চাঁদ আজ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা দ্বাদশী তিথি। বৃহস্পতিবার সকাল ৬টা ২৩ মিনিটের পর কৃষ্ণা দ্বাদশী ছেড়ে ত্রয়োদশী তিথি পড়ে যাচ্ছে। এই তিথিতে আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সারারাত থাকবে চিত্রা নক্ষত্র। আজ সকাল ৬টা ৫৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বুধবার হল গণপতির প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজকের দিনটি ভালো কাটবে না মেষ রাশির জাতকদের। আজ ঋণ সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়তে পারেন। পুরনো কোনও শারীরিক সমস্যা ফের আপনাকে বিব্রত করতে পারে। চোখের কোনও সমস্যা দেখা দিলে ফেলে না রেখে ডাক্তারের পরামর্শ নিন। কোনও প্রাপ্য জিনিস পেতে আজ দেরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে।
বৃষ রাশি
আজ আর্থিক লাভের যোগ আছে বৃষ রাশির জাতকদের জন্য। বিশেষ করে ব্যবসায়ীরা বড় মুনাফা করতে পারেন। আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়বে। কর্মক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনুন। না হলে কর্ম সংক্রান্ত সমস্যা আসবে। হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটতে পারে। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন বৃষ রাশির জাতকরা।
মিথুন রাশি
দীর্ঘদিনের বকেয়া ঋণের টাকা আজ শোধ করে ফেলতে পারেন মিথুন রাশির জাতকরা। আজ কোনও নিকট আত্মীয় আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। চেষ্টা করুন নিজের কথায় সংযম ধরে রাখতে। না হলে সমস্যা আরও জোরালো হতে পারে। মিথুন রাশির জাতকদের জন্য় মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। অযথা অবাস্তব চিন্তাকে মনে ঠাঁই দেবেন না।
কর্কট রাশি
পেশাগত দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ। কর্কট রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে সকলের সমর্থন পাবেন। তবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে। পড়ে গিয়ে হাড়ে আঘাত লাগার আশঙ্কা আছে। অফিসে কোনও মহিলার দ্বারা আজ আপনার ক্ষতি হতে পারে।
সিংহ রাশি
গলা ব্যাথা নিয়ে আজ কষ্ট পেতে পারেন সিংহ রাশির জাতকরা। কাঠ ও লোহার ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বিশেষ ভাবে লাভবান হবেন। যে কোনও অযাচিত বিষয় থেকে আজকে নিজেকে দূরে রাখুন। যে কোনও ব্যক্তিকে বিশ্বাস করার আগে তাকে ভালো করে যাচাই করে নিন। নিকটাত্মীয় আপনার ক্ষতির কারণ হতে পারে।
কন্যা রাশি
আজ উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি হতে পারে কন্যা রাশির জাতকরা। আজ স্বতঃস্ফূর্ত ভাবে কাজ ও দৃঢ় পদক্ষেপ আপনার কর্মে সাফল্য নিয়ে আসবে। গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ বা তার দ্বারা উন্নতি হতে পারে। ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তির থেকে আপনি সাহায্য পেতে পারেন। রোগ নিয়ে আজ কষ্ট পাবেন। ধার দেবেন না বা নেবেন না।
তুলা রাশি
আজকের দিনটি চমৎকার ভাবে কাটবে তুলা রাশির জাতকদের। আজ আপনি অন্যের উপকার করার জন্য এগিয়ে যাবেন এবং এই কারণে আপনার মনে আত্মতৃপ্তি থাকবে। কর্মক্ষেত্রে কোনও অধস্তন ব্যক্তির আচরণে আপনি বিব্রত হতে পারেন। নতুন কোনও চাকরির খবর পেতে পারেন। কিছু অতিরিক্ত টাকা হাতে আসতে পারে।
বৃশ্চিক রাশি
পেশাগত দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে বৃশ্চিক রাশির জাতকদের। কোনও আস্থাভাজন ব্যক্তির সাহায্যে আজ ব্যবসায় লাভের মুখ দেখবেন। তবে লাভ হলেই অতিরিক্ত খরচ করবেন না। অর্থ সাশ্রয়ের দিকে একটু নজর দিন। আজ আপনার মায়ের স্বাস্থ্য চিন্তা বাড়াতে পারে। কোনও কাজ নিয়ে আপনার দীর্ঘসূত্রী আচরণ ত্যাগ করা জরুরি।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা আজ দুর্ঘটনার মুখে পড়তে পারেন। আজ আপনাকে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। কোনও প্ররোচনায় পা দেবেন না। তৃতীয় ব্যক্তির নাক গলানোর ফলে তা দাম্পত্যে অশান্তি সৃষ্টি করতে পারে। কঠোর পরিশ্রম করে আপনি কর্মে সাফল্য পাবেন।
মকর রাশি
অতিরিক্ত পারিবারিক দায়িত্ব আজ মকর রাশির জাতকদের কাঁধে চাপবে। কোন বিক্রয়যোগ্য স্থাবর সম্পত্তি আজ বিক্রি করে দিতে পারেন। সন্তানের উন্নতি দেখে দারুণ খুশি হবেন মকর রাশির জাতকরা। অম্ল অজীর্ণ গ্যাসের সমস্যায় আজ আপনাকে কষ্ট পেতে হতে পারে। বাইরের লোকের মতামতে কান দেবেন না। নিজের মতকে প্রতিষ্ঠিত করুন।
কুম্ভ রাশি
যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালো করে বিচার করে নিন। আজ নেতিবাচক মনোভাব না রাখাই ভালো। আজ বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন কুম্ভ রাশির জাতকরা। কোনও পুরনো অসুখ ফিরে আসায় আপনি কষ্ট পেতে পারেন। চিকিৎসা খাতে আজ মোটা টাকা খরচ হয়ে যেতে পারে।
মীন রাশি
কেরিয়ারের দিক থেকে আজ ভালো দিন হলেও আর্থিক ভাবে সতর্ক পদক্ষেপ করা উচিত মীন রাশির জাতকদের। সকলের মনোভাব বুঝে তবে প্রতিক্রিয়া দিন। সন্তানের স্বাস্থ্য আজ আপনাকে উদ্বিগ্ন করে তুলবে। অংশীদারী ব্যবসায় নিজে সতর্ক থাকুন। না হলে পার্টনার আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। আজ খরচ বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির দিক আরও এক ধাপ এগিয়ে যাবেন।