Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কী আছে কোন রাশির ভাগ্যে?

কী আছে কোন রাশির ভাগ্যে?

Published on: Published on 2024-11-30 08:13 AM

Share on:

চাঁদ আজ সারা দিন রাত বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। সূর্যও বর্তমানে বৃশ্চিক রাশিতে রয়েছে। পঞ্জিকা অনুসারে আজ অঘ্রাণ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি। শনিবার সকাল ১০টা ২৯ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে। তারপর পড়বে দর্শ অমাবস্যা। এই তিথিতে অতিগণ্ড যোগ ও সুকর্ম যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে বিশাখা নক্ষত্র, তারপর থাকবে অনুরাধা নক্ষত্র। আজ সকাল ৬টা ৫৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। তার সঙ্গে শনিবার অমাবস্যা পড়ায় এটি শনিশ্চরী অমাবস্যা হিসেবে পালিত হবে। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


মেষ রাশি

ধন সঞ্চয়ের জন্য আজ উপযুক্ত দিন মেষ রাশির জাতকদের। তবে আয় বাড়লেও মনে দুঃখ থাকবে আপনার। নানা দিক থেকে বিপদ আসতে পারে। বন্ধুর সঙ্গে মনমালিন্য বা বন্ধুবিচ্ছেদ হওয়ার যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হতে পারে। বিষাক্ত জন্তুর থেকে সাবধান থাকুন। ঠান্ডা লেগে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে।

বৃষ রাশি

কর্মের দিক দিয়ে আজকের দিনটি শুভ বৃষ রাশির জাতকদের জন্য। যে চাকরি পাওয়ার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, আজ তা পেয়ে যেতে পারেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসাক্ষেত্রে নতুন কোনও ঝুঁকি আজ না নেওয়াই ভালো। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কে মনোমালিন্য আসতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা আজ কোনও গোপন শত্রুতার কবলে পড়তে পারেন। আত্মীয় পরিজনকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সবটুকু না জানানোই ভালো। শরীর আজ খুব একটা ভালো থাকবে না আপনার। চর্মরোগ, চোখের সমস্যা, সর্দি, রক্তপাত হওয়ার আশঙ্কা আছে। আজ কাউকে ধার দেবেন না বা কারোর কাছ থেকে ধার নেবেন না।

কর্কট রাশি

আজ সারাদিন শরীর স্বাস্থ্য নিয়ে বিব্রত থাকতে হবে কর্কট রাশির জাতকদের। নানা রকম অসুখ বিসুখ হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে। আজ হঠকারী কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আয় ভালোই হবে। তবে তরলজাত দ্রব্যের ব্যবসা যাঁরা করেন, তাঁদের জন্য আজকের দিনটি খুব একটা শুভ নয়।

সিংহ রাশি

আজ বেশ কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে সিংহ রাশির জাতকদের। বাড়ি তৈরি করতে অথবা মেরামতির কাজ করাতে গিয়ে আজ আপনার বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। প্রেম নিবেদনের জন্য আজএকটি আদর্শ দিন। প্রিয় মানুষের কাছে নিজের মনের কথা বলে ফেলুন। বন্ধুস্থানীয় ব্যক্তির জন্য আজ আপনার অর্থ ব্যয় হতে পারে।

কন্যা রাশি

ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তির কারণে আজ কন্যা রাশির জাতকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। হোম লোন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করলে আজ তা পেয়ে যেতে পারেন। অহেতুক কারো সঙ্গে কোনও বিবাদে জড়াবেন না। ব্যবসা সংক্রান্ত বিষয় কোনও সুখবর পেতে পারেন। যা আপনার নিশ্চিত ভাবে পাওয়ার কথা, তা পেতে বাধা আসতে পারে।

তুলা রাশি

আজ বাক সংযম রাখুন তুলা রাশির জাতকরা। কথায় নিয়ন্ত্রণ না রাখলে আজ সমস্যায় পড়তে হতে পারে। আত্মীয়রা আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আয় বুঝে ব্যয় করা উচিত হবে। না হলে অতিরিক্ত খরচ আপনার জন্য সংকট ডেকে আনবে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে হবে। কর্মক্ষেত্রে আইনি কোনও সমস্যায় বিব্রত হবেন।

বৃশ্চিক রাশি

আজ রোগভোগের প্রাদুর্ভাবে ভুগতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। ফেলে না রেখে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো হবে। উত্তেজনার বশে কোনও সিদ্ধান্ত আজকে না নেওয়াই ভালো। ব্যবসাক্ষেত্র মোটের উপর ভালোই থাকবে। অধঃস্তন কোনও কর্মচারী থেকে আপনার আজ সমস্যা আসতে পারে। কাউকে আজ টাকা ধার দেবেন না।

ধনু রাশি

আজ প্রচুর খরত হতে চলেছে ধনু রাশির জাতকদের। আপনার মায়ের কোমরের সমস্যা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হতে হবে। কোনও বন্ধুর দ্বারা আপনি উপকার পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কে সমস্যা আসতে পারে। ভাতৃস্থানীয় কোনও ব্যক্তি আজ আপনার জন্য সুখবর নিয়ে আসবেন সন্ধের আগেই।

মকর রাশি

আজ মকর রাশির জাতকদের প্রাপ্তিক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। নিজের পাওনা অর্থ আজ ফসকে যেতে পারে। বড় ভাই বা বড় বোনের কোনও সমস্যায় আপনি বিব্রত হবেন। অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করেন, তাঁদের জন্য আজ লাভের ইঙ্গিত থাকছে। ক্রনিক কোনো শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। সন্তানের জন্য আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।

কুম্ভ রাশি

ভাগ্য আজ কুম্ভ রাশির জাতকদের প্রতি সুপ্রসন্ন থাকবে। বাড়ি সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন। সহকর্মীরাই আড়ালে থেকে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। ইলেকট্রিক বা অগ্নিজাত দ্রব্য থেকে সাবধান থাকুন। চর্ম রোগে কষ্ট পেতে হতে পারে। আয় বাড়ার যোগ আছ।

মীন রাশি

আজ নতুন কোনও কাজ শুরু না করাই ভালো মীন রাশির জাতকদের। বিশেষ প্রয়োজনে আজ আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভের ইঙ্গিত থাকছে। হাড়ের আঘাতে কষ্ট পেতে পারেন। তীর্থস্থান ভ্রমণের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

TOP RELATED