Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী আছে কোন রাশির ভাগ্যে?

কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2024-12-19 08:39 AM

Share on:

চাঁদ আজ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা চতুর্থী তিথি। বৃহস্পতিবার সকাল ১০টা ২ মিনিট পর্যন্ত চতুর্থী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা পঞ্চমী তিথি। এই তিথিতে বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ২টো পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্র, তারপর থাকবে মঘা নক্ষত্র। আজ সকাল ৭টা ৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বৃহস্পতিবার হল শ্রীবিষ্ণুর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ উদ্দেশ্যবিহীন ভ্রমণ হতে পারে মেষ রাশির জাতকদের। শত্রুর থেকে বিপদ আসতে পারে কিন্তু সব প্রতিকূলতা আপনি জয় করবেন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। হোঁচট খেয়ে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। নতুন উদ্যমে কোনও কাজ শুরু করলে আজ সফল হবেন। ব্যবসা ভালো চলবে। চাকরিজীবীদের কর্মস্থানে গুপ্ত শত্রুতা বাড়বে।

বৃষ রাশি

আর্থিক ভাবে আজকের দিনটি শুভ। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। আজ কোনও অসৎ ব্যক্তির থেকে দূরে থাকা প্রয়োজন। অনিশ্চিত ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গয়না, দুধ, সুগন্ধি ও তেলের ব্যবসায় ভালো লাভ হবে। আজ হজমের গোলমালে ভুগতে পারেন বৃষ রাশির জাতকরা।

মিথুন রাশি

ইঞ্জিনিয়ারিং, ফাইন আর্টস, টেক্সটাইল ও ইলেকট্রনিক্স বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ উন্নতি হবে। নতুন কোনও প্রেমের সম্পর্ক স্থাপন হতে পারে। আর্থিক দিক দিয়ে আজ সমস্যায় পড়তে পারেন মিথুন রাশির জাতকরা। অপ্রয়োজনীয় খরচ বাড়বে আজ। শৌখিন দব্যের ব্যবসায়ীরা লাভবান হবেন।

কর্কট রাশি

আজ চোখের সমস্যা বাড়তে পারে কর্কট রাশির জাতকদের। কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নতুন কাজের সুযোগ রয়েছে। নতুন চাকরি পেতে পারেন বা অফিসে পদোন্নতি হতে পারে। লিভারের সমস্যায় কষ্ট পেতে পারেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ আর্থিক ভাবে লাভবান হবেন। তবে জমি জায়গা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

সিংহ রাশি

স্পষ্টবক্তা হওয়ায় আজ শত্রুবৃদ্ধি হতে পারে সিংহ রাশির জাতকদের। ভাই বোনের ব্যবহারে আজ কষ্ট পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা কিছু প্রাপ্য জিনিস আজ পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে কোনও কাজ নিয়ে হতাশা আসতে পারে। আইনি কাগজপত্র মন দিয়ে পড়ে তবেই জরুরি সিদ্ধান্ত নিন।

কন্যা রাশি

নিজের মতামতে স্থির থাকার কারণে আজ অন্যের অসন্তোষের কারণ হবেন কন্যা রাশির জাতকরা। আজ পেটে সংক্রমণ হতে পারে। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটি শুভ। কোনও পরিচিত ব্যক্তি আজ আপনার বাড়িতে আসতে পারে। চাকরিজীবীরা আজ কর্মস্থলে ভালো কাজের স্বীকৃতি পাবেন। নার্ভের সমস্যায় ভুগতে হতে পারে।

তুলা রাশি

ডায়াবিটিসে আজ কষ্ট পাবেন তুলা রাশির জাতকরা। আজ কোনও বৈদ্যুতিন সামগ্রী কিনতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ কিছু সমস্যা তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর বাড়তে পারে। চলচ্চিত্র, আইন, রাসায়নিক তৈরির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ আর্থিক লাভ হবে।

বৃশ্চিক রাশি

সর্দি-কাশির সমস্যায় আজ কষ্ট পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। লোভ সংবরণ করতে না পারলে আজ আপনি বড় সমস্যায় পড়তে পারেন। খনিজ দ্রব্য, সবজির ব্যবসা আজ ভালো চলবে। স্ত্রী রোগের সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের অসুখের প্রকোপ বাড়তে পারে। কৃষিকাজে আজ উন্নতি হবে।

ধনু রাশি

আজ সন্তানের আচরণ ও কর্মক্ষেত্রে সাফল্য নিয়ে বাবা বা মা হিসেবে আপনি গর্ব অনুভব করবেন। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারলে বড় উন্নতি করতে পারবেন। নতুন করে কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। ব্যবসায় নতুন পার্টনার নেওয়ার বিষয়ে এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আজ সতর্ক থাকুন। শিক্ষকতা ও আইনজীবীদের জন্য আজকের দিনটি শুভ।

মকর রাশি

আজ অপ্রিয় সত্য কথা বলায় আপনার শত্রু বৃদ্ধি হবে। তর্ক বিবাদ এড়িয়ে চলুন। যে কোনও তরল দ্রব্যের ব্যবসা আজ ভালো চলবে। হঠকারী কোনও সিদ্ধান্ত নিলে আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মসূত্রে দূরে কোথাও ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। ব্যবসা থেকে আর্থিক লাভ ভালো হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। বিজ্ঞাপন এজেন্সির সঙ্গে যুক্তদের আজ সুনাম বৃদ্ধি পাবে এবং উন্নতি হবে। অতিরিক্ত মানসিক চিন্তা আজ আপনাকে অস্থির করে রাখবে। ঘর-বাড়ি সংক্রান্ত কোনও নতুন খবর পাবেন। সরকারি বা বেসরকারি চাকরি লাভের খবর পেতে পারেন। কোনও কাজ করে আজ আত্মতৃপ্তি পাবেন না।

মীন রাশি

রাজনীতিবিদদের জন্য আজকের দিনটি শুভ। নতুন কোনও ব্যবসা আজ শুরু করলে তা শুভ হবে। ছোট ভ্রমণ যোগ রয়েছে। আজ আপনার অতিরিক্ত খরচ হতে পারে। কোমর বা পায়ের হাড়ে আঘাত লেগে কষ্ট পেতে পারেন। ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তির থেকে বা কোনও বন্ধুর থেকে আজ আপনি উপকার পেতে পারেন।

TOP RELATED