Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী আছে কোন রাশির ভাগ্যে?

কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2025-01-19 07:18 AM

Share on:

চাঁদ আজ সারাদিন কন্যা রাশিতে অবস্থান করবে। সূর্য এখন মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা পঞ্চমী তিথি। আজ সকাল ৭টা ৩০ মিনিটের পর ষষ্ঠী পরে যাচ্ছে। আজ অতিগণ্ড যোগ ও সুকর্ম যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। তারপর থাকবে হস্তা নক্ষত্র। আজ সকাল ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ১৬ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্যদেবের প্রিয় দিন। এই সব যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

কয়েকজন অজানা শত্রু আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। আজ নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন। অসাধু লোকের সংস্পর্শ থেকে দূরে থাকুন মেষ রাশির জাতকরা। ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার পছন্দ অনুসারে কাজ না হতে পারে। ব্যবসা ভালো চলবে।

বৃষ রাশি

আজ বাড়িতে অতিথি আসতে পারেন। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাবধানে পদক্ষেপ করুন। চাকরিজীবীদের আয় বাড়ার যোগ আছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারের নতুন সংযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে। অপ্রাসঙ্গিক ক্ষেত্রে মন্তব্য করলে পরিবারে শান্তির পরিবেশ নষ্ট হবে।

মিথুন রাশি

আজ জ্ঞাতি শত্রুতার মুখে পড়তে হতে পারে মিথুন রাশির জাতকদের। দীর্ঘ প্রতীক্ষিত কোনও সুখবর আজ পেতে পারেন। আজ ভ্রমণ যোগ আছে। অন্যের উপকার করতে গিয়ে আজ আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে। আইনি সমস্যা এড়িয়ে যান। নতুন যানবাহন কেনার সুযোগ পাবেন।

কর্কট রাশি

আজ পর্যাপ্ত আয় হতে পারে কর্কট রাশির জাতকদের। এর ফলে মনে সন্তুষ্টি থাকবে। হঠাৎ মাথা গরম আজ করবেন না। বৈষয়িক কোনও সমস্যা নিয়ে আজ উৎকণ্ঠায় থাকবেন কর্কট রাশির জাতকরা। কমিশন, দালালি, চুক্তিভিত্তিক কাজ এড়িয়ে যান। ভাই বোনের সঙ্গে সমস্যা হতে পারে। দূরে কোথাও সফর হতে পারে।

সিংহ রাশি

আগের করা কোনও কাজের ফল আজ পেতে চলেছেন সিংহ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে বা ব্যবসায় অনাবশ্যক মন্তব্য আজক না করাই ভালো। কোনও কারণে জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন, বিশেষ করে গলা, কান ও নাকের সমস্যা হতে পারে। ব্যবসায় নতুন কোনও উদ্যোগ নিলে সাফল্য পাবেন।

কন্যা রাশি

অপ্রাসঙ্গিক নেতিবাচক চিন্তায় আজ কন্যা রাশির জাতকদের মন বিচলিত হবে। পেশাগাত জীবনের ব্যস্ততায় আজ অবসর কম পাবেন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। চাকরিক্ষেত্রে কর্মস্থান পরিবর্তন বা ট্রান্সফারের যোগ থাকছে। কোনও ঘনিষ্ঠ বন্ধুর থেকে আজ উপকার পেতে পারেন।

তুলা রাশি

ব্যবসা আজ মাঝারি চলবে। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। অতিরিক্ত খরচ হতে পারে। অফিসে সমালোচনার সম্মুখীন হতে পারেন তুলা রাশির জাতকরা। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে। প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং-এর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ ভুল ভ্রান্তি হতে পারে।

বৃশ্চিক রাশি

রক্তচাপ বা রক্তাল্পতার সমস্যায় ভুগতে পারেন। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হবে। অন্য়কে উপদেশ দিলে আজ আপনি বিপদে পড়তে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হতে পারে। তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। অন্যের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলে আজ ভুল হতে পারে।

ধনু রাশি

সহকর্মীর সমালোচনায় আজ কর্মক্ষমতা কিছুটা কমবে ধনু রাশির জাতকদের। ভবিষ্যতের সমস্যা নিয়ে ওয়াকিবহাল থাকুন এবং সম্ভব হলে আজই তার সমাধান বের করুন। নতুন কাজ পেতে পারেন। ব্যবসায়ী সতর্ক থাকতে হবে। বিদেশি কোম্পানি থেকে কাজের প্রস্তাব পেতে পারেন। গত কয়েক দিনের আর্থিক চিন্তা কিছুটা হলেও কমবে।

মকর রাশি

আপনার মানসিক দৃঢ়তা আজ পারিবারিক সমস্যা কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করবে। ফাটকা আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। ঘরবাড়ি সংক্রান্ত দুশ্চিন্তা আজ সমাধানের পথে এগোবে। আর্থিক সমস্যার আপনি সঠিক সমাধান করতে পারবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন। স্বাস্থ্য সম্পর্কিত কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

কুম্ভ রাশি

ঘরবাড়ি তৈরি সংক্রান্ত কোনও সক্রিয় ভূমিকা আজ আপনি নিতে পারেন। নিজস্ব কাজের ধারা পরিবর্তন করলে ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। বিবাহযোগ্যদের বিয়ের কথা এগোতে পারে। খুব সন্তর্পনে অপ্রয়োজনীয় লোকেদের থেকে নিজেকে সরিয়ে নিন। পরিবারের সঙ্গে সময় কাটান। সন্তানের উন্নতি আপনার আনন্দের কারণ হবে।

মীন রাশি

কমিশনভিত্তিক কাজে আজ লাভের ইঙ্গিত রয়েছে। প্রতীক্ষিত বস্তু আজ আপনার হাতের নাগালে আসবে। কর্মক্ষেত্রে স্থানান্তরের নির্দেশ আসতে পারে। সন্তানকে নিয়ে উদ্বেগ থাকবে। যৌথ উদ্যোগ অংশীদারী বা ডিলারশিপ ব্যবসায় আজ প্রত্যাশিত লাভ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনীহা আসবে।

TOP RELATED