Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী আছে কোন রাশির ভাগ্যে?

কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2025-01-22 09:03 AM

Share on:

চাঁদ আজ সারাদিন তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন মকর রাশিতে অবস্থান করছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ মাঘ কৃষ্ণা অষ্টমী তিথি। আজ বেলা ৩টে ১৮ মিনিটের পর নবমী পরে যাচ্ছে। আজ শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ২টো ৩৪ মিনিট পর্যন্ত থাকবে স্বাতী নক্ষত্র। তারপর থাকবে বিশাখা নক্ষত্র। আজ সকাল ৬টা ১৮ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ১৮ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল গণপতির প্রিয় দিন। এই সব যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

মেষ রাশির জাতকরা আজ নানা কারণে দোটানায় পড়তে পারেন। ব্যবহার নম্র রাখলে সংসারে বা কর্মক্ষেত্রে অশান্তি এড়ানো যাবে। দূরের কোনও জায়গায় ট্রান্সফার বা ভ্রমণ হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। হাইপার টেনশন বা স্নায়ুর চাপ থেকে সমস্যা তৈরি হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের ভাই বা বোনের শরীর খারাপ হতে পারে। আগের করা লগ্নির ফল আজ পেতে পারেন। আজ আপনার আয় ভালো হবে, সঞ্চয় বাড়বে। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পারবেন। বাস্তব পরিস্থিতি বুঝে তবে নতুন ব্যবসার কাজে হাত দেবেন, না হলে ঠকতে হবে। নতুন কোনও কাজের প্রস্তাব পেতে পারেন।

মিথুন রাশি

চাকরিজীবীদের জন্য আজকের দিনটি শুভ। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না, তবে শরীর নিয়ে অতিরিক্ত চিন্তার কোনও কারণ নেই। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। হঠকারিতায় আজ কোনও ভুল সিদ্ধান্ত নেবেন না। স্বর্ণকার, ওষুধ ও কাগজের ব্যবসায়ীরা আজ বিশেষ লাভবান হবেন।

কর্কট রাশি

পরিবার এবং কর্মক্ষেত্র নিয়ে আজ বেশ কিছু সমস্যার মুখে পড়তে পারেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। আজ আয় বৃদ্ধি পাবে। লগ্নি থেকে ভালো আর্থিক লাভ হতে পারে। নতুন বাড়ি কেনার যোগ আসতে পারে।

সিংহ রাশি

আজ সারাদিনই কিছু না কিছু শারীরিক অস্বস্তি থাকবে সিংহ রাশির জাতকদের। আজ নিঃস্বার্থ ভাবে কেউ আপনার সহায়তা করবেন। ব্যবসায় চাহিদার থেকে যোগান কম থাকবে। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ আপনার সামনে নতুন দিগন্ত খুলে যাবে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের শিশু সুলভ নিষ্পাপ সারল্য আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। ব্যবসায়ীরা হিসেবের দিকে নজর রাখুন, ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাগম হলেও খরচ বেশি হওয়ায় সঞ্চয় হবে না। ভুল পথে অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

কর্মক্ষেত্রে আজ অগ্রগতি হতে পারে তুলা রাশির জাতকদের। প্রেম জীবন ভালো কাটবে। কমিশন ভিত্তিক কাজে আর্থিক লাভের ইঙ্গিত থাকছে। আজ একাধিক কারণে মানসিক চিন্তার শিকার হবেন। প্রতিযোগিতা বা পরীক্ষামূলক ক্ষেত্রে সুফল আশা করবেন না। বিচক্ষণ কোনও ব্যক্তির পরামর্শ নিয়েই নতুন কাজ শুরু করুন।

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে এবং দাম্পত্যে আজ মানসিক শান্তি পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। ব্যবসায় বকেয়া টাকা আজ উদ্ধার করতে পারবেন। কয়েকজন বন্ধুর আচরণে আপনার মন খারাপ হতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে আজ চিন্তিত হতে হবে আপনাকে। ভাই-বোনের সঙ্গে দূরত্ব তৈরি হবে বৃশ্চিক রাশির জাতকদের।

ধনু রাশি

আজ নিজের রাগ সংবরণ করুন। হাড়ের ব্যথা, সাইটিকা, সেরে যাওয়া কোনও রোগের পুনরাবৃত্তি হতে পারে। আজ কোনও চাকরির ইন্টারভিউ দিলে, আপনি তাতে ভালো ফল করবেন। নতুন চাকরির প্রস্তাব পাবেন। যাঁরা জমি-বাড়ির ব্যবসা করেন, তাঁদের আয় ভালো হবে। অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হলে আপনার মানহানির আশঙ্কা রয়েছে।

মকর রাশি

আজ কর্মক্ষেত্রে অগ্রগতি হলেও আশানুরূপ ফল পাবেন না। ব্যবসায় প্রচুর লাভের যোগ রয়েছে। পায়ের তলার অংশে ব্যথা হতে পারে। দাঁত বা গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। সাংসারিক খরচ অত্যধিক বেড়ে যাওয়ায় মানসিক ভাবে অশান্তিতে থাকবেন। সন্তানের উন্নতিতে গর্ববোধ করবেন মকর রাশির জাতকরা।

কুম্ভ রাশি

বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ প্রচুর উন্নতির যোগ রয়েছে। আজ চর্মরোগ বা স্নায়ুর সমস্যায় কষ্ট পেতে পারেন। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে না। মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ অধিক মুনাফা লাভ করবেন। কর্মক্ষেত্রে অযাচিত দায়িত্ব আপনার কাঁধে এসে পড়ায় পরিশ্রম বাড়বে।

মীন রাশি

কর্মক্ষেত্রে যশ বাড়বে মীন রাশির জাতকদের। যশ-খ্যাতি বাড়ায় নিজের দক্ষতা বা ভারসাম্য হারাবেন না। মন স্থির রেখে কাজ করলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। নিজের স্বাভাবিক কর্মদক্ষতা দিয়ে আপনি সংসার এবং কেরিয়ারের দায়িত্ব সমান ভাবে সামলাতে পারবেন। খরচ বাড়লেও সঞ্চয় কমবে না।

TOP RELATED