Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ছুটির দিনে আচমকা অর্থলাভ ৩ রাশির ভাগ্যে, কী ঘটবে বাকিদের সঙ্গে?

ছুটির দিনে আচমকা অর্থলাভ ৩ রাশির ভাগ্যে, কী ঘটবে বাকিদের সঙ্গে?

Published on: Published on 2024-09-29 08:55 AM

Share on:



আজকের রাশিফল রবিবার ২৯ সেপ্টেম্বর । চাঁদ আজ পুরো দিন রাত জুড়ে সিংহ রাশিতে অবস্থান করবে। এই সময় সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে। আজ পিতৃপক্ষের দ্বাদশ দিন। পঞ্জিকা অনুসারে আজ আশ্বিন কৃষ্ণা দ্বাদশী। এই তিথিতে সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সারা রাত থাকবে মঘা নক্ষত্র। আজ সকাল ৬টা ১৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৯ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ সূর্যদেবের কৃপায় কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।





আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দেবে, যার ফলে সহকর্মীদের মেজাজ খারাপ হবে। মধুর ব্যবহারের জোরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সফল হবেন। পরিবারের সদস্য অসুস্থ হতে পারেন, এর ফলে অর্থ ব্যয় বাড়বে। প্রেম জীবনে কিছু অবসাদ থাকবে। দান-পুণ্যের কাজে অর্থ ব্যয় করবেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক উন্নত হবে।




আজকের বৃষ রাশিফল

বৃষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে হই-হুল্লোড় করবেন। দুপুর নাগাদ কোনও সুসংবাদ পাবেন। সন্তান বা ভাই-বোনের ভবিষ্যৎ সংক্রান্ত সংবাদ হতে পারে এটি। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আজ আপনাদের সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ অসম্পূর্ণ থেকে গেলে তা সম্পন্ন করার সময় এসেছে। শ্বশুরবাড়ির তরফে সুসংবাদ পাবেন।


আজকের মিথুন রাশিফল

মিথুন রাশির জাতকরা চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকলে আজকের দিনটি অনুকূল। বাবা ও প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদে কোনও মূল্যবান বস্তু বা সম্পত্তি লাভের ইচ্ছাপূরণ হবে। এর ফলে পরিবারের সদস্যরা অত্যন্ত প্রসন্ন হবেন। ছাত্র-ছাত্রীরা সাহিত্য ও শিল্প ক্ষেত্রে কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করলে সফল হবেন। অনাবশ্যক ব্যয় বাড়বে।




আজকের কর্কট রাশিফল

কর্কট রাশির জাতকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করবেন না। কারণ এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। হঠাৎই বড় পরিমাণে অর্থ লাভ করতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অসহায়দের যথাসম্ভব সাহায্য করবেন। মানসিক শান্তি পাবেন। ব্যবসায়িক পরিকল্পনা কার্যকরী করবেন।


আজকের সিংহ রাশিফল

সিংহ রাশির জাতকরা স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসার জন্য আজকের দিনটি লাভজনক। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ সম্ভব। তাঁদের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শে ব্যবসায়ে লাভ হবে।


আজকের কন্যা রাশিফল

কন্যা রাশির জাতকরা ব্যবসায়ে সরকারি সাহায্য লাভ করবেন। পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা সমাপ্ত হবে। সৃজনশীল কাজে মনোনিবেশ করবেন। পরিস্থিতির কারণে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের। পারিবারিক জীবনে শুভ কাজ হবে, এর ফলে পরিবারের সমস্ত সদস্য খুশি হবেন।



আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হবে। সমাজে বিশেষ সম্মান পাবেন। বন্ধুর সংখ্যা বৃদ্ধি হবে। অধিক দৌড়ঝাপের কারণে স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়বে। তাই সতর্ক থাকুন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসায়ে নতুন প্রকল্প তৈরি করবেন।



আজকের বৃশ্চিক রাশিফল

বৃশ্চিক রাশির জাতকরা মামার কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। সন্ধেবেলা বন্ধুদের সাহায্যে ভেস্তে যাওয়া কাজ সফল হবে। এর ফলে আপনাদের মন আনন্দে ভরে উঠবে। সন্ধেবেলা পরিজনদের সঙ্গে সাক্ষাৎ হবে। নিজের রাগ নিয়ন্ত্রণে রখুন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ধন, সম্মান ও যশ বৃদ্ধি হবে। সন্তানের ভবিষ্যতের কারণে অর্থ ব্যয় করতে পারেন।



আজকের ধনু রাশিফল

ধনু রাশির জাতকরা পারিবারিক দ্রব্যে অর্থ ব্যয় করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে টাকা আটকে যেতে পারে। রাজকীয় কাজে আদালতে আনাগোনা বাড়তে পারে, কিন্তু কেউ আপনার কোনও ক্ষতি করতে পারবে না। আত্মীয়ের কারণে অবসাদ বাড়তে পারে। মায়ের সঙ্গে বিবাদ সম্ভব, পড়ে তাঁর রাগ দূর করার চেষ্টা করবেন।



আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকদের রান্নাঘরে কাজ করার সময়ে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আঘাত লাগতে পারে। ব্যবসায়ে অনুকূল লাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবর্তনের ফলে লাভবান হবেন এই রাশির জাতকরা। তবে কোনও পরিবর্তনের আগে সিনিয়র ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। ধর্মীয় কাজে সময় কাটাবেন। ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন।


আজকের কুম্ভ রাশিফল

কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি কষ্টজনক। শরীরের কোনও অংশে ব্যথা হবে। অর্থ ব্যয় হবে। তবে দুশ্চিন্তা করবেন না। ধৈর্য ধরুন। শীঘ্র সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নিন, তা না হলে লোকসান হতে পারে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। সন্তান ধর্মীয় কাজে ব্যস্ত থাকবে।


আজকের মীন রাশিফল

মীন রাশির জাতকরা অসম্পূর্ণ কাজ পূরণের সুযোগ পাবেন। বাড়ি কেনার আগে প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিতে ভুলবেন না। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। ব্যবসায়ে উন্নতি হবে। ছাত্র-ছাত্রীরা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। সন্ধেবেলা কোনও সুসংবাদ পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।



TOP RELATED