Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কার কেমন দিন কাটবে জানুন

কার কেমন দিন কাটবে জানুন

Published on: Published on 2024-12-20 08:34 AM

Share on:

চাঁদ আজ সারাদিন সিংহ রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা পঞ্চমী তিথি। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা ষষ্ঠী তিথি। এই তিথিতে বিষকুম্ভ যোগ ও প্রীতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ৩টে ৪৭ মিনিট পর্যন্ত থাকবে মঘা নক্ষত্র, তারপর থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৭টা ৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৯ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ অনেক কাজের সুযোগ আসবে মেষ রাশির জাতকদের সামনে। তার মধ্যে সবচেয়ে উপযুক্ত কাজটি আপনাকে বেছে নিতে হবে। সব কাজ ধীরেসুস্থে করুন, তাড়াহুড়ো করবেন না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এবং আপনাকে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। লিভার বা প্যানক্রিয়াস জনিত সমস্যায় কষ্ট পেতে পারেন।

বৃষ রাশি

কোনও মাতৃস্থানীয়া মহিলাকে নিয়ে চিন্তার উদ্রেক হবে। বাড়ি সারানো বা বাসস্থান বদলানোর যোগ থাকছে। আপনার উদ্ভাবনী শক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা আজ বড় সাফল্য এনে দেবে। গোয়েন্দা, বৈজ্ঞানিক, প্রত্নতত্ত্ববিদ ও লেখকদের জন্য আজকের দিনটি শুভ। সাবধানে রাস্তাঘাট চলাচল করুন, আঘাত প্রাপ্তির যোগ রয়েছে।

মিথুন রাশি

আজ তীর্থভ্রমণ হতে পারে মিথুন রাশির জাতকদের। আপনার প্রচেষ্টা বা উদ্যোগে সাফল্য লাভ হতে পারে। সাহিত্য বা শিল্পকর্ম থেকে অর্থলাভ হতে পারে এবং নিজের প্রচেষ্টায় আপনি সফল হবেন। আধ্যাত্মিক জগতের সান্নিধ্য পাওয়ার যোগ আছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পুরোনো বাড়ি বা জমি থেকে অর্থ প্রাপ্তি হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা আজ অহেতুক সমালোচনার মুখে পড়তে পারেন। আত্মীয়দের সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে। পেশামূলক পড়াশোনার ক্ষেত্রে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কমিশন ভিত্তিক কাজে আজ আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। খাদ্য, বস্ত্র, পর্যটন সংক্রান্ত ব্যবসা আজকের জন্য শুভ হবে।

সিংহ রাশি

উচ্চশিক্ষার ফল আজ ভালো হবে না সিংহ রাশির জাতকদের। আজ জাতীয় বা বিদেশি কোনও প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। প্রবল আত্মমর্যাদার কারণে আজ আপনি বিচলিত হতে পারেন। অফিসে আপনার কর্মদক্ষতা সবার প্রশংসা পাবে। প্রস্রাবের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে আজ তুলনামূলক ভাবে উপার্জন বাড়বে।

কন্যা রাশি

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সমস্যায় পড়তে পারেন। ছোট ভাইয়ের থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোনও ঘটনায় অহেতুক বিভ্রান্ত হবেন না। প্রয়োজনের অতিরিক্ত চিন্তা আপনাকে বিচলিত করবে। ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন। আজ পরিবারে নানা দিক থেকে টানাপোড়ন চলবে‌। বিচক্ষণতার সঙ্গে সবদিক বিচার করে সিদ্ধান্ত নিন।

তুলা রাশি

আজ খরচ বাড়লেও আপনি এই সব খরচ অনায়াসে বহন করতে পারবেন। আজ আপনি নিজের পছন্দসই খাওয়া দাওয়া করবেন এবং প্রতিভার স্বীকৃতি লাভ হবে। আবেগ বা হঠকারিতায় কোনও কাজ করলে তা ব্যর্থ হবে। ব্যাংক, সিকিউরিটি অফিসার, ফেব্রিকেশন, বিমান সেবিকা ইত্যাদি ক্ষেত্রে কাজের সুযোগ আজ আসতে পারে।

বৃশ্চিক রাশি

আজ সব দিক থেকেই সামগ্রিক সাফল্য পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। আজ আপনার পরিশ্রম বাড়লেও মনে আনন্দ থাকবে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোমরের হাড়ে আঘাত পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মনে দুশ্চিন্তা থাকবে। ব্যবসায়ীদের আজকের ব্যবসা খুব ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে।

ধনু রাশি

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারলে কর্মক্ষেত্রে আজ আপনি সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে শত্রুরা সক্রিয় হবে। প্রেম ভালোবাসায় আজ হতাশা আসতে পারে। পেশাগত ভাবে শিক্ষাক্ষেত্রে সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি শুভ। ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।

মকর রাশি

চাকরিক্ষেত্রে আজ উৎকন্ঠা বাড়বে। আর্টিস্ট,ইন্টিরিয়ার ডেকোরেটর ,শৌখিন কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা খুব ভালো দিন কাটাবেন। আজ কোনও ব্যবসায়িক চুক্তি করবেন না। অতিরিক্ত চিন্তায় সংসারে অশান্তি হতে পারে। প্রতিরক্ষা এবং প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে।

কুম্ভ রাশি

আজ কুম্ভ রাশির জাতকদের উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার যোগ রয়েছে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত খরচ হতে পারে। আপনার অহংকার কিছু ক্ষেত্রে অন্যদের কাছে অসহনীয় হবে। ওষুধের ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যে সমস্যা আসতে পারে। কারোর প্ররোচনায় পা দেবেন না।

মীন রাশি

আজ নেতিবাচক চিন্তা ত্যাগ করুন মীন রাশির জাতকরা। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভালো চাকরি পেতে পারেন। অফিসে অপ্রাসঙ্গিক বিষয় মন্তব্য করে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। কোনও মহিলা আজ আপনার সঙ্গে শত্রুতা করবে। অংশীদারি ব্যবসায় বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে।

TOP RELATED