Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

জানুন কী আছে কোন রাশির ভাগ্যে

জানুন কী আছে কোন রাশির ভাগ্যে

Published on: Published on 2024-12-17 08:42 AM

Share on:

চাঁদ আজ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে গোচর করবে। সূর্য সবে ধনু রাশিতে প্রবেশ করেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা দ্বিতীয়া তিথি। মঙ্গলবার সকাল ১০টা ৫৬ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকবে। তারপর পড়বে কৃষ্ণা তৃতীয়া তিথি। এই তিথিতে ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১২টা ৪৪ মিনিট পর্যন্ত থাকবে পুর্নবাসু নক্ষত্র, তারপর থাকবে পুষ্য নক্ষত্র। আজ সকাল ৭টা ৮ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ পরের সমালোচনায় মুখর হবেন মেষ রাশির জাতকরা। গুপ্ত শত্রু বা অধীনস্থ কোনও ব্যক্তির শত্রুতায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাথা ও নার্ভ সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। আজ অর্থ ভাগ্য আপনার মিশ্র থাকবে। দূর দেশ ভ্রমণের যোগ আছে। নিজ বুদ্ধি ও কৌশল খাটিয়ে অর্থ উপার্জনে সক্ষম হবেন।

বৃষ রাশি

আজ বেশি তেল মশলা দেওয়া খাবার খাওয়ার ফলে হজমের গোলমাল হতে পারে। বৃষ রাশির জাতকদের আজ সম্পত্তি নিয়ে কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। সামান্য ভুল বোঝাবুঝিতে দাম্পত্যে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। মাতৃস্থানীয়া কোনও মহিলার শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে।

মিথুন রাশি

আজ আপনার পছন্দ মাফিক কোনও কাজ না হওয়ায় আপনি মনক্ষুন্ন হবেন। গ্যাস-অম্বল জনিত কারণে আজ কষ্ট পেতে পারেন। আপনি নিজের কাজ নিয়ে আস্থাশীল থাকবেন এবং আপনি নিজের কর্মদক্ষতা সবার সামনে প্রকাশ করতে পারবেন। আজ আপনার আত্মীয়রা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। অপ্রয়োজনীয় কিছু ব্যয় আজ করতে হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের আজ ভ্রমণের যোগ রয়েছে। পেটের রোগ কারণে কষ্ট পেতে পারেন। শৌখিন দ্রব্যের ব্যবসায় আজ লাভবান হবেন। প্রগতিশীল হলেও প্রাচীন রীতি আঁকড়ে থাকার কারণে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে। আজ আপনি নিজের প্রিয় বন্ধুদের সান্নিধ্য পাবেন এবং এই দিনটি খুব সুন্দর করে কাটাবেন।

সিংহ রাশি

আজ বন্ধু-বান্ধবের কারণে দাম্পত্যে অশান্তি হতে পারে। আজ সঞ্চিত অর্থ অযথা খরচ হতে পারে। সম্পত্তি বিক্রি সংক্রান্ত কোনও চরম সিদ্ধান্ত আজ নেবেন না। লোহা ও কাঠের ব্যবসায়ীরা আজ বিশেষ ভাবে লাভবান হবেন। নিকট আত্মীয়রা আজ শত্রুতা করতে পারে। অহেতুক কোনও কথা বলা থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পাবে।

কন্যা রাশি

প্লীহা, আমাশয় ও অম্ল রোগে আজ কষ্ট পেতে পারেন কন্যা রাশির জাতকরা। আজ ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। আজ সামান্য কোনও কারণে আপনি অতিরিক্ত চিন্তিত থাকবেন। বীমা বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। প্রতিবেশী বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির থেকে আজ উপকার পেতে পারেন।

তুলা রাশি

পা, কোমর বা হাঁটুর ব্যাথায় আজ কষ্ট পেতে পারেন। আজ অর্থ সঞ্চয়ের যোগ ভালো রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারে। কোনও মহিলার সাহায্যে আজ আপনার উন্নতি হতে পারে। হঠাৎ খরচ বাড়তে পারে। সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন। গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে আজ আপনার মতপার্থক্য হতে পারে।

বৃশ্চিক রাশি

আবেগ বা জৈবিক তাড়নায় আজ কোনও রকম ভুল সিদ্ধান্ত বা অবৈধ কাজে লিপ্ত হতে পারেন। অতিরিক্ত চিন্তায় আপনি আজ অস্থির থাকবেন। খাবার দাবার আর জামা কাপড়ের ব্যবসায়ীরা আজ বিশেষ লাভবান হবেন। সর্দি কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশির জাতকরা আজ কোনও নিকট বন্ধুকে কথার মাধ্যমে আঘাত দিতে পারেন।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। দূরবর্তী কোনও স্থানে যাওয়ার পরিকল্পনা আপনি করতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। পরিবারের কোনও ব্যক্তির উচ্ছৃঙ্খল জীবনযাপন আপনাকে বিব্রত করবে। সন্তানের উন্নতি আপনার আনন্দের কারণ হবে। ব্যবসাক্ষেত্রে আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেটা ভুল হতে পারে।

মকর রাশি

পিতৃস্থানীয় ব্যক্তির আচরণে আজ আপনি অসন্তুষ্ট হবেন। কানের ব্যাথায় আজ আপনি কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে উচিত এবং সোজাসাপটা কথা বলে লোকের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে হতে পারে মকর রাশির জাতকদের। আত্মীয়রা আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আচমকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।

কুম্ভ রাশি

আজ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করবেন কুম্ভ রাশির জাতকরা। আঘাত পেয়ে হাঁটুতে ও কোমরে ব্যথা লাগতে পারে। অপ্রয়োজনে অতিরিক্ত খরচ করতে হতে পারে। মাতৃস্থানীয় কোনও মহিলার সঙ্গে মতপার্থক্য এবং মনোমালিন্য হতে পারে। ওষুধ, হার্ডওয়্যার ও কয়লার ব্যবসা লাভজনক হবে। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিলে তা ভুল হতে পারেন।

মীন রাশি

পুরনো কোনও ভালো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। কোনও সামাজিক কাজের সঙ্গে আজ যুক্ত থাকতে পারেন। আপনি নিজের মেধার দ্বারা কর্মক্ষেত্রের জটিল সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসাক্ষেত্রে অনিশ্চিত বিনিয়োগ থেকে আজ বিরত থাকুন। গুরুজনস্থানীয় কোনও ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। আজ আপনার আয় ভালোই হবে।

TOP RELATED