চাঁদ আজ সারাদিন কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা একাদশী তিথি। এই দিনটি উৎপন্না একাদশী নামে পরিচিত। আজ রাত ৩টে ৪৭ মিনিটের পর কৃষ্ণা একাদশী ছেড়ে দ্বাদশী তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ ভোর ৪টে ৩৫ মিনিট পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্র, তারপর থাকবে চিত্রা নক্ষত্র। আজ সকাল ৬টা ৫৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কর্মযজ্ঞে ভরপুর থাকবে। অতি সামান্য কাজেও আপনাকে হাত লাগাতে হবে। আর্থিক ভাবে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার শুভ ফলদায়ক হবে। আজ আপনি যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। পরিবারে আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য আজ দীর্ঘমেয়াদি ক্ষেত্রে যে কোনও বিনিয়োগ শুভ হবে। কোনও ধর্মীয় স্থানে সফর করতে পারেন। নিজের অভ্যন্তরীণ শক্তির প্রদর্শন করবেন বৃষ রাশির জাতকরা। এর ফলে সব কাজেই সাফল্য পাবেন আপনি। কর্মক্ষেত্রে অসামান্য দক্ষতা প্রদর্শন করবেন। নিজের বাকশক্তি দিয়ে অন্যের মন জয় করবেন।
মিথুন রাশি
জীবনের চরম ব্যস্ততা থেকে আজ একটু বিশ্রম নিন মিথুন রাশির জাতকরা। কোনও আত্মীয়ের সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে। যার ফলে আপনি লাভবান হবেন। হাড়ে আঘাত লাগলে অবহেলা করবেন না। আজ আপনি কোনও পুরস্কার পেতে পারেন। আজ সারাদিন বেশ আনন্দ করে কাটাবেন।
কর্কট রাশি
অতিরিক্ত ব্যয় আজ না করাই ভালো কর্কট রাশির জাতকদের। আজ আপনার কাজের প্রক্রিয়া কর্মক্ষেত্রে সকলকে অবাক করে দিতে পারে। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় সঠিক শব্দ বেছে নেওয়া জরুরি, ভুল কথা বললে তা আপনার বড় সমস্যার কারণ হতে পারে। লিভারের গোলযোগে ভুগতে হতে পারে। কোমরে ঘাড়ে আঘাত পেতে পারেন।
সিংহ রাশি
কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে আজ সবদিক ভালো করে ভেবে নিন সিংহ রাশির জাতকরা। আজ ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। সঞ্চিত অর্থ কোনও কারণে খরচ হয়ে যেতে পারে। আপনার প্রতি কাছের কোনও মানুষ বিরূপ মন্তব্য করলে আপনি কষ্ট পেতে পারেন। আজ সিংহ রাশির জাতকদের বাণিজ্যিক উদ্দেশ্য ভ্রমণ ফলপ্রসু হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা আজ নিজেদের শিল্পী সত্ত্বাকে সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন। এর ফলে লাভবান হবেন আপনি। নতুন কোনও পেশায় প্রবেশ করার পরিকল্পনা আজ করতে পারেন। নিজের চিন্তা-ভাবনার মধ্যে সংশয় ত্যাগ করে সঠিক সিদ্ধান্ত নিন। প্রয়োজনে শুভাকাঙ্খীর মতামত নিন। অফিসে ঊর্ধতন কর্তৃপক্ষ আপনার কাজে মুগ্ধ হবে।
তুলা রাশি
আজ অত্যধিক খরচ করবেন না, খরচে রাশ টানতে না পারলে সমস্যা বাড়বে। স্বাস্থ্যের অবহেলা করবেন না। আজ কাছের মানুষ সম্পর্কে অনেক ভুল ধারণা মনে বাসা বাধতে পারে। অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিন কাটবে। এর মধ্যেও পরিবারকে সময় দেওয়া জরুরি। আজ ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। রাসায়নিক সংক্রান্ত ব্যবসায় উন্নতি করার যোগ আছে।
বৃশ্চিক রাশি
সত্যি হলেও আজ কোনও প্রতিবাদ এড়িয়ে চলুন। না হলে বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন। আজ অতি সহজেই অনাদায়ী ঋণের টাকা জোগাড় করতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা। নতুন কোনও কাজ আজ পেতে পারেন। খুব কাছের কোনও ব্যক্তির দ্বারা আপনার সম্মানহানি হতে পারে। বিবাহযোগ্য পাত্র বা পাত্রীর বিয়ের কথা এগোতে পারে।
ধনু রাশি
কর্মস্থলে হঠাৎ আজ আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আজ আপনাকে অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন আজ। কিন্তু পার্টনারের থেকে সাবধান থাকুন। ইনি তলে তলে আপনার ক্ষতি করতে পারেন। প্রতিযোগিতামূলক যে কোনও ক্ষেত্রে আজ জয়ী হতে পারেন। আঘাত পেয়ে রক্তপাত হতে পারে, তাই সাবধান থাকুন।
মকর রাশি
কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের থেকে নীচু পদে থাকা ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনুন। কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ লাভবান হবেন। স্ত্রী বা স্বামীর মধ্যে মতপার্থক্য গুরুতর আকার নিতে পারে। বিষাক্ত প্রাণীকে এড়িয়ে চলুন। আজ সাহায্য ছাড়াই আপনি যে কোনও কাজে সাফল্য পাবেন।
কুম্ভ রাশি
যে কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করার জন্য আজ উত্তম দিন। যে বিষয়ে আপনার ভয় লাগছে, তার থেকে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি দাঁড়ান। নিজের মতামত খোলাখুলি ভাবে প্রকাশ করুন। সন্তানের সাফল্য আজ আপনাকে গর্বিত করবে। গোলমালে জড়িয়ে পড়লেও আইনি পদক্ষেপ নেবেন না। আজ ঋণ নেওয়া থেকে বিরত থাকুন কুম্ভ রাশির জাতকরা।
মীন রাশি
যে কোনও আর্থিক বিষয় আজ এড়িয়ে চলুন। অর্থের লেনদেন আজ না করাই ভালো। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি। সন্তানকে নিয়ে মনে দুশ্চিন্তা বাসা বাধবে। টনসিল সংক্রান্ত বিষয়ে কষ্ট পেতে পারেন। খরচ করুন, কিন্তু অন্যকে দেখানোর জন্য খরচ করবেন না। আজ আয় বাড়বে। কোনও বিশ্বস্ত ব্যক্তির দ্বারা লাভ হতে পারে। শরীরের নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে।