চাঁদ আজ সারাদিন কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা অষ্টমী তিথি। সোমবার বিকেল ৫টা ৭ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা নবমী তিথি। এই তিথিতে সৌভাগ্য যোগ ও শোভন যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৯টা ৯ মিনিট পর্যন্ত থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। তারপর থাকবে হস্তা নক্ষত্র। আজ সকাল ৭টা ১১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩০ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
মেষ রাশির চাকরিজীবীদের ওপর অফিসে অতিরিক্ত কাজের চাপ এসে পড়তে পারে। এর ফলে পরিবারের জন্য সময় বের করতে পারবেন না এবং পরিবারের সদস্যরাও রেগে যাবেন। অবিবাহিতরা বিয়ের উত্তম প্রস্তাব পাবেন। ছাত্রছাত্রীরা নতুন কোর্সে ভর্তি হতে পারেন। বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ চললে তা এবার সমাপ্ত হবে। মা-বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। লগ্নির জন্য আজকের দিনটি ভালো। সন্ধেবেলা ধর্মীয় কাজে সময় কাটাবেন। অসুস্থ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের কথায় পরিবারের সদস্যরা প্রভাবিত হবেন। পারিবারিক ব্যবসা বৃদ্ধির জন্য বাবার পরামর্শ নিতে পারেন। তাঁর পরামর্শ ব্যবসার জন্য কার্যকর হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বাইরে নৈশভোজে যেতে পারেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের ব্যবসায় উন্নতি হবে, পাশাপাশি সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। বন্ধু সংখ্যা বাড়তে পারে। নতুন শত্রুও মাথা চাড়া দেবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার পথে বাধা কেটে যাবে। অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে চলেছে। সন্তানের বিয়ের কথা পাকা করতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা বাড়ির মেরামতি ও সাজসজ্জায় অর্থ ব্যয় করতে পারেন। প্রেম জীবনে নতুন শক্তির সঞ্চার হবে। রাজনীতির সঙ্গে জড়িতরা নতুন সুযোগ পাবেন। সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টায় সময় কাটাবেন। চাকরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা সমাজসেবামূলক কাজ করবেন। আপনাদের বন্ধু সংখ্যা বাড়তে পারে। বোনের বিয়ের কারণে চিন্তিত থাকলে তা এবার সমাপ্ত হবে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। কথা নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা শিগগিরই সমস্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সরকারি প্রকল্পের দ্বারা লাভবান হওয়ার সুযোগ পাবেন। আধিকারিকদের সঙ্গে জরুরি কাজের বিষয় আলোচনা করবেন। ব্যবসায়ীরা মুনাফা অর্জনের সুযোগ পাবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা বন্ধুদের সঙ্গে সুখে সময় কাটাবেন। পরিবারের বাচ্চাদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মাথা চাড়া দিতে পারে। কথা নিয়ন্ত্রণে রাখুন। পুরনো লগ্নির দ্বারা লাভবান হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়ীরা কারও কথায় কান দেবেন না। তা না হলে ভবিষ্যতে লোকসান হতে পারে। পারিবারিক বিবাদ মাথাচাড়া দিতে পারে। এর ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এই রাশির জাতকদের।
মকর রাশি
মকর রাশির জাতকদের মনের মধ্যে বিশেষ ধরনের ওঠাপড়া লেগে থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ নিয়ে চিন্তাভাবনা করবেন। আলস্য ত্যাগ করুন। পারিবারিক কলহ হতে পারে, কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। শ্বশুরবাড়ির থেকে উপহার পেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের প্রেম জীবন আনন্দে কাটবে। পরিবারের কিছু সদস্যরা সমস্যায় জড়াতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। ভাইদের সঙ্গে পারিবারিক ব্যবসা বৃদ্ধির বিষয় আলোচনা হতে পারে। বাড়ির দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে।
মীন রাশি
মীন রাশির জাতকদের মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, সতর্ক থাকুন। সন্ধেবেলা বাড়িতে অতিথি আগমন হতে পারে। পরিবারের সমস্ত সদস্যরা ব্যস্ত থাকবেন। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের সমাধান হবে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে। নতুন কাজ স্থগিত করার বিষয়ে আলোচনা করতে পারেন।