চাঁদ আজ সারাদিন বৃশ্চিক রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা ত্রয়োদশী তিথি। শনিবার রাত ৩টে ৩২ মিনিট পর্যন্ত ত্রয়োদশী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ কৃষ্ণা চতুর্দশী তিথি। এই তিথিতে শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১০টা ১৩ মিনিট পর্যন্ত থাকবে অনুরাধা নক্ষত্র। তারপর থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র। আজ সকাল ৭টা ১৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৩ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল কর্মফলের দেবতা শনির প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ বড়দিন কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ পরিশ্রম এবং দক্ষতার সাফল্য পাবেন মেষ রাশির জাতকরা। নতুন কাজের দিশা পাবেন আপনি। তবে মায়ের স্বাস্থ্য খারাপ হওয়ার আপনার উদ্বেগ বাড়বে। অর্থ সঞ্চয়ের পরিমাণ বাড়বে। সবাইকে বিশ্বাস করলে আজ ঠকতে হতে পারে। কাজ সম্পূর্ণ ভাবে শেষ না হওয়ার জন্য আজ আপনি বিড়ম্বনায় পড়তে পারেন।
বৃষ রাশি
আজ সবাই বৃষ রাশির জাতকদের গুণের করদ করবে। ভালো কাজ করলে তার প্রশংসা পাবেন। তাই আজ আপনার মনে আনন্দ থাকবে। ভাই বা বোনের কোনও অনিষ্ট হতে পারে। আজ ভ্রমণ করলে সাবধানতা অবলম্বন করুন। কোনও সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সম্পত্তি কেনা-বেচার ভালো যোগাযোগ আজ ঘটতে পারে।
মিথুন রাশি
আজ অন্যের প্রতি দয়া থাকবে মিথুন রাশির জাতকদের মনে। পরপোকারের জন্য আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। ভুল সিদ্ধান্ত ও ভুল ব্যবস্থাপনা সংক্রান্ত কারণে আজ কর্মস্থলে সমস্যার মুখে পড়তে পারেন। শরীর বিশেষত গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। কোনও অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে পড়লে বাক্যব্যয় না করে সেখান থেকে সরে যান।
কর্কট রাশি
আজ বেশ কয়েকজন গুণী মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারেন কর্কট রাশির জাতকদের। এর ফলে আজ আপনার কাজে নতুন দিশা আসবে। ভালো আয় হতে পারে। চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা বিশেষ করে প্রসাধনী, ইন্টিরিয়ার ডেকরেটর, গয়নার ব্যবসায়ীরা বড় সাফল্য পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে।
সিংহ রাশি
পুরোনো তিক্ততা মুছে গিয়ে আত্মীয়দের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন হতে পারে সিংহ রাশির জাতকদের। ব্যবসায়িক লাভ ভালো হবে। শিল্পীর প্রতিভা ও গুণের যথাযথ সম্মান পাবেন। বন্ধু স্থানীয় ব্যক্তির সাহায্যে নতুন চাকরি পেতে পারেন বা চাকরিতে পদোন্নতি পেতে পারেম। আজ নতুন করে ব্যবসায় লগ্নি করবেন না।
কন্যা রাশি
নিয়ম মেনে কাজ করুন। হিসেবের দিকে নজর রাখুন, না হলে আজ হিসেবের গোলমাল হতে পারে। দাঁত, হাড় ও হজম সংক্রান্ত সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। আজ শত্রুরা সারল্যের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে। ব্যবসার কোনও কাজে দেরি হতে পারে। যৌথ উদ্যোগে কোনও কিছু করা থেকে আজ নিজেকে বিরত রাখুন।
তুলা রাশি
কর্মক্ষেত্রে বহু সংখ্যক প্রজেক্টের কাজ নিয়ে আজ আপনি ব্যস্ত থাকবেন। পারিবারিক দ্বন্দ্ব আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে তুলা রাশির জাতকরা। এডিটিং, প্রকাশনা ও পর্যটনের ব্যবসা আজ ভালো যাবে। ভালো বন্ধুর সাহায্যে আজ ভ্রমণের যোগ রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত খরচ হতে পারে।
বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় আজ বেশি লাভ হবে। কেরিয়ারে আজ নতুন কারওর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না। অফিসে আপনার সামনে প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। অর্থ উপার্জন বাড়বে। বন্ধুর শারীরিক অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা আসতে পারে।
ধনু রাশি
স্বাস্থ্য সংক্রান্ত কারণে আজ চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে ধনু রাশির জাতকরা। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আজ সতর্ক ও সজাগ থাকুন। আজ আপনার কোনও মূল্যবান জিনিস চুরি যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে। সন্তানের অবাধ্যতায় আজ আপনার মন খারাপ হবে। বন্ধু স্থানীয় ব্যক্তির সঙ্গে মতপার্থক্য হতে পারে।
মকর রাশি
আজ পেশা পরিবর্তন করতে পারেন মকর রাশির জাতকরা। কর্মক্ষেত্রে আজ আপনার পদস্খলন হতে পারে। অহেতুক বাকবিতন্ডা থেকে নিজেকে দূরে রাখুন। সব কাজে আজ বাধার মুখে পড়তে হতে পারে। সঞ্চিত অর্থে আজ টান পড়তে পারে। জমি,বাড়ি, রিয়েল ইস্টেট সংক্রান্ত কোনও চুক্তি আজ করতে পারেন।
কুম্ভ রাশি
লোহা, প্রোমোটারি, ইমারতি,কয়লার ব্যবসা লাভজনক হবে। পিতার স্বাস্থ্য নিয়ে মনে দুশ্চিন্তা বাড়বে। আজ নিজে থেকে কোনও বড় কাজের দায়িত্ব নেবেন না। শত্রু বৃদ্ধি হবে কুম্ভ রাশির জাতকদের। তবে তাতে ক্ষতির সম্ভাবনা নেই। অনিশ্চিত বিনিয়োগ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। স্নায়ু ও মাংসপেশীর সমস্যায় কষ্ট পেতে পারেন।
মীন রাশি
হাতের নাগালে আজ অনেক কিছু পাবেন মীন রাশির জাতকরা, কিন্তু বিবেচনা করে তবেই কেনাকাটা করুন। আজ কোথাও ভ্রমণ হতে পারে। আজ নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে ভবিষ্যতে সুফল পাবেন। ব্যবসা ভালো চলবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।