Last Update
আষাঢ় অমাবস্যায় দারুণ শুভ যোগ
চন্দ্র আজ বুধের রাশি মিথুনে প্রবেশ করবে। পাশাপাশি আজ আষাঢ় মাসের অমাবস্যা তিথি। এদিন ধ্রুব যোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও আর্দ্রা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। জ্যোতিষ গণনা অনুযায়ী গ্রহনক্ষত্রের শুভ প্রভাবে আজকের দিনটি বেশ কিছু রাশির ধর্মীয় কাজে রুচি বাড়বে। চাকরি ও ব্যবসায়ে উন্নতি হবে। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত আলোচনা করা হল।
মেষ রাশির জাতকদের আজকের দিনটি নানান সমস্যায় পরিপূর্ণ থাকবে। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। বন্ধুদের সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। পরিবারে কিছু বিবাদ বাঁধতে পারে, এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন। ছাত্রছাত্রীরা নিজের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত থাকবেন। গাড়ির সমস্যা হতে পারে।
ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।বৃষ রাশির জাতকদের জীবনে কোনও বিবাদ চললে তা এবার সমাপ্ত হবে। স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে তার সমাধান হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কাঙ্খিত ফল লাভের ইচ্ছা পূরণ হবে। সন্ধ্যাবেলা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব জপ মালা পাঠ করুন।
আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।
৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।
ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা বস্তু দান করুন।
আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মায়ের আশীর্বাদ গ্রহণ করুন।
ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। লক্ষ্মীর পুজো করুন।
জটিলতার কারণে মকর রাশির জাতকদের মাথা ব্যথা বাড়তে পারে। প্রতিবেশীদের কারণে সমস্যার মুখোমুখি হবেন। তাই সতর্ক থাকুন। বাণী নিয়ন্ত্রণে রাখুন। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। ব্যবসায়ে উন্নতি হবে। পারিবারিক ব্যবসার জন্য জীবনসঙ্গীর পরামর্শ কার্যকরী প্রমাণিত হবে। সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন।
ভাগ্য আজ ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মাছকে আটার গুলি খাওয়ান।কুম্ভ রাশির জাতকরা শুভ পরিণাম পাবেন। অযথা সন্দেহ করবেন না, তা না-হলে অর্থ ও সময় উভয়ই নষ্ট হবে। যে কারণে কিছুটা চিন্তিত হবেন কুম্ভ রাশির জাতকরা। লাভের সুযোগ পাবেন। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায়ীদের অর্থাভাবের সম্ভাবনা রয়েছে। সাবধানে গাড়ি চালান।
ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
মীন রাশির জাতকদের অধিক পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব। ব্যবসায় কাজের চাপ বাড়তে পারে। তবে পক্ষ ও বিপক্ষের সাহায্য পেতে পারেন। উচ্চাকাঙ্খী পরিকল্পনার সূচনা হবে, যা আপনাদের ভবিষ্যৎ মজবুত করবে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান।
আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।
TOP RELATED