Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আচমকা অর্থলাভ হবে ৭ রাশির

আচমকা অর্থলাভ হবে ৭ রাশির

Published on: Published on 2025-01-20 09:08 AM

Share on:

চাঁদ আজ সারাদিন কন্যা রাশিতে অবস্থান করবে। সূর্য এখন মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা ষষ্ঠী তিথি। আজ সকাল ৯টা ৫৮ মিনিটের পর সপ্তমী পরে যাচ্ছে। আজ সুকর্ম যোগ ও ধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্র। তারপর থাকবে চিত্রা নক্ষত্র। আজ সকাল ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ১৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। এই সব যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ সপ্তাহের প্রথম দিন নতুন কাজের সুযোগ আসবে মেষ রাশির জাতকদের সামনে। অফিসে কোনও অধস্থন কর্মীর দ্বারা আপনার ক্ষতি হতে পারে। তবে এই বাধা কাটিয়ে উঠতে পারবেন। নতুন প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে বাধা আসবে।

বৃষ রাশি

কেরিয়ারে পদোন্নতির সুযোগ পেলেও তা কার্যকর হওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে বৃষ রাশির জাতকদের সামনে। ব্যবসায় প্রতিপত্তি বাড়বে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ফল আশানুরূপ হবে না। অর্থলাভের ভাগ্য মোটামুটি থাকবে। রাজনীতিবিদদের জনসংযোগ ভালো হবে। ভবিষ্যতের জন্য আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

মিথুন রাশি

শ্বাসনালী, গলা বা দাঁতের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন মিথুন রাশির জাতকরা। জ্ঞাতিশত্রুতার মুখে পড়ে আজ বিপত্তি বাড়বে। তবে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে জটিল সমস্যার সমাধান করতে পারবেন। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। কর্মক্ষেত্রের পরিবেশ আপনাকে কিছুটা বিচলিত করবে।

কর্কট রাশি

কর্মক্ষেত্রের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিবেচনা করে নিন কর্কট রাশির জাতকরা। চলাফেরায় সতর্ক থাকুন, আঘাত পেতে পারেন। ভুল বোঝাবুঝির কারণে পার্টনারের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে। ব্যবসায় যান্ত্রিক গোলযোগ থেকে সমস্যা হতে পারে। আজ সব মিলিয়ে শুভাশুভ মিশ্রিত দিন কাটবে।

সিংহ রাশি

বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা আজ পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন। তবে নানা কারণে আজ খরচ বাড়বে। এর পাশাপাশি আয় বাড়ায় আপনি সাময়িক স্বস্তি পাবেন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকা প্রয়োজন। অর্থ উপার্জন ভালোই হবে। টনসিল, গলা, সর্দি,শ্বাসকষ্টের সমস্যা বাড়বে

কন্যা রাশি

কন্যা রাশির জাতকরা আজ নিজের পছন্দের সংস্থায় চাকরি পেতে পারেন। মোটা বেতনের চাকরি পাওয়ার যোগ আছে। কোনও অসাধু ব্যক্তি আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। আলোচনার মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগাতে পারবেন। হোটেল, রেস্তোঁরার ব্যবসা লাভজনক হবে। আজ অর্থাগম ভালো হবে।

তুলা রাশি

দূরে কোথাও যাওয়ার হলে পঞ্জিকায় শুভ সময় দেখে তবেই বেরোন। আজ আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। লগ্নি করা টাকার দিকে সজাগ দৃষ্টি রাখুন। আজ আপনার বিবেচনায় কিছু ভুল হতে পারে। প্রতারণার শিকার হতে পারেন। আত্মীয়রা আপনার বিরোধিতা করতে পারেন। অফিসের কোনও সমস্যার আজ নিষ্পত্তি হতে পারে।

বৃশ্চিক রাশি

অফিসে অনেকেই আজ আপনার আনুগত্য স্বীকার করবে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন বৃশ্চিক রাশির জাতকরা। আপনার নিজেরই শারীরিক কিছু সমস্যা আসতে পারে তবে তা মারাত্মক আকার নেবে না। নিজে বুদ্ধি দিয়ে সব কাজের মধ্যে ব্যালান্স বজায় রাখতে পারবেন।

ধনু রাশি

আজ কোনও গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন ধনু রাশির জাতকরা। হঠাৎ কেউ অনাবশ্যক পরামর্শ দিলে তা গ্রহণ করলে সমস্যা হতে পারে। আজ আয় ঊর্ধ্বমুখী হবে। ব্যবসায় দূরদৃষ্টি কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। গৃহকর্মের জন্য আজ খরচ বাড়তে পারে।

মকর রাশি

স্বাস্থ্য নিয়ে আজ বিচলিত থাকবেন মকর রাশির জাতকরা। বিশেষ করে হাড়, স্নায়ু ও মাংসপেশির সমস্যায় কষ্ট পাবেন। কর্মক্ষেত্রে আজ বন্ধুদের সাহায্য পাবেন। শেয়ারে লগ্নিকারী ও কমিশন এজেন্টরা আজ অতিরিক্ত অর্থ পেতে পারেন। কর্মসূত্রে আজ ভ্রমণ হতে পারে। সাংসারিক চাহিদা বেড়ে যাওয়ায় বিচলিত হবেন।

কুম্ভ রাশি

কর্মসূত্রে যাঁরা দূরে থাকেন, তাঁরা আজ বাড়ি ফিরতে পারেন। আর্টস ও কমার্সের ছাত্রছাত্রীরা ভালো ফল করবেন। আজ আপনি নিজের কোনও শুভাকাঙ্খীর থেকে সাহায্য পাবেন। শিশুদের মানসিক অস্থিরতা পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। পেশাগত ক্ষেত্রে আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

মীন রাশি

আজ পারিবারিক সম্পর্কের জটিলতা কেটে গিয়ে সংসারে সুস্থ পরিবেশ ফিরবে। তবে অফিসে কাজের গতি হ্রাস পাবে। বয়স্ক ব্যক্তিরা বাতের ব্যাথায় কষ্ট পাবেন। পরিশ্রম ও বুদ্ধি দিয়ে আপনি জটিল সমস্যার সমাধান করে লোকের বাহবা পাবেন। গোপন তথ্য আপনার সামনে প্রকাশ পেলেও আপনি তা সামলে নেবেন। ব্যবসায় বড় কাজের বরাত পেতে পারেন।

TOP RELATED