Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রবিবার কী আছে কোন রাশির ভাগ্যে?

রবিবার কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2024-12-29 08:19 AM

Share on:

চাঁদ আজ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ কৃষ্ণা চতুর্দশী তিথি। সোমবার ভোর ৪টে ১ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে। তারপর পড়বে পৌষ অমাবস্যা তিথি। এই তিথিতে গণ্ড যোগ ও বৃদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১১টা ২২ মিনিট পর্যন্ত থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র। তারপর থাকবে মূলা নক্ষত্র। আজ সকাল ৭টা ১৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

আজ মানসিক দুশ্চিন্তায় ভুগবেন মেষ রাশির জাতকরা। বিভিন্ন কাজ করার জন্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত আপনি হতাশ হবেন। যে কোনও বিষয়ে তর্ক-বিতর্ক আজ এড়িয়ে যান। মনে দ্বিধা থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে বিচলিত হবেন মেষ রাশির জাতকরা। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। কোনও কিছু পাওয়ার থাকলে তা পেতে আপনার দেরি হবে।

বৃষ রাশি

আজ আয় ও ব্যয়ের ভারসাম্য সঠিক ভাবে বজায় রাখতে পারবেন বৃষ রাশির জাতকরা। চোখের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আগের করা লগ্নি থেকে আজ ভালো লাভ পেতে পারেন। নিজের ভাই আপনার বিরোধিতা করবেন। এই কারণে পারিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন।

মিথুন রাশি

সন্তানের বিষয়ে কোনও সুখবর আজ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। জমানো টাকা আজ অসুখ-বিসুখের কারণে খরচ হয়ে যেতে পারে। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট সংক্রান্ত অনিশ্চিত বিনিয়োগ থেকে আজ দূরে থাকুন। গলা বা টনসিলের সমস্যায় আজ কষ্ট পাবেন। জ্ঞাতিদের শত্রুতায় আপনরা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

পরিশ্রমের আশানুরূপ ফল আজ পাবেন না। তবে এই কারণে আপনি হতাশ হবেন না। ব্যবসার গতি আজ কিছুটা ধীর হবে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি হবে। স্পন্ডিলাইসিস বা হাড়ের সমস্যায় কাবু হতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। কর্কট রাশির জাতকদের সৃজনশীল কাজ অন্যের নজর কাড়বে এবং লোকের বাহবা পাবেন।

সিংহ রাশি

জীবনসঙ্গীর ব্যবহারে আজ বিরক্ত হবেন সিংহ রাশির জাতকরা। গৃহস্থালি এবং কর্মস্থান দু'দিকেই ব্যালান্স বজায় রাখতে হবে আপনাকে। ঘর বাড়ি মেরামত করার জন্য আপনার খরচ বাড়বে। কাছের কোনও বন্ধুর থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষাক্ত কোনও প্রাণীর কামড় খেতে পারেন আপনি।

কন্যা রাশি

ব্যবসায়িক কোনও বড় চুক্তি আজ চূড়ান্ত হতে পারে। কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনাকে। আজ বিচার বিবেচনা করে কোথায় অর্থ বিনিয়োগ করবেন এবং কোথায় করবেন না,সেই বিষয়ে সিদ্ধান্ত নিন। শরীর সামান্য খারাপ হতে পারে আজ। কর্মক্ষেত্রে কিছু মানুষের উদ্ভট আচরণে আপনি বিরক্ত হবেন।

তুলা রাশি

আজ পরিবারকে নিয়ে খুবই সুখে শান্তিতে সময় কাটাবেন তুলা রাশির জাতকরা। ছোটখাটো ভ্রমণ হতে পারে আজ। ক্লান্তিকর পরিশ্রমের পর আজ আপনি একটু অবসর নেবেন। ব্যবসায় কোনও আইনি ঝঞ্ঝাট হলে তা মৌখিক ভাবে সমাধান করুন। ঋণের ফাঁদে পা দিলে ভবিষ্যতে ঋণের জালে জর্জরিত হতে পারেন।

বৃশ্চিক রাশি

আজ কিছু মানসিক চিন্তা বা হতাশা‌ গ্রাস করতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। আপনার জীবনে প্রেমের সম্পর্কের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোজগার আজ ভালো হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর দ্বারা কিছু প্রাপ্তি হতে পারে।

ধনু রাশি

আজ ধনু রাশির জাতকদের বাড়ি বন্ধু সমাগম হওয়ার যোগ রয়েছে। আজ আগুন থেকে আপনার বিপদ হতে পারে। সঞ্চিত অর্থের অপব্যয় হতে পারে। কোন পুরোনো আবার ফিরে আসতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় সতর্ক হয়ে সঠিক শব্দ বেছে নিন।

মকর রাশি

প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের চরম ব্যস্ততা থেকে আজ একটু বিরতি নিন। নিকট আত্মীয়ের বিরূপ মন্তব্যে কষ্ট পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ আজ হতে পারে। বিনোদন, চলচ্চিত্র, মিডিয়া, কমিউনিকেশনসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজ আজ অন্যের প্রশংসা পাবে।

কুম্ভ রাশি

বয়স্ক মানুষদের বাতের সমস্যা আজ বৃদ্ধি পাবে। কুটির শিল্প ,হস্তশিল্প ও বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ শুভ ফল পাবেন। কুম্ভ রাশির জাতকরা ঝুঁকিবহুল কাজ আজ এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা আর্থিক ভাবে লাভবান হবে। পাওনা টাকা আজ আদায় করতে পারবেন আপনি।

মীন রাশি

মীন রাশির জাতকদের ব্যবসায় লগ্নি আজ বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। আজ নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশা আপনার লাভজনক হবে। নিজস্ব অভিজ্ঞতা থেকে নতুন কিছু ভাবনা থাকলে তা কাজে লাগান। আজ বিশেষ সাফল্য পেতে পারেন। বছরের শেষ ভাগে আমোদে গা ভাসাতে পারেন।

TOP RELATED