চাঁদ আজ সারাদিন তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি। বৃহস্পতিবার সারাদিন ত্রয়োদশী থাকবে। এই তিথিতে সৌভাগ্য যোগ ও শোভন যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সকাল ৭টা ৩৬ মিনিট পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্র, তারপর স্বাতী নক্ষত্র। আজ সকাল ৬টা ৫৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে বৃহস্পতিবার হল নারায়ণের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
মেষ রাশির ব্যবসায়ীরা আজ ব্যবসা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেতে চলেছেন। প্রেম ও দাম্পত্যে আজকের দিনটি আপনার জন্য মধুর ও আনন্দে পরিপূর্ণ হবে। আজ স্বল্প দূরত্বের ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে মেষ রাশির জাতকরা নিজেদের কর্মদক্ষতা প্রকাশ করতে পারবেন। জীবনসঙ্গীর সাহায্যে আজ ভাগ্য বিশেষ উন্নতি করতে পারবেন।
বৃষ রাশি
আজকের দিনটা বৃষ রাশির জাতকদের জন্য খুব একটা ভালো হবে না। ব্যবসায়ীরা আজ সাবধান থাকুন। না হলে বাণিজ্যিক ক্ষতি হতে পারে। অযথা অনেক টাকা খরচ হয়ে যেতে পারে। ছাত্রছাত্রীদের আজ বিশেষ করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। না হলে পিছিয়ে পড়তে হবে। আজ আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা লোকে করতে পারে।
মিথুন রাশি
আজ সামান্য শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য পূরণের জন্য আজই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি। সন্তানের উন্নতি দেখে আজ আপনার মনে আনন্দ থাকবে। সৌখিন দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা আজ আর্থিক ভাবে লাভবান হবেন। কিছু প্রয়োজনীয় ক্ষেত্রে আজ আপনাকে ব্যয় করতে হতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য আজ আগের থেকে ভালো হবে। আজ মায়ের থেকে বিশেষ ভাবে লাভবান হতে পারেন আপনি। ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম করবেন না। নিজের দায়িত্ব পালন করুন। আর্থিক লেনদেনর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে। প্রস্রাবে সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নিন।
সিংহ রাশি
আজ শারীরিক ও মানসিক ক্লান্তিতে ভুগবেন সিংহ রাশির জাতকরা। এই অবসন্নতার কারণে আপনার কর্মের গতি হ্রাস পাবে। কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের অর্থপ্রাপ্তি ভালো হবে। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থলাভ হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা আজ মিষ্টি কথায় সবার মন জয় করবেন। নিজের কথার জাদুতে কঠিন কাজও আপনি সহজে করে ফেলতে পারবেন। শত্রু আজ আপনার পদানত হবে। কাউকে আর্থিক সাহায্য না করাই ভালো। বন্ধুদের দ্বারা আজ বিশেষ উন্নতি হতে পারে। অংশীদারি ব্যবসায় আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে।
তুলা রাশি
আজ চিত্ত চাঞ্চল্যের কারণে বিব্রত হবেন তুলা রাশির জাতকরা। আপনার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় ও কথোপকথন হতে পারে। এই পরিচয় আপনার জন্য লাভজনক হবে। এর থেকে কোনও নতুন পরিকল্পনার সূত্রপাত হতে পারে। ভ্রাতৃস্থানীয় কারোর জন্য অর্থব্যয় করতে হতে পারে তুলা রাশির জাতকদের।
বৃশ্চিক রাশি
আজ অকারণ খরচ এড়িয়ে চলুন বৃশ্চিক রাশির জাতকরা। কোনও বন্ধুর কারণে আপনাকে বড় সমস্যায় পড়তে হতে পারে। ওষুধ ও চালের ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর্থিক ভাবেও আজ ক্ষতির সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির জাতকদের।
ধনু রাশি
কর্মক্ষেত্রে আজ বিশেষ উন্নতির যোগ আছে ধনু রাশির জাতকদের। যে কোনও আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন। আপনার কাঙ্খিত ভালোবাসার মানুষ আজ জীবনে আসতে পারেন। প্রতিবেশীর থেকে দূরত্ব বজায় রাখুন। মায়ের স্বাস্থ্য আজ আপনার মনকে উদ্বিগ্ন করবে। বৈদেশিক বাণিজ্য বা আন্তঃরাজ্য বাণিজ্যের ব্যবসায়ীদের জন্য শুভ দিন।
মকর রাশি
আর্থিক ভাবে আজকের দিনটি মকর রাশির জাতকদের জন্য শুভ। কর্মসূত্রে বিদেশ যাওয়ার কথা আজ এগোতে পারে। কর্মক্ষেত্রে আজ আয় বাড়ার যোগ আছ। তবে আগুন থেকে আজ ভয় রয়েছে মকর রাশির জাতকদের। রক্তাল্পতা রোগীদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। আপনার কথায় কোনও কাছের মানুষ আঘাত পেতে পারেন।
কুম্ভ রাশি
অফিসে আজ অশান্তি এড়িয়ে চলুন কুম্ভ রাশির জাতকরা। আচমকা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে এবং এই অর্থলাভের ফলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তবে দুর্ঘটনা এড়িয়ে চলুন, আজ হাড়ে আঘাত পেতে পারেন। সঞ্চিত অর্থ অযথা বিনিয়োগ করা আজ ঠিক হবে না। সম্পত্তি বিক্রি সংক্রান্ত সুখবর পেতে পারেন।
মীন রাশি
পেশাগত জীবনে আজ সাফল্য পাবেন। অফিসে শত্রুরাই আজ আপনার সাহায্যপ্রার্থী হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উদ্যম এবং কর্মক্ষমতা অপ্রতিরোধ্য হবে। চর্মরোগ আপনাকে বেগ দিতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা মাথায় আসতে পারে। অযথা চিন্তা আপনার মানসিক অবসাদের কারণ হতে পারে। পায়ে আঘাত পেতে পারেন।