Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আজ বড়দিনে সুকর্ম যোগের প্রভাব

আজ বড়দিনে সুকর্ম যোগের প্রভাব

Published on: Published on 2024-12-25 08:30 AM

Share on:

 চাঁদ আজ সারাদিন তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা দশমী তিথি। বুধবার রাত ১০টা ২৯ মিনিট পর্যন্ত দশমী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা একাদশী তিথি। এই তিথিতে অতিগণ্ড যোগ ও সুকর্ম যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ৩টে ২২ মিনিট পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্র। তারপর থাকবে স্বাতী নক্ষত্র। আজ সকাল ৭টা ১২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩১ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল গণপতির প্রিয় দিন। আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে যিশু খৃস্টের জন্মদিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ বড়দিন কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেষ রাশি

আজ কোনও নিকট বন্ধু আপনার থেকে অর্থ সাহায্য চাইতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। আজ পেশাগত উন্নতির জন্য নতুন প্রযুক্তির প্রশিক্ষণ নিতে হবে। মেষ রাশির ব্যবসায়ীরা আজ বাণিজ্যিক সাফল্য পাবেন। ধৈর্য্য ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আজ সকল কাজের মধ্যে ব্যালান্স বজায় রাখতে পারবেন।

বৃষ রাশি

আজ যশ ও খ্যাতি বাড়বে বৃষ রাশির জাতকদের। কিন্তু এর জন্য নিজের ভারসাম্য হারালে চলবে না। অপ্রয়োজনীয় চিন্তা মাথায় ভিড় করতে পারে। প্রতিরক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা আজ কোনও নতুন সুযোগ পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে।

মিথুন রাশি

ভ্রমণ সংক্রান্ত খরচ বাড়বে মিথুন রাশির জাতকদের। এই কারণে আজ আর্থিক বিড়ম্বনায় পড়তে পারেন। আজ আপনার কর্মক্ষমতা কিছুটা হ্রাস পাবে। কোনও নিকট বন্ধুর থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আন্তঃরাজ্য বা বৈদেশিক বাণিজ্যে শুভ ফল পাবেন। আত্মীয়তার বন্ধন আজ‌ সুদৃঢ় হবে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা আজ অনেক পরিশ্রম করলেও তা ফলপ্রসু হবেনা। সবাইকে একত্র করে উজ্জীবিত করার দায়িত্ব আজ আপনার কাঁধে আসবে। কিছু ভুল, ভ্রান্তি, অসাবধানতার কারণে বড় ক্ষতি হতে পারে। আপনার আত্মসমালোচনা করার প্রয়োজন। দাম্পত্য মধুর হবে, প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন।

সিংহ রাশি

আজ সিংহ রাশির জাতকদের আত্মসম্মান বোধ বাড়বে। মুখের লাগাম ধরে রাখুন, বেফাঁস মন্তব্য করার ফলে ক্ষতি হতে পারে। অতিরিক্ত খরচের কারণে আজ আপনার সঞ্চিত অর্থ ফুরিয়ে যেতে পারে। স্বামী-স্ত্রীর আজ একে অন্যের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আজ বড়দিনে নানা সুখাদ্য খেয়ে আপনার রসনাতৃপ্তি হবে।

কন্যা রাশি

পেটের সমস্যায় আজ কাবু হতে পারেন কন্যা রাশির জাতকরা। সংগীত ও নৃত্যকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। ছোটখাটো ভ্রমণ হতে পারে। এর ফলে আপনার মানসিক ক্লান্তি মিটবে। গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। বাড়িতে আজ বন্ধু সমাগম হতে পারে।

তুলা রাশি

আজ আপনার নিজের দিকে একটু নজর দেওয়া উচিত। ব্যস্ততা, শারীরিক ক্লান্তি , পরিশ্রম থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। পুরোনো কোনও প্রিয় বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ গড়ে উঠতে পারে। সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক আজ আপনার মনে পরিতৃপ্তি এনে দেবে। ব্যবসা থেকে ভালো অর্থ উপার্জন হবে।

বৃশ্চিক রাশি

বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা কাজে লাগিয়ে জটিল সমস্যার সমাধান করবেন। কাজ থেকে বিরতি নিয়ে আজ অন্যদিকে মন দিন। আপনার কাছের কারোর আপনার সাহায্যের প্রয়োজন। তাঁর দিকে সাহায্যের হাত বাড়ান। ব্যবসা ভালো যাবে। চাকরিজীবীদের কর্মস্থানে কিছু গোলযোগ আসতে পারে।

ধনু রাশি

আজ পরিশ্রমের সুফল পাবেন ধনু রাশির জাতকরা। সঠিক গন্তব্যে আজ পৌঁছোতে পারবেন। কোনও কাছের বন্ধুর কারণে আজ সমস্যায় পড়তে পারেন। কাউকে আজ আর্থিক সাহায্য না করাই ভালো। আজ আপনার দীর্ঘদিনের কোনও মনোবাঞ্ছা পূরণ হতে পারে। আয়ের সঙ্গে ব্যয়ও বাড়বে।

মকর রাশি

নিজের কেরিয়ারে আজ কোনও বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আজ দেরি না করে উপযুক্ত সিদ্ধান্ত তৎক্ষণাৎ নেওয়া উচিত হবে। অগ্নিজাত বা ইলেকট্রিক্যাল কোনও জিনিস থেকে আপনি বিপাকে পড়তে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন।

কুম্ভ রাশি

আজ সব কাজে সাবধানে পদক্ষেপ করুন, না হলে প্রতিকূলতা আসতে পারে। আজ বাসস্থান পরিবর্তন করার সম্ভাবনা আছে। আপনার জমি জায়গার ওপর সজাগ দৃষ্টি রাখুন। না হলে অন্য কেউ দখল করে নিতে পারে। কর্মসূত্রে আজ ভ্রমন হতে পারে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে।

মীন রাশি

কিছু অপ্রীতিকর পরিস্থিতির সঙ্গে আজ মানিয়ে নিতে হতে পারে মীন রাশির জাতকদের। আজ আপনার মধ্যে কিছু বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। অকারণ টাকা খরচ করবেন না। পেশা সংক্রান্ত কোনও নতুন চুক্তি করতে পারেন। পরিবারের কেউ কেউ আজ আপনার প্রতি কর্তৃত্ব করতে চাইবে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ প্রাপ্তির যোগ আছে।

TOP RELATED