি প্রদোষ ব্রতর দিনে শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশির লাভ হবে। পারিবারিক জীবনে সমস্যার সমাধান হবে। আজ কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, কাদের সতর্ক থাকতে হবে জেনে নেওয়া যাক।
মেষ রাশির জাতকদের মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, সতর্ক থাকুন। সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমন হতে পারে। পরিবারের সমস্ত সদস্যরা ব্যস্ত থাকবেন। যাত্রার বিষয় ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, কারণ কষ্ট হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের সমাধান এবং সম্পর্ক উন্নত হবে। নতুন কাজ স্থগিত করার বিষয় আলোচনা করতে পারেন।
ভাগ্য ৯৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।
বৃষ রাশির জাতকদের প্রেম জাীবন আনন্দে কাটবে। পরিবারের কিছু সদস্যের সমস্যায় জড়াতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। ভাইদের সঙ্গে পারিবারিক ব্যবসা বৃদ্ধির বিষয় আলোচনা হতে পারে। যাত্রায় যাওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন, তা না-হলে ভোগান্তি বাড়বে। বাড়ির দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে।
৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন।
মিথুন রাশির জাতকরা বন্ধুদের সঙ্গে সুখে সময় কাটাবেন। পরিবারের বাচ্চাদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ পুনরায় মাথা চাড়া দিতে পারে। বাণী নিয়ন্ত্রণে রাখুন। পুরনো লগ্নির দ্বারা লাভান্বিত হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে।
ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণের পুজো করুন।
আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। পার্বতীর পুজো করুন।
ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।
তুলা রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে, পাশাপাশি সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। বন্ধু সংখ্যা বাড়তে পারে। নতুন শত্রু উৎপন্ন হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত বাধা সমাপ্ত হবে। অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিবাদে জড়িয়ে থাকলে পরিস্থিতি আপনার পক্ষে হতে চলেছে। সন্তানের বিয়ে পাকা করতে পারেন।
ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণদের দান করুন।
বৃশ্চিক রাশির জাতকদের কথায় পরিবারের সদস্যরা প্রভাবিত হবেন। পারিবারিক ব্যবসা বৃদ্ধির জন্য বাবার পরামর্শ নিতে পারেন। তাঁদের পরামর্শ ব্যবসার জন্য কার্যকর প্রমাণিত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। শ্বশুরবাড়ির সদস্যদের ভেবেচিন্তে আর্থিক সাহায্য করুন, কারণ সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বাইরে কোথাও নৈশভোজে যেতে পারেন।
আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের খাবার খাওয়ান।
ধনু রাশির জাতকরা সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চললে তা এবার সমাপ্ত হবে। মা-বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। লগ্নির জন্য আজকের দিনটি ভালো। সন্ধ্যাবেলা ধর্মীয় কাজে সময় কাটাবেন। অসুস্থ থাকলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। চন্দনের তিলক লাগান।
মকর রাশির চাকরিজীবী জাতকদের ওপর অফিসে অতিরিক্ত কাজের চাপ এসে পড়তে পারে। এর ফলে পরিবারের জন্য সময় বের করতে পারবেন না এবং পরিবারের সদস্যরাও রেগে যাবেন। অবিবাহিত জাতকরা বিয়ের উত্তম প্রস্তাব পাবেন। ছাত্রছাত্রীরা নতুন কোর্সে ভরতি হতে পারেন। বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন।
ভাগ্য আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সাদা রেশমি বস্ত্র দান করুন।
কুম্ভ রাশির জাতকরা পুরনো ও আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য সকাল থেকে প্রস্তুত থাকবেন। নতুন প্রকল্পে কাজ করার কথা চিন্তাভাবনা করলে তা সম্পন্ন হবে। শ্বশুরবাড়ির তরফে ধনলাভ সম্ভব। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। পরিজনদের প্রয়োজনীয়তা পূরণের চেষ্টা করবেন।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।
মীন রাশির জাতকদের সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়ীরা কারও কথায় কান দেবেন না। তা না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে। পারিবারিক বিবাদ মাথাচাড়া দিতে পারে। এর ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এই রাশির জাতকদের। জীবনসঙ্গীর জন্য উপহার ক্রয় করতে পারেন।
আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
TOP RELATED