Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী বলছে কোন রাশির ভাগ্য?

কী বলছে কোন রাশির ভাগ্য?

Published on: Published on 2025-01-21 08:34 AM

Share on:

চাঁদ আজ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। সূর্য এখন মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা সপ্তমী তিথি। আজ বেলা ১২টা ৩৯ মিনিটের পর অষ্টমী পরে যাচ্ছে। আজ ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১১টা ৩৬ মিনিট পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্র। তারপর থাকবে স্বাতী নক্ষত্র। আজ সকাল ৬টা ১৯ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ১৭ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এই সব যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

মেষ রাশির জাতকরা আজ নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার ফল আশানুরূপ হবে। সেবা বা দান করার কাজে টাকা খরচ হবে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। ব্যবসায় হিসেবের গোলমাল হতে পারে মেষ রাশির জাতকদের। অংশীদারি বা যৌথ ব্যবসায় আর্থিক লাভের যোগ আছে।

বৃষ রাশি

অপ্রত্যাশিত ভাবে আর্থিক লাভ হতে পারে। আজ জীবনের নানা দিক থেকে সুখবর পেতে চলেছেন বৃষ রাশির জাতকরা। বিয়ের কথা এগোলেও বুঝেসুঝে সিদ্ধান্ত নিন। রাজনীতিবিদদের জন্য শুভ সময়। বহু মানুষের সঙ্গে পরিচয় হওয়ার ফলে ব্যবসায় উন্নতি হবে। প্রতারকের মিষ্টি কথায় ভুলবেন না। গোলমালের মধ্যে পড়তে পারেন, এমন কোনও কাজ থেকে দূরে থাকুন।

মিথুন রাশি

কোনও জটিল কাজে আজ আপনার হাত না দেওয়া উচিত। কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা আসতে পারে। বেহিসেবি খরচ করে জমানো টাকা শেষ করে ফেলতে পারেন। স্নায়ুর বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। ছাত্রছাত্রীদের মানসিক অস্থিরতা পড়াশোনায় অমনোযোগ নিয়ে আসবে। খনিজ পদার্থের ব্যবসায় লাভবান হবেন।

কর্কট রাশি

সাংসারিক খরচে আজ একটু লাগাম দিন। বাড়িতে বয়স্ক মানুষদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। দাম্পত্য কলহ হলেও সন্ধের মধ্যে সমস্যা মিটে যাবে। আজ মানসিক তৃপ্তি পাবেন কর্কট রাশির জাতকরা। শিল্পী বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়বে। খাদ্য, বস্ত্র ও পর্যটন সংক্রান্ত ব্যবসায় আজ লাভ বাড়বে।

সিংহ রাশি

শারীরিক অসুখ আজ কিছুটা কমবে। কর্মক্ষেত্রের গুরু দায়িত্ব আজ আপনার কাঁধে আসবে। শিক্ষা সংক্রান্ত খরচ বাড়বে সিংহ রাশির জাতকদের। কোনও অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো করে সবদিক বিচার করে সিদ্ধান্ত নিন। আজ উপার্জন বাড়বে। আপনার সন্তান অবাধ্য আচরণ করতে পারে।

কন্যা রাশি

কর্মসূত্রে আজ ভ্রমণের যোগ রয়েছে। নতুন কাজের আবেদন করলে ভালো ফল পাবেন। আজ ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের সামনে নতুন সুযোগ আসবে। তবে শরীর-স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। নাক, কান, গলার সমস্যায় কষ্ট পেতে পারেন।

তুলা রাশি

আজ খাওয়া-দাওয়া নিয়ে বিশেষ সতর্ক থাকুন তুলা রাশির জাতকরা। বিজ্ঞানের ছাত্রছাত্রীরা আশানুরূপ ফল পাবেন না। প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের পারিশ্রমিক বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে আয় বাড়বে। আজ ঋণ দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকুন।

বৃশ্চিক রাশি

আজ অফিসে আপনার দক্ষতা সবার দৃষ্টি আকর্ষণ করবে। পুরোনো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন বৃশ্চিক রাশির জাতকরা। উচ্চ রক্তচাপের সমস্যায় কষ্ট পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালো হবে। তবে মানসিক চাঞ্চল্যের কারণে লেখাপড়ায় বাধা আসবে।

ধনু রাশি

বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ শুভ ফল পাবেন। আজ উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে ধনু রাশির জাতকদের। ভাই ও বোনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের বিদেশ যাত্রার যোগ আসতে পারে। কমিশন এজেন্টরা আজ ভালো মুনাফা লাভ করবেন।

মকর রাশি

মকর রাশির জাতকদের রোগভোগ এবং সাংসারিক অশান্তি আজ অনেকটা কমবে। আপনার বুদ্ধিদীপ্ত মনোভাব দিয়ে কর্মক্ষেত্রের বাধা-বিপত্তি অতিক্রম করতে পারবেন। চিকিৎসার খরচ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় পার্টনারের থেকে ক্ষতির সম্ভবনা রয়েছে। নতুন কোনও ব্যবসায় আজ লগ্নি না করাই ভালো।

কুম্ভ রাশি

আজ কোনও অনিয়ম বা অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত হবে না। আজ মাথার যন্ত্রণা,পেটের গোলমাল ও হজমের সমস্যায় কষ্ট পেতে পারেন। বৃত্তি বা স্কলারশিপ পরীক্ষায় আজ সফল হবেন। কর্মক্ষেত্রে আপনার স্বীকৃতি ও সুনাম বাড়বে। সামান্য বিষয় নিয়ে অহেতুক চিন্তা করবেন না। হোটেল ও পর্যটন ব্যবসায় লাভবান হবেন।

মীন রাশি

কর্মক্ষেত্রে আজ আশানুরূপ পদোন্নতি পাবেন মীন রাশির জাতকরা। ব্যবসায় হিসেবের গোলমাল চোখে পড়তে পারে। তরল দ্রব্যের ব্যবসায়ীরা লাভবান হবেন। কাছেপিঠে ভ্রমণ হতে পারে। ব্যবসায় নতুন চিন্তাধারা কার্যকরী রূপ নেবে। গুরুজনের স্নেহ এবং সহযোগিতা পাবেন। সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুফল পাবেন।

TOP RELATED