চাঁদ আজ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এখন মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা পঞ্চমী তিথি। আজ সারা রাত পঞ্চমী তিথি থাকবে। আজ শোভন যোগ ও অতিগণ্ড যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ দুপুর ২টো ৫১ মিনিট পর্যন্ত থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তারপর থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ১৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। এই সব যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ পরিশ্রমের ফল পাবেন মেষ রাশির জাতকরা। কিন্তু এই সাফল্য সব সময় আপনার সঙ্গে থাকবে না। আজ ব্যক্তিগত জীবনে অনেক না জানা প্রশ্নের উত্তর পরিষ্কার হবে আপনার সামনে। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি কর্মক্ষেত্রেও দায়িত্ব বাড়বে। প্রেম জীবন ভালো কাটবে। খরচ বাড়বে।
বৃষ রাশি
আপনার অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক পরিকল্পনা আজ কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। কে আপনার প্রকৃত বন্ধু, কে আপনার প্রকৃত শত্রুর, তা আজ বুঝতে পারবেন আপনি। সংসারে নানা সমস্যা দেখা দেবে। মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা করুন। গলা ও দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন।
মিথুন রাশি
সবার সঙ্গে যোগাযোগ গড়ে তোলার বিষয়ে আজ দৃষ্টি দেওয়া প্রয়োজন মিথুন রাশির জাতকদের। খরচ কমাতে হবে, না হলে সমস্যায় পড়বেন। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন। আজ আপনার জীবনে নতুন কেউ আসতে পারে।
কর্কট রাশি
পরিবার ও আত্মীয়দের নিয়ে আজ চিন্তায় পড়তে হবে কর্কট রাশির জাতকদের। আজ আপনার অর্থ উপার্জন বাড়বে। আজ নিজের ভবিষ্যতের আর্থিক সুরক্ষার দিকে নজর দিন। আজ নতুন করে কিছু উদ্যোগ নিলে তা ফলপ্রসু হবে। ব্যবসায় একাগ্রতা ধরে রাখতে পারলে আপনি সঠিক জায়গায় পৌঁছবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আজ চিন্তা বাড়বে। আপনার নিজের উপর আস্থা রাখুন, ব্যবসায় মুনাফা বাড়াবে। আজ নিজের জমি সম্পত্তির দিকে সজাগ দৃষ্টি রাখুন। না হলে ক্ষতি হতে পারে। আজ নতুন কাজের চুক্তি করতে পারেন। নানা রকম খাওয়া দাওয়া করে আজ আপনার দিন কাটবে। আজ খরচ বাড়বে।
কন্যা রাশি
আজ নানা দিকে অতিরিক্ত খরচ হবে কন্যা রাশির জাতকদের। জীবনে অগ্রগতির জন্য নিজের পেশাগত জীবন নিয়ে আরও সতর্ক হতে হবে আপনাকে। নানা কাজে আজ আপনাকে ব্যস্ত থাকতে হবে। কর্মক্ষেত্রে জটিল প্রশ্নের জবাব এড়িয়ে চলুন। কোষ্ঠকাঠিন্য, গ্যাস-অম্বল, আমাশা সংক্রান্ত উদরপীড়ায় কষ্ট পেতে পারেন।
তুলা রাশি
গুরুজন স্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে তুলা রাশির জাতকদের। আজ কর্মক্ষেত্রে কোনও দক্ষ ব্যক্তির সঙ্গে আপনার যোগসূত্র গড়ে উঠবে। আজ লটারিতে অর্থপ্রাপ্তি হতে পারে। বহুজাতিক কোনও সংস্থা থেকে আজ কাজের প্রস্তাব পেতে পারেন।
বৃশ্চিক রাশি
আজ ধন সঞ্চয় বাড়বে বৃশ্চিক রাশির জাতকরা। অযথা বিবাদে আজ জড়াবেন না। নতুন কোনও কাজে হাত দিলে আজ বাধা পেতে পারেন। পুরোনো সেন্টিমেন্ট আঁকড়ে ধরে থাকলে আজ অবসাদে ভুগতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। রাগ সংবরণ করলে আপনার অনেক সমস্যা মিটে যাবে।
ধনু রাশি
ব্যবসায় মুনাফা পেতে দেরি হলেও নিরাশ হবেন না। আজ অন্যের সহায়তায় আপনি জটিল কাজ সমাধান করতে পারবেন। ধনু রাশির জাতকদের আজ শরীর খারাপ হতে পারে। অফিসের কোনও উচ্চপদে আপনি যুক্ত হতে পারেন। পর্যটনের ব্যবসা আজ লাভজনক হবে।
মকর রাশি
জীবনসঙ্গীর আচরণের আজ মন খারাপ হতে পারে মকর রাশির জাতকদের। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসা ভালো হবে, তবে আইনি জটিলতা আসতে পারে। আপনার বিচক্ষণতা পারিবারিক সমস্যার সমাধান করবে। কোমরে ও পায়ে আঘাত পাওয়ার যোগ থাকছে। চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে।
কুম্ভ রাশি
আজ সমাজের উচ্চস্তরের ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন হবে। অপ্রিয় সত্য কথা আজ বলবেন না। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। সহকর্মীর ব্যক্তিগত জীবনের অনেক তথ্য আজ আপনি জেনে যাবেন। কর্মক্ষেত্রে গুরু দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে
মীন রাশি
কোন কাজ আগে করবেন, কোন কাজ পরে করবেন, তা ঠিক করে নিন। আজ আপনার মনে নানারকম চিন্তাভাবনা এসে ভিড় করবে। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আজ আপনার যোগাযোগ হতে পারে। গোপন শত্রুর বিষয়ে আজ সচেতন থাকুন। কাঙ্খিত সঙ্গীর সঙ্গে আজ ভালো সময় কাটাবেন।