চাঁদ আজ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে ধনু রাশিতে। আজ পৌষ শুক্লা প্রতিপদ তিথিতে গঠিত হবে ধন যোগ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ পৌষ শুক্লা প্রতিপদ তিথি। আজ রাত ৩টে ৩১ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে। তারপর পড়বে পৌষ শুক্লা দ্বিতীয়া তিথি। এই তিথিতে ধ্রুব যোগ ও ব্যাঘাত যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১২টা ৩ মিনিট পর্যন্ত থাকবে পূর্বাষাঢ়া নক্ষত্র। তারপর থাকবে উত্তর আষাঢ় নক্ষত্র। আজ সকাল ৭টা ১৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৩৫ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল বজরংবলীর প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি
আজ কর্মক্ষেত্রে দারুণ সক্রিয় পদক্ষেপ করবেন মেষ রাশির জাতকরা। ব্যবসায়ীরা সঠিক সিদ্ধান্ত নিলে তার উপযুক্ত ফল পাবেন। শত্রুদের কারণে আজ বিপদের মুখে পড়তে পারেন। মনে হতাশা বাসা বাধতে পারে। পৈতৃক সূত্র থেকে প্রত্যাশিত অর্থলাভ হতে পারে। সন্তানের সামগ্রিক উন্নতিতে আজ খুশি হবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কোনও ইতিবাচক পরিবর্তন আজ আসতে পারে। ব্যবসায় নতুন প্রস্তাব এলে তা গ্রহণ করা লাভজনক হবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। কফ, সর্দি, জ্বর ও পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক মধুর হবে।
মিথুন রাশি
অসহায় ব্যক্তিকে আজ সাহায্য করলে আত্মতৃপ্তি পাবেন মিথুন রাশির জাতকরা। অহেতুক কোনও আইনি জটিলতার মধ্যে পড়বেন না। নতুন সৌখিন দ্রব্য কেনার যোগ রয়েছে। দাম্পত্যে সাময়িক মতপার্থক্য হলেও দিনের শেষে তা মিটে যাবে। বন্ধু স্থানীয় ব্যক্তির থেকে অসহযোগিতা পাবেন।
কর্কট রাশি
কর্মক্ষেত্রের কোনও পরিচিত ব্যক্তি দ্বারা প্রভাবিত হবেন কর্কট রাশির জাতকরা। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আজ আপনার অনুভূতি প্রবল হবে । ছোটখাটো ভ্রমণযোগ রয়েছে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের মূল্যবান বস্তু আজ হারিয়ে যেতে পারে। আটকে থাকা টাকা আজ আপনি উদ্ধার করতে পারবেন। ব্যবসায় কোনও বিভ্রান্তি আসতে পারে। অযথা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন থাকবেন। মাতৃস্থানীয় বা বন্ধু স্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানির যোগ রয়েছে।
কন্যা রাশি
বন্ধুর ঈর্ষার কারণে আজ ক্ষতি হতে পারে কন্যা রাশির জাতকদের। ঋণ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে পদস্খলনের আশঙ্কা রয়েছে। কেউ আপনাকে ঘুষ দিতে চাইলে আপনি প্রলোভিত হয়ে পড়তে পারেন। দীর্ঘদিনের আইনি সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী বা সহকর্মী আজ কোনও সমস্যা তৈরি করতে পারে।
তুলা রাশি
কোনও শুভ সংবাদ আজ পেতে পারেন তুলা রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে সুখের সময় কাটানোর সুযোগ পাবেন। সংসারে অশান্তি আসতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। বৈদেশিক বাণিজ্য বা আর্থিক লেনদেনের দিকে নজর রাখুন।
বৃশ্চিক রাশি
আজ কর্মক্ষেত্রে সহকর্মীরা শত্রুতা করতে পারে কিন্তু তাতে আপনার কোনও ক্ষতি হবে না। ভ্রমণযোগ রয়েছে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি নজরে পড়বে। কর্মক্ষেত্রে শুভাকাঙ্ক্ষীদের উপদেশ নিয়ে কোনও সিদ্ধান্ত নিলে আপনি উপকার পাবেন। আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, সাবধানে চলাফেরা করুন।
ধনু রাশি
আজ আধ্যাত্মিক মার্গের কোনও ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে। আধ্যাত্বিক স্থানে ভ্রমণের যোগ রয়েছে। সম্পত্তি কেনার জন্য বিভিন্ন দিক থেকে আজ যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রের পরিস্থিতি একটু চাপের হতে পারে ধনু রাশির জাতকদের জন্য। সৃজনশীল কাজের জন্য সিনিয়রদের দ্বারা প্রশংসিত হবেন।
মকর রাশি
আজ অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ থেকে সাবধান থাকুন মকর রাশির জাতকরা। সন্তানের উন্নতি দেখে আজ আপনি আনন্দিত হবেন। আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। অংশীদারী ব্যবসা থেকে আজ সাবধান থাকা জরুরি। না হলে আর্থিক ক্ষতি হতে পারে। আজ চর্ম রোগের সমস্যায় বেগ পেতে পারেন।
কুম্ভ রাশি
অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। অপ্রত্যাশিত কিছু আর্থিক লাভ আপনার হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মান-অভিমান ও অশান্তির যোগ রয়েছে। অহেতুক কাউকে উপদেশ দিলে উল্টে আপনারই সমস্যা হতে পারে। পরিবার, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে।
মীন রাশি
মনের মধ্যে দু-রকম চিন্তা আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে। অংশীদারি ব্যবসায় আজ মীন রাশির জাতকদের লাভের সম্ভাবনা কম। ভুল ওষুধ খেয়ে ফেলে বিপাকে পড়তে পারেন। রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভবান হবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় অমনোযোগী হবে। অপ্রয়োজনীয় বিষয় মন্তব্য করবেন না