চাঁদ আজ সারাদিন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে বিরাজ করবে। সূর্য সবে তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ রাত ৯টা ৬ মিনিটের পর কৃষ্ণা দ্বিতীয়া ছেড়ে তৃতীয়া তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে দ্বিপুষ্কর যোগ ও শিব যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বিকেল ৫টা ২২ মিনিট পর্যন্ত থাকবে রোহিনী নক্ষত্র, তারপর থাকবে মৃগশিরা নক্ষত্র। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে। তবে অফিসে কাজের চাপ বাড়বে। রবিবার ছুটির দিনেও অফিস যেতে হতে পারে। এই কারণে আপনার মনে ক্ষোভ থাকবে। আর্থিক অবস্থা ভালো হবে। কোনও বিশেষ জিনিস কেনার ইচ্ছে থাকলে এই সময় তা কিনতে পারেন। কিন্তু শো-অফ করতে গিয়ে বাজেটের বাইরে গিয়ে খরচ করবেন না।
বৃষ রাশি
আজ আপনার নানা দিক থেকে খরচ বাড়বে। হাতে আচমকা কিছু অতিরিক্ত টাকা আসতে পারে। সেই আনন্দে মনের সুখে খরচ করতে থাকবেন আপনি। এর ফলে দিনের শেষে টাকার টানাটানি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন না। আজ বেশ কিছু কেনাকাটা করতে পারেন। পরিবারে আত্মীয় আসায় সারাদিন হইহই করে কেটে যাবে।
মিথুন রাশি
আজ সবার সঙ্গে রূঢ় ব্যবহার করবেন মিথুন রাশির জাতকরা। এই কারণ ঘরে ও বাইরে অনেকেই আপনার ওপর বিরক্ত হবেন। নিজের জেদের কারণে হাতে আসা সুযোগ হারাতে পারেন আপনি। নিজের উদ্ধত মনোভাবের কারণে পরিবারের সদস্যদের সমস্যায় ফেলতে পারেন। সংসারের পরিবেশ খুব একটা সুখের থাকবে না।
কর্কট রাশি
আজ না চাইতেও ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে কর্কট রাশির জাতকদের। আজ কেউ আপনার সমালোচনা করতে পারে। নিজের ব্যবহারে ভদ্রতা বজায় রাখুন। না হলে উন্নতির সুযোগ ফসকে যেতে পারে। আর্থিক ভাবে আজকের দিন গড়পরতা ভাবেই কাটবে। খরচে রাশ টানতে না পারলে বাজেট ঘেঁটে যেতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর পেতে পারেন।
সিংহ রাশি
আজ সুখ শান্তির পরিবেশ ঘিরে থাকবে সিংহ রাশির জাতকদের। তবে দিনের শুরুতে আলস্যের কারণে দরকারি কাজে দেরি করে ফেলতে পারেন। দিনের মাঝামাঝি আর্থিক লাভ হতে পারে। তবে ব্যবসা ভালো না চলায় কাঙ্খিত লাভ পাবেন না। অফিসে আপনি খোলা মনে কাজ করতে পারবেন। সন্ধেবেলা কোথাও বেড়াতে যেতে পারেন
কন্যা রাশি
রবিবার মনে শান্তি ও সন্তুষ্টি থাকবে কন্যা রাশির জাতকদের। তবে আপনার গা ছাড়া মনোভাবের কারণে পরিবারের কারোর থেকে কটূ কথা শুনতে হতে পারে। নিজের কেরিয়ারের বিষয়ে আরও একটু সচেতন হওয়া জরুরি। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। টাকা রোজগারের জন্য বেশি পরিশ্রম করতে হবে। সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।
তুলা রাশি
আজ কল্পনার দুনিয়ার বুঁদ হয়ে থাকবেন তুলা রাশির জাতকরা। আজ আপনি নিজের বড় বড় কল্পনাকে কাজে পরিণত করার সুযোগ পাবেন। তবে ব্যবসার কাজে দেরি করে পৌঁছলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজ আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ আছে। নিজের প্রতিযোগীদের থেকে বেশি অর্থ উপার্জন করতে পারবেন। সংসারের পরিবেশ খুব একটা ভালো থাকবে না।
বৃশ্চিক রাশি
আজকের দিনটি মোটেও ভালো কাটবে না বৃশ্চিক রাশির জাতকদের জন্য। আজ আপনি যে কাজ করবেন বলে ঠিক করবেন, তাতেই বাধার মুখে পড়বেন। ব্যবসায় ছোট ভুল আপনার বড় ক্ষতির কারণ হতে পারে। পুরনো কাজ থেকে কিছুটা লাভ ওঠাতে পারবেন। আজ নতুন কোনও কাজে হাত না দেওয়াই ভালো।
ধনু রাশি
আজ সাংসারিক কাজকর্মে সারাদিন ব্যস্ত থাকবেন ধনু রাশির জাতকরা। সকালে বাড়িতে অতিথি আসতে পারে। ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নিজের পেশার দিকে বেশি নজর দিতে পারবেন না। ফলে কিছুটা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। আয়ের থেকে ব্যয় বেশি হবে। তবে দিনের শেষে কোনও সুখবর পেতে পারেন।
মকর রাশি
আজ আত্মীয়-বন্ধুরা মিলে আপনার দিনটি সুন্দর করে তুলবে। তবে দিনের শুরুতে কিছুটা আলস্য গ্রাস করবে আপনাকে। তারপর যথেষ্ট এনার্জি নিয়েই সব কাজ শেষ করবেন আপনি। বিনোদনমূলক কাজে সারাদিন ঘুরে বেড়াতে হতে পারে। ব্যবসায়ীরা নিজেদের অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করবেন। চেষ্টা করেও অকারণ খরচে রাশ টানতে পারবেন না।
কুম্ভ রাশি
আজ সারাদিন নানা কাজে ব্যস্ত থাকবেন আপনি। তবে নিজের অপূর্ণ ইচ্ছে চেষ্টা করেও পূরণ করতে পারবেন না। সেই কারণে মনে হতাশা থাকবে। নিজের মন খুলে কথা বলুন। এর ফলে সবার সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আপনার প্রতি অন্যদের আস্থা বাড়বে। কিন্তু বোকার মতো কোনও সিদ্ধান্ত নেওয়ায় ঠকতে হতে পারে কুম্ভের জাতকদের।
মীন রাশি
আজকের দিনটি মোটেও সুখকর হবে না মীন রাশির জাতকদের জন্য়। স্বাস্থ্য নিয়ে আপনাকে আরও সতর্ক হতে হবে। কোনও কাজে অবহেলা করলে তা আপনার বড় ক্ষতি করে দিতে পারে। শরীর খারাপ থাকায় কোনও কাজে আপনি মন দিতে পারবেন না। পেটে ব্যথা, সর্দি, জ্বর হতে পারে। বিশ্রাম করুন, জোর করে কোনও কাজ করবেন না।