Last Update
আজ সম্মান, অর্থ বৃদ্ধি ৫ রাশির
চন্দ্র আজ মকর রাশিতে ভ্রমণ করবে। পাশাপাশি আজ সর্বার্থসিদ্ধি যোগ, সৌভাগ্য যোগ ও উত্তরাষাঢ় যোগের শুভ সংযোগ থাকবে। আজকের গ্রহনক্ষত্রের প্রভাবে বেশ কিছু রাশির জাতকরা কাজে সাফল্য লাভ করবেন। তাঁদের পরাক্রম বৃদ্ধি পাবে। আজকের দিনটি আপনার কেমন কাটবে, তা জেনে নেওয়া যাক।
মেষ রাশির জাতকরা বাবার আশীর্বাদে কোনও কাজ শুরু করলে সাফল্য ও লাভ অর্জন করতে পারবেন। ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন, সুসংবাদ পাবেন। ঝুঁকিপূর্ণ লগ্নির ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। উচ্চ সম্মানিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে, এর দ্বারা ভবিষ্যতে লাভ হবে। বিদেশি কাজে উন্নতি হবে। নতুন ব্যবসা সম্প্রসারণের জন্য লগ্নি করা শুভ। কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। জীবনসঙ্গীর ও সন্তানের সঙ্গে কোনও কারণে কথা কাটাকাটি হতে পারে। ব্যবসায়িক যাত্রা সফল হবে। ধর্মীয় কাজে সময় কাটাবেন।
ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সূর্যকে জলের অর্ঘ্য দিন।
বৃষ রাশির ব্যবসায়ী জাতকরা ভালো লাভ অর্জন করবেন। তবে স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, এর ফলে কোনও কাজে মনোনিবেশ করতে পারবেন না। প্রেম জীবনে নতুনত্ব ও মাধুর্য আসবে। ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বাধার মুখোমুখি হতে পারেন। পারিবারিক অবসাদ সমাপ্ত হবে। বাবার পরামর্শের প্রয়োজন পড়বে। পরাক্রম বাড়বে।
৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। পিঁপড়েকে আটা খাওয়ান।
ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। হলুদ কাপড়ে ছোলার ডাল ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে রেখে আসুন।
আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সকালবেলা সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।আজকের কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকরা লাভের নতুন সুযোগ পাবেন। পরিবারের সকল সদস্য আকাঙ্খা সহজে পূরণ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এর ফলে ভবিষ্যৎ চিন্তা কমবে। যোগ্য ব্যক্তির কাছ থেকে বিবাহ প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা সম্ভব। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে কোনও বিষয় আলোচনা করবেন।
আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সকালবেলা সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।
৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশ চালিসা পাঠ করুন।
ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান।
আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে গুড় খাওয়ান।
ধনু রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। পারিবারিক সুখ-শান্তির জন্য বাণী নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। দান-পুণ্য করার সুযোগ পাবেন, অদূর ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। প্রেম জীবনে মাধুর্য আসবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত সুসংবাদ পেতে পারেন।
ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। বিষ্ণু পুজো করুন।
ভাগ্য আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবাণ পাঠ করুন।
ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।
আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।
TOP RELATED