Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আজ দুর্দান্ত লাভ মেষ-মিথুনের

আজ দুর্দান্ত লাভ মেষ-মিথুনের

Published on: Published on 2024-11-18 08:34 AM

Share on:

চাঁদ আজ সারাদিন মিথুন রাশিতে অবস্থান করবে। সূর্য এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা তৃতীয়া তিথি। আজ সন্ধে ৬টা ৫৫ মিনিটের পর কৃষ্ণা তৃতীয়া ছেড়ে চতুর্থী তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ৩টে ৪৯ মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরা নক্ষত্র, তারপর থাকবে আর্দ্রা নক্ষত্র। আজ সকাল ৬টা ৪৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ সপ্তাহের প্রথম দিন নানা দিক থেকে খরচ বাড়বে মেষ রাশির জাতকদের। তবে একই সঙ্গে ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা আছে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। এর ফলে সারা দিন বেশ আনন্দে কাটবে। শ্বশুরবাড়ির দিক থেকে সাহায্য পাবেন। প্রেমের জন্য আজ আপনার শুভ দিন।

বৃষ রাশি

আজ নানা দিক থেকে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে সংসারে সুখের পরিবেশ থাকবে। গুরুত্বপূর্ণ কাজে ভাই বা বোনের সাহায্য পাবেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রিয় খাবার খাওয়ার সুযোগ পাবেন। ব্য়বসায় আজ লাভ বাড়তে পারে।

মিথুন রাশি

কেরিয়ার ও ব্যবসার দিক থেকে আজ লাভজনক দিন। হঠাৎই কিছু অতিরিক্ত টাকা আপনার হাতে আসতে পারে। অফিসে সিনিয়ররা কোনও অতিরিক্ত কাজের দায়িত্ব আপনাকে দিতে পারেন। ঘনিষ্ঠ আত্মীয়ের থেকে সাহায্য পেতে পারেন। দাম্পত্য জীবনে প্রেম ও সুখ বাড়বে। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে।

কর্কট রাশি

কোনও ধর্মীয় কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন কর্কট রাশির জাতকরা। বাড়িতে কোনও আত্মীয়ের বিয়ের কথা এগোতে পারে। পড়াশোনা ও অন্য প্রতিযোগিতায় সন্তান ভালো ফল করায় আপনার মনে আনন্দ থাকবে। আজ কোনও সুসংবাদ পেতে পারেন। সন্ধেবেলা প্রিয় মানুষের সঙ্গে রোম্যান্টিক সময় কাটাবেন।

সিংহ রাশি

আজ ভালো-মন্দয় মিশিয়ে দিন কাটবে সিংহ রাশির জাতকদের। বেশি তেল-মশলা দেওয়া খাবার আজ এড়িয়ে যান। না হলে পেটের গোলমাল হতে পারে। ব্যবসায় আটকে থাকা টাকা আজ ফিরে পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখতে যেতে পারেন। তবে ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।

কন্যা রাশি

আজ সপ্তাহের প্রথম দিন ভালো কাটবে কন্যা রাশির জাতকদের। পার্টনারের সঙ্গে মনে রাখার মতো সময় কাটাবেন আপনি। আজ আপনাদের দুজনের মধ্যে পারস্পরিক প্রেম আরও গাঢ় হবে। সন্ধেবেলা পরিবারের সদস্যদের কোনও বিষয়ে সারপ্রাইজ দিতে পারেন। বাড়ির কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বড়দের সঙ্গে আলোচনা করবেন।

তুলা রাশি

আজ গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবে মোটা টাকা লাভ করার সুযোগ পাবেন তুলা রাশির জাতকরা। অফিসে দরকারি কাজে সহকর্মীদের সমর্থন পাবেন। আজ কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কোনও পরিকল্পিত কাজে সাফল্য পেতে পারেন। পরিবারের কারোর বিয়ে ঠিক হতে পারে। সংসারে সুখের পরিবেশ থাকবে। শিক্ষাক্ষেত্রে ভালো ফল করবেন।

বৃশ্চিক রাশি

সোমবার সন্ধেবেলা প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন বৃশ্চিক রাশির জাতকরা। পার্টনারের সঙ্গে রোম্যান্টিক ডেটে যেতে পারেন। তবে কোনও বিষয় নিয়ে অতিরিক্ত শো অফ করবেন না। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা সবার প্রশংসা পাবে। আর্থিক সুখবর পেতে পারেন। তবে মামার বাড়ির দিকের কোনও আত্মীয় আজ আপনাকে ঠকাতে পারে।

ধনু রাশি

সর্বার্থ সিদ্ধি যোগের শুভ প্রভাবে বিলাসিতার মধ্যে দিয়ে দিনটা কাটাতে পারবেন ধনু রাশির জাতকরা। দাম্পত্য জীবন বেশ সুখে কাটবে আপনার। দরকারি বিষয়ে জীবনসঙ্গীকে নিজের পাশে পাবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আজ আপনার মায়ের শরীর খারাপ হতে পারে, তাঁর স্বাস্থ্যের যত্ন নিন।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য আজ লাভজনক দিন। মকর রাশির দ্বিতীয় ঘরে শনির উপস্থিতির কারণে আপনি সব কাজে সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের সাহায্যে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসায় আজ বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, না হলে পরে সমস্যা হতে পারে।

কুম্ভ রাশি

আজ প্রভাব প্রতিপত্তি বাড়বে কুম্ভ রাশির জাতকদের। কেরিয়ারেও আজ বিশেষ উন্নতি করার সুযোগ পাবেন। সম্পত্তিতে বিনিয়োগ করলে সেখান থেকে মোটা লাভ ওঠাতে পারবেন। সামাজিক কাজে যোগ দেওয়ায় প্রভাব প্রতিপত্তি বাড়বে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হতে পারে। আপনার কথার মাধুর্য সবাইকে আকৃষ্ট করবে।

মীন রাশি

ধর্মীয় কাজে অংশ নেওয়ায় আজ পরিচিতি বাড়বে মীন রাশির জাতকদের। ব্যবসা থেকে বড় মুনাফা পেতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সমর্থন আপনার সঙ্গে থাকবে। বাড়িতে বন্ধু বা আত্মীয়ের আগমন হতে পারে। সন্তানের কারণে মনে আনন্দ থাকবে। পরিবারে সারাদিন ব্যস্ততা থাকবে। বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন।

TOP RELATED